ETV Bharat / state

ত্রিলোচন মাহাতর আবক্ষ মূর্তি স্থাপন BJP-র - Balarampur

নিহত দলীয় কর্মী ত্রিলোচন মাহাতর স্মৃতিতে বলরামপুরে আবক্ষ মূর্তি স্থাপন করল BJP ।

ত্রিলোচনের আবক্ষ মূর্তি
author img

By

Published : May 31, 2019, 3:09 AM IST

পুরুলিয়া, 31 মে : দুষ্কৃতীদের হাতে খুন দলীয় কর্মী ত্রিলোচন মাহাতর আবক্ষ মূর্তি স্থাপন করল BJP । বলরামপুর সুপুরডি গ্রামে গতকাল ত্রিলোচনের আবক্ষ মূর্তি স্থাপন করা হয় । সেই সঙ্গে দলের যুবমোর্চার ওই কর্মীর মৃত্যুদিনটি স্মরণীয় করতে গ্রামে একটি মেলারও আয়োজন করে BJP নেতৃত্ব ।

গত বছর পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের কিছুদিন পরেই 29 মে রাতে বলরামপুরের সুপুরডি গ্রামের কলেজ পড়ুয়া তথা BJP যুবমোর্চা কর্মী ত্রিলোচন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় । পরদিন অর্থাৎ 30 মে সকালে গ্রামের অদূরে একটি মাঠে গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । ত্রিলোচনের পরনের শার্টে পেনের আঁচড়ে লেখা ছিল 18 বছর বয়সে BJP করার শাস্তি । BJP নেতৃত্বের অভিযোগ, পরিকল্পনা করে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মূল অভিযুক্তদের ধরার জন্য CBI তদন্তের দাবিও তোলা হয় ।

পুরুলিয়া, 31 মে : দুষ্কৃতীদের হাতে খুন দলীয় কর্মী ত্রিলোচন মাহাতর আবক্ষ মূর্তি স্থাপন করল BJP । বলরামপুর সুপুরডি গ্রামে গতকাল ত্রিলোচনের আবক্ষ মূর্তি স্থাপন করা হয় । সেই সঙ্গে দলের যুবমোর্চার ওই কর্মীর মৃত্যুদিনটি স্মরণীয় করতে গ্রামে একটি মেলারও আয়োজন করে BJP নেতৃত্ব ।

গত বছর পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের কিছুদিন পরেই 29 মে রাতে বলরামপুরের সুপুরডি গ্রামের কলেজ পড়ুয়া তথা BJP যুবমোর্চা কর্মী ত্রিলোচন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় । পরদিন অর্থাৎ 30 মে সকালে গ্রামের অদূরে একটি মাঠে গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । ত্রিলোচনের পরনের শার্টে পেনের আঁচড়ে লেখা ছিল 18 বছর বয়সে BJP করার শাস্তি । BJP নেতৃত্বের অভিযোগ, পরিকল্পনা করে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মূল অভিযুক্তদের ধরার জন্য CBI তদন্তের দাবিও তোলা হয় ।

Intro:পুরুলিয়াঃ বিজেপি করার অপরাধে পুরুলিয়ায় তৃণমূলের হাতে নিহত হওয়া ত্রিলোচন মাহাতোর স্মৃতিতে এবার তার গ্রামেই তার আবক্ষ মূর্তি স্থাপন করল বিজেপি।বলরামপুর থানার সুপুরডি গ্রামে এদিন তার আবক্ষ মূর্তি স্থাপন করা হয়।সেই সঙ্গে দলের যুব মোর্চার ওই কর্মীর মৃত্যু দিনটিকে স্মরণীয় করে রাখতে গ্রামে আয়োজিত হয় একটি গ্রামীণ মেলাও।Body:উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের কয়েকদিন পর গত বছর ২৯ মে রাতে পুরুলিয়ার বলরামপুর থানার সুপুরডি গ্রামের কলেজ ছাত্র তথা এলাকার বিজেপি যুব মোর্চার কর্মী ত্রিলোচন মাহাতো রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান।Conclusion:তারপরেই ৩০ মে সকালে গ্রামের অদূরের মাঠে গাছের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।শুধু তাই নয় ত্রিলোচন এর পরনের শার্ট এ পেনের আঁচড় দিয়ে লেখা ছিল ১৮ বছর বয়সে বিজেপি করার শাস্তি।এছাড়া একই ধরনের বক্তব্য উল্লিখিত হাতে লেখা পোস্টার ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়ার ঘটনায় এটি যে পরিকল্পিত খুনের ঘটনা তা পুলিশ প্রশাসন স্তর থেকে সাধারণ মানুষ সকলেই বুঝতে পারেন।এই ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত খুনের ঘটনা এবং এর সঙ্গে জড়িত অভিযুক্তদের ধরার জন্য সিবিআই তদন্তের দাবিতে সরব হয় বিজেপি নেতৃত্ব।যে ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.