ETV Bharat / state

বিধায়কের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়ে পুরুলিয়ায় থানা ঘেরাও BJP-র

author img

By

Published : Jul 15, 2020, 4:50 PM IST

BJP বিধায়কের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি পুরুলিয়া জেলা BJP-র । পুরুলিয়া সদর থানা সহ জেলার বেশ কয়েকটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP নেতা, কর্মী ও সমর্থকরা ।

Hemtabad mla death incident, purulia district bjp demand cbi probe

পুরুলিয়া, 15 জুলাই : হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল পুরুলিয়া জেলা BJP ।

আজ পুরুলিয়া সদর থানা সহ জেলার বেশ কয়েকটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP নেতা, কর্মী ও সমর্থকরা । একইসঙ্গে বিধায়কের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও তদন্ত এবং CBI-কে তদন্তভার দেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা । পুরুলিয়া সদর থানা ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা, মনোজ তিওয়ারি, জেলা BJP মহিলা মোর্চার সভানেত্রী সহ অন্যরা ।

মনোজ তিওয়ারি বলেন, "রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই । BJP বিধায়ক দেবেন্দ্রনাথকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । অথচ ঘটনার সঠিক তদন্ত না করেই সেটাকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়েছে । আমরা তা মানি না । এটা আত্মহত্যা না কি খুন তা খতিয়ে দেখতে CBI-কে তদন্তভার দেওয়া হোক । আমরা CID তদন্ত মানব না । একজন জনপ্রতিনিধির যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে ? এরাজ্যে বিরোধী রাজনীতি করলেই কি খুন হতে হবে ? রাজ্যে আইনশৃঙ্খলা বলে কি কিছুই নেই ? যেখানে মানুষ স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে না, স্বাধীন ভাবে বাঁচতে পারবে না সেখানে পুলিশ-প্রশাসনের কী কাজ ? তাই আজ জেলা BJP-র পক্ষ থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হল ।"

পুরুলিয়া, 15 জুলাই : হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল পুরুলিয়া জেলা BJP ।

আজ পুরুলিয়া সদর থানা সহ জেলার বেশ কয়েকটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP নেতা, কর্মী ও সমর্থকরা । একইসঙ্গে বিধায়কের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও তদন্ত এবং CBI-কে তদন্তভার দেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা । পুরুলিয়া সদর থানা ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা, মনোজ তিওয়ারি, জেলা BJP মহিলা মোর্চার সভানেত্রী সহ অন্যরা ।

মনোজ তিওয়ারি বলেন, "রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই । BJP বিধায়ক দেবেন্দ্রনাথকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । অথচ ঘটনার সঠিক তদন্ত না করেই সেটাকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়েছে । আমরা তা মানি না । এটা আত্মহত্যা না কি খুন তা খতিয়ে দেখতে CBI-কে তদন্তভার দেওয়া হোক । আমরা CID তদন্ত মানব না । একজন জনপ্রতিনিধির যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে ? এরাজ্যে বিরোধী রাজনীতি করলেই কি খুন হতে হবে ? রাজ্যে আইনশৃঙ্খলা বলে কি কিছুই নেই ? যেখানে মানুষ স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে না, স্বাধীন ভাবে বাঁচতে পারবে না সেখানে পুলিশ-প্রশাসনের কী কাজ ? তাই আজ জেলা BJP-র পক্ষ থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.