ETV Bharat / state

আদিত্যনাথের সভায় গিয়ে নিখোঁজ VHP কর্মী, উদ্ধার রক্তমাখা বাইক - missing

যোগী আদিত্যনাথের সভার পর থেকে নিখোঁজ পুরুলিয়া জেলা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক ও BJP সদস্য কার্তিক গড়াই। তাঁকে অপহরণ করার অভিযোগ উঠেছে।

ঘটনাস্থান থেকে উদ্ধার হওয়া মোবাইল ও বাইক
author img

By

Published : Feb 6, 2019, 11:27 PM IST

পুরুলিয়া, ৬ ফেব্রুয়ারি : যোগী আদিত্যনাথের সভার পর থেকে নিখোঁজ পুরুলিয়া জেলা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক ও BJP সদস্য কার্তিক গড়াই। অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় তাঁর পরিবারের তরফে বলরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বলরামপুর থানার করমা গ্রামের বাসিন্দা কার্তিক গড়াই। তিনি হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গেও যুক্ত। গতকাল পুরুলিয়ায় যোগী আদিত্যনাথের সভায় গিয়েছিলেন তিনি। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। আজ সকালে উরমা গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের কাছে কার্তিকবাবুর মোটর বাইক ও মোবাইল উদ্ধার হয়। তাঁর মোটর বাইকে রক্তের দাগও দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল কার্তিকবাবু বাড়িতে ফোন করে বাঁচার জন্য সাহায্য চেয়েছিলেন। কিন্তু, হঠাৎই তাঁর ফোন কেটে যায়। তারপর আজ সকালে তাঁর ভাঙাচোরা মোবাইল উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে অপহরণ করা হয়েছে।

বলরামপুর থানার পুলিশের তরফে জানা গেছে, কার্তিকবাবুর খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থানটিকে ঘিরে রাখা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

পুরুলিয়া, ৬ ফেব্রুয়ারি : যোগী আদিত্যনাথের সভার পর থেকে নিখোঁজ পুরুলিয়া জেলা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক ও BJP সদস্য কার্তিক গড়াই। অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় তাঁর পরিবারের তরফে বলরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বলরামপুর থানার করমা গ্রামের বাসিন্দা কার্তিক গড়াই। তিনি হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গেও যুক্ত। গতকাল পুরুলিয়ায় যোগী আদিত্যনাথের সভায় গিয়েছিলেন তিনি। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। আজ সকালে উরমা গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের কাছে কার্তিকবাবুর মোটর বাইক ও মোবাইল উদ্ধার হয়। তাঁর মোটর বাইকে রক্তের দাগও দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল কার্তিকবাবু বাড়িতে ফোন করে বাঁচার জন্য সাহায্য চেয়েছিলেন। কিন্তু, হঠাৎই তাঁর ফোন কেটে যায়। তারপর আজ সকালে তাঁর ভাঙাচোরা মোবাইল উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে অপহরণ করা হয়েছে।

বলরামপুর থানার পুলিশের তরফে জানা গেছে, কার্তিকবাবুর খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থানটিকে ঘিরে রাখা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।


Panchkula (Haryana), Feb 06 (ANI): Former Haryana chief minister B.S. Hooda and senior Congress leader Motilal Vora today appeared before CBI special court in Panchkula in connection with the Manesar land scam. Both Hooda and Vora are accused of embezzlement, and the former was named in a CBI FIR on charges of corruption and causing unlawful loss to the state.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.