ETV Bharat / state

BJP-র বিজয় মিছিলে গাড়ি ভাড়া দেওয়ায় মারধর - BJP কর্মীকে মারধর

পুরুলিয়ার পারবাইদ গ্রামে BJP-র বিজয় মিছিলে নিজের পিকআপ ভ্যান ভাড়া দিয়েছিলেন বলরাম মাহাত । অভিযোগ, মিছিল শেষে তাঁর উপর চড়াও হয় তৃণমূল । মারধর করা হয় তাঁকে ।

আক্রান্ত BJP কর্মী
author img

By

Published : Jun 3, 2019, 12:37 PM IST

পুরুলিয়া, 3 জুন: BJP-র বিজয় মিছিল । সেই মিছিলে নিজের পিকআপ ভ্যান ভাড়া দিয়ে মার খেলেন এক ব্যক্তি । তিনি BJP কর্মী । এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কেন্দা থানার অন্তর্গত পারবাইদ গ্রামের ।

গতকাল গ্রামে BJP বিজয় মিছিল উপলক্ষ্যে নিজের পিকআপ ভ্যান ভাড়া দেন স্থানীয় বলরাম মাহাত । অভিযোগ, গতকাল সন্ধ্যায় মিছিল শেষ হতেই তাঁর উপর চড়াও হয় তৃণমূলকর্মী মটর গড়াই ও তার দলবল । রড, লাঠি নিয়ে হামলা চালানো হয় । বলরামবাবুকে মারধর করা হয় । তাঁকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রী ও ছোট ছেলেকেও মারধর করা হয় ।

বলরামবাবু বলেন, " মাথায় রড দিয়ে মেরেছে । ঘটনাস্থানেই আমি অজ্ঞান হয়ে যাই । আমি BJP দল করি বলে আমাকে মেরেছে । তৃণমূল করলে কিছু করত না । আগে তৃণমূল করেছি । মটর গড়াই তৃণমূলের লোক । আমাকে, আমার স্ত্রী-কে ও ছোট ছেলেকে মেরেছ ।"

যদিও ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাদের দাবি, "পারিবারিক ঝামেলা হতে পারে । এখানে তৃণমূলের সঙ্গে কোনও সম্বন্ধ নেই ।"

পুরুলিয়া, 3 জুন: BJP-র বিজয় মিছিল । সেই মিছিলে নিজের পিকআপ ভ্যান ভাড়া দিয়ে মার খেলেন এক ব্যক্তি । তিনি BJP কর্মী । এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কেন্দা থানার অন্তর্গত পারবাইদ গ্রামের ।

গতকাল গ্রামে BJP বিজয় মিছিল উপলক্ষ্যে নিজের পিকআপ ভ্যান ভাড়া দেন স্থানীয় বলরাম মাহাত । অভিযোগ, গতকাল সন্ধ্যায় মিছিল শেষ হতেই তাঁর উপর চড়াও হয় তৃণমূলকর্মী মটর গড়াই ও তার দলবল । রড, লাঠি নিয়ে হামলা চালানো হয় । বলরামবাবুকে মারধর করা হয় । তাঁকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রী ও ছোট ছেলেকেও মারধর করা হয় ।

বলরামবাবু বলেন, " মাথায় রড দিয়ে মেরেছে । ঘটনাস্থানেই আমি অজ্ঞান হয়ে যাই । আমি BJP দল করি বলে আমাকে মেরেছে । তৃণমূল করলে কিছু করত না । আগে তৃণমূল করেছি । মটর গড়াই তৃণমূলের লোক । আমাকে, আমার স্ত্রী-কে ও ছোট ছেলেকে মেরেছ ।"

যদিও ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাদের দাবি, "পারিবারিক ঝামেলা হতে পারে । এখানে তৃণমূলের সঙ্গে কোনও সম্বন্ধ নেই ।"

Intro:পুরুলিয়া : বিজেপির বিজয় মিছিলে গাড়ি দেওয়া এবং বিজয় মিছিলে অংশগ্রহণ করায় গাড়ির মালিকের পরিবারের উপর রড ও লাঠিসেটা হামলা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে l রবিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার কেন্দা থানা এলাকার পারবাইদ গ্রামে l ঘটনার খবর পেয়ে ওই গাড়ির মালিকের বাড়িতে বিজেপি কর্মী এবং গ্রামবাসীরা ছুটে যেতেই তৃণমূলের লোকজন সেখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ l এদিনই রাতের দিকে তারা আহত গাড়ির মালিক বলরাম মাহাতো, তার স্ত্রী ও তার পুত্রকে সেখান থেকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় l ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় lBody:এদিন বিজেপির পক্ষ থেকে এক বিজয় মিছিলের আয়োজন করা হয় l আর সেই মিছিলে বক্স ও অন্যান্য সামগ্রী বহনের জন্য একটি পিকআপ ভ্যান ভাড়ায় দেয় গ্রামেরই বাসিন্দা পারবাইদ বলরাম মাহাত l অভিযোগ, এদিন সন্ধ্যের দিকে মিছিল শেষ হতেই সেই অপরাধে তার পরিবারের উপর চড়াও রড ও লাঠিসেটা নিয়ে চড়াও হয় গ্রামেরই তৃণমূল কর্মী মটর গরাই ও তার দলবল l তাকে মারের হাত থেকে বাঁচাতে ছুটে যায় তার স্ত্রী ও ছেলে l অভিযোগ, তাদের উপরও আঘাত করে তারা l
Conclusion:বলরাম মাহাত জানান, "বিজেপির মিছিলে গাড়ি দিয়েছিলাম তাই আমাদের উপর হামলা চালিয়েছে তৃণমূল l আমি এই ঘটনার সঠিক বিচার চাই l" যদিও এই ঘটনার কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব l তৃণমূলের নেতৃত্বের দাবি, "ওটা সম্পূর্ণ ভাবে পারিবারিক ঝামেলা হতে পারে l এখানে তৃণমূলের সঙ্গে কোনো সম্বন্ধ নেই l"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.