ETV Bharat / state

BJP Deputation in Sidhu Kanho Birsa University : একাধিক দাবিতে সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি প্রদান বিজেপির

author img

By

Published : Dec 13, 2021, 3:39 PM IST

Updated : Dec 13, 2021, 4:54 PM IST

অনলাইনে পরীক্ষা, নিয়োগ দুর্নীতি-সহ একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে সোমবার সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি প্রদান করল পুরুলিয়া জেলা বিজেপি (BJP Deputation in Sidhu Kanho Birsa University)।

Bjp_Deputation
সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি প্রদান বিজেপির

পুরুলিয়া, 13 ডিসেম্বর : অনলাইনে পরীক্ষা, নিয়োগ দুর্নীতি-সহ একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে সোমবার সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি প্রদান করল পুরুলিয়া জেলা বিজেপি (BJP Deputation in Sidhu Kanho Birsa University)। এদিন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি-সহ আরও 5 বিজেপি বিধায়কের একটি প্রতিনিধিদল এই কর্মসূচিতে যোগ দেয় । যদিও বিজেপির এই প্রতিনিধি দল চেয়েছিলেন সহ-অধ্যক্ষের কাছে নিজেদের স্মারকলিপি প্রদান করতে ৷ সহ-অধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকায় রেজিস্ট্রারের কাছেই সেই স্মারকলিপি প্রদান করেন তারা ।

তাঁদের দাবির কথা জানাতে গিয়ে জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানান, করোনার কারণে বিশ্ববিদ্যালয়গুলি অনেক দিন বন্ধ ছিল ৷ এখন পরপর অনেকগুলি পরীক্ষা রয়েছে , ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সেই পরীক্ষাগুলি অনলাইনেই নেওয়া হোক ৷ তাঁদের আরও দাবি, বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রুপ ডি-সহ যে সমস্ত নিয়োগ হয়, তার অনেক ক্ষেত্রেই রয়েছে অস্বচ্ছতা ৷ জেলার ছেলেমেয়েরা সেখানে সুযোগ পাচ্ছে না ৷

সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি প্রদান বিজেপির

আরও পড়ুন : বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতুবি রাজ্যসভা, সাসপেন্ড সাংসদদের আচরণে প্রশ্ন পীযূষের

তবে বিষয়টি নিয়ে রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়েও অনলাইন পরীক্ষার জন্য আগাম নোটিশ জারি করা হয়ে গিয়েছে । এটা তাঁদের জানা ছিল না, ছাত্র ছাত্রীরা সকলেই নোটিশ পেয়ে গিয়েছে ৷ পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন, পরিচালনা এবং নিয়োগ সব ক্ষেত্রেই স্বচ্ছতা রয়েছে বলেও দাবি করেন তিনি । অন্যদিকে বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র ইউনিয়ন । তাদের দাবি, বিজেপির কাছে কোনও ইস্যু নেই, তাই ভুয়ো ইস্যু বানানোর চেষ্টা করছে ।

পুরুলিয়া, 13 ডিসেম্বর : অনলাইনে পরীক্ষা, নিয়োগ দুর্নীতি-সহ একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে সোমবার সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি প্রদান করল পুরুলিয়া জেলা বিজেপি (BJP Deputation in Sidhu Kanho Birsa University)। এদিন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি-সহ আরও 5 বিজেপি বিধায়কের একটি প্রতিনিধিদল এই কর্মসূচিতে যোগ দেয় । যদিও বিজেপির এই প্রতিনিধি দল চেয়েছিলেন সহ-অধ্যক্ষের কাছে নিজেদের স্মারকলিপি প্রদান করতে ৷ সহ-অধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকায় রেজিস্ট্রারের কাছেই সেই স্মারকলিপি প্রদান করেন তারা ।

তাঁদের দাবির কথা জানাতে গিয়ে জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানান, করোনার কারণে বিশ্ববিদ্যালয়গুলি অনেক দিন বন্ধ ছিল ৷ এখন পরপর অনেকগুলি পরীক্ষা রয়েছে , ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সেই পরীক্ষাগুলি অনলাইনেই নেওয়া হোক ৷ তাঁদের আরও দাবি, বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রুপ ডি-সহ যে সমস্ত নিয়োগ হয়, তার অনেক ক্ষেত্রেই রয়েছে অস্বচ্ছতা ৷ জেলার ছেলেমেয়েরা সেখানে সুযোগ পাচ্ছে না ৷

সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি প্রদান বিজেপির

আরও পড়ুন : বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতুবি রাজ্যসভা, সাসপেন্ড সাংসদদের আচরণে প্রশ্ন পীযূষের

তবে বিষয়টি নিয়ে রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়েও অনলাইন পরীক্ষার জন্য আগাম নোটিশ জারি করা হয়ে গিয়েছে । এটা তাঁদের জানা ছিল না, ছাত্র ছাত্রীরা সকলেই নোটিশ পেয়ে গিয়েছে ৷ পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন, পরিচালনা এবং নিয়োগ সব ক্ষেত্রেই স্বচ্ছতা রয়েছে বলেও দাবি করেন তিনি । অন্যদিকে বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র ইউনিয়ন । তাদের দাবি, বিজেপির কাছে কোনও ইস্যু নেই, তাই ভুয়ো ইস্যু বানানোর চেষ্টা করছে ।

Last Updated : Dec 13, 2021, 4:54 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.