পুরুলিয়া, 9 মার্চ : "বাংলার গর্ব মমতা" কর্মসূচির মধ্যে BJP ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বরাবাজার পঞ্চায়েত সমিতির BJP সদস্যা সুমতি মাহাতো ৷ BJP র OBC মোর্চার সম্পাদক সুধীর চন্দ্র মাহাত-সহ 52টি BJP সমর্থিত পরিবারও তৃণমূলে যোগদান করেন ৷ গতকাল পুরুলিয়া জেলার মানবাজার শহরের একটি ধর্মশালায় "বাংলার গর্ব মমতা" কর্মসূচির মধ্যে যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে দেন জেলা পরিষদ সভাধিপতি সুজয় ব্যানার্জী, মন্ত্রী সন্ধ্যারানি টুডু, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন সহ বিশিষ্ট নেতামন্ত্রীরা ৷
বিগত পঞ্চায়েত নির্বাচনে বরাবাজার পঞ্চায়েত সমিতিতে তৃণমূল 13টি , BJP 14টি এবং কংগ্রেস একটি আসন দখল করে ৷ BJP সদস্যদের তৃণমূলে যোগদানের পর বরাবাজার পঞ্চায়েতে সমিতিতে BJP ও কংগ্রেস পরিচালিত বোর্ড সংখ্যালঘু হয়ে পড়ল ৷ বর্তমানে ওই পঞ্চায়েত সমিতিতে সমীকরণ দাঁড়াল BJP 12, তৃণমূল 15, কংগ্রেস 1 ৷
এ বিষয়ে তৃণমূল জেলা পরিষদ সভাধিপতি সুজয় ব্যানার্জী বলেন, "যোগদানকারীরা মানুষের উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় BJP ছেড়ে তৃণমূলে যোগদান করল ৷ নারী দিবসে একজন নারী BJP ছেড়ে তৃণমূলে যোগদান করায় আমরা আনন্দিত ৷" যোগদানকারী BJP র OBC মোর্চার প্রাক্তন সম্পাদক সুধীরচন্দ্র মাহাত বলেন, "BJP তে থেকে মানুষের উন্নয়নের জন্য কিছু কাজ করতে পারছিলাম না ৷ তাছাড়া জেলার উচ্চপদস্থকর্মীরা তৃণমূলস্তরের কর্মীদের পাত্তা দিত না ৷ মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করলাম ৷ জেলায় তৃণমূলের বিকল্প কিছু নেই ৷"