পুরুলিয়া, 24 জুলাই : কোরোনা আবহে বিদ্যুৎ বিল মুকুবসহ কয়েকদফা দাবিতে অবস্থান বিক্ষোভ BJP-র । শুক্রবার পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে বিদ্যুৎ বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় । পরে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি শীর্ষ আধিকারিককে প্রদান করেন তাঁরা ।
অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরুলিয়া শহর BJP সভাপতি সত্যজিৎ অধিকারী । উপস্থিত ছিল জেলার অন্যান্য নেতাকর্মী সমর্থকেরা ।
আন্দোলনকারীদের অভিযোগ, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ইউনিট প্রতি বিদ্যুৎবিল অনেক বেশি ধার্য করা হয়েছে । এখন লকডাউন চলছে কর্মহীন অধিকাংশ পরিবার । তিন মাসের বিদ্যুতের বিল একসঙ্গে দেওয়ায় সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে ।
দাবি, অবিলম্বে ধার্য করা বিদ্যুতের বিল কমান হোক । এছাড়া তিন মাসের পরিবর্তে প্রতিমাসে বিদ্যুতের বিল নেওয়া হোক ।
সত্যজিৎ অধিকারী হুঁশিয়ারি দেন, "যে তিন দফা দাবিতে আজকে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হল, তা পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে l"