ETV Bharat / state

বিদ্যুতের বিল নিয়ে অবস্থান-বিক্ষোভ পুরুলিয়ার BJP নেতাকর্মীদের

author img

By

Published : Jul 25, 2020, 12:53 AM IST

বিদ্যুতের বিল মুকুবসহ কয়েক দফা দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ দেখাল পুরুলিয়ার BJP সংগঠন ।

BJP leaders and activists in Purulia protest against the electricity bill
BJP leaders and activists in Purulia protest against the electricity bill

পুরুলিয়া, 24 জুলাই : কোরোনা আবহে বিদ্যুৎ বিল মুকুবসহ কয়েকদফা দাবিতে অবস্থান বিক্ষোভ BJP-র । শুক্রবার পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে বিদ্যুৎ বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় । পরে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি শীর্ষ আধিকারিককে প্রদান করেন তাঁরা ।

অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরুলিয়া শহর BJP সভাপতি সত্যজিৎ অধিকারী । উপস্থিত ছিল জেলার অন্যান্য নেতাকর্মী সমর্থকেরা ।

আন্দোলনকারীদের অভিযোগ, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ইউনিট প্রতি বিদ্যুৎবিল অনেক বেশি ধার্য করা হয়েছে । এখন লকডাউন চলছে কর্মহীন অধিকাংশ পরিবার । তিন মাসের বিদ্যুতের বিল একসঙ্গে দেওয়ায় সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে ।

দাবি, অবিলম্বে ধার্য করা বিদ্যুতের বিল কমান হোক । এছাড়া তিন মাসের পরিবর্তে প্রতিমাসে বিদ্যুতের বিল নেওয়া হোক ।

সত্যজিৎ অধিকারী হুঁশিয়ারি দেন, "যে তিন দফা দাবিতে আজকে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হল, তা পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে l"

পুরুলিয়া, 24 জুলাই : কোরোনা আবহে বিদ্যুৎ বিল মুকুবসহ কয়েকদফা দাবিতে অবস্থান বিক্ষোভ BJP-র । শুক্রবার পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে বিদ্যুৎ বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় । পরে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি শীর্ষ আধিকারিককে প্রদান করেন তাঁরা ।

অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরুলিয়া শহর BJP সভাপতি সত্যজিৎ অধিকারী । উপস্থিত ছিল জেলার অন্যান্য নেতাকর্মী সমর্থকেরা ।

আন্দোলনকারীদের অভিযোগ, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ইউনিট প্রতি বিদ্যুৎবিল অনেক বেশি ধার্য করা হয়েছে । এখন লকডাউন চলছে কর্মহীন অধিকাংশ পরিবার । তিন মাসের বিদ্যুতের বিল একসঙ্গে দেওয়ায় সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে ।

দাবি, অবিলম্বে ধার্য করা বিদ্যুতের বিল কমান হোক । এছাড়া তিন মাসের পরিবর্তে প্রতিমাসে বিদ্যুতের বিল নেওয়া হোক ।

সত্যজিৎ অধিকারী হুঁশিয়ারি দেন, "যে তিন দফা দাবিতে আজকে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হল, তা পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে l"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.