পুরুলিয়া, 31 মে : দুষ্কৃতীদের হাতে খুন দলীয় কর্মী ত্রিলোচন মাহাতর আবক্ষ মূর্তি স্থাপন করল BJP । বলরামপুর সুপুরডি গ্রামে গতকাল ত্রিলোচনের আবক্ষ মূর্তি স্থাপন করা হয় । সেই সঙ্গে দলের যুবমোর্চার ওই কর্মীর মৃত্যুদিনটি স্মরণীয় করতে গ্রামে একটি মেলারও আয়োজন করে BJP নেতৃত্ব ।
গত বছর পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের কিছুদিন পরেই 29 মে রাতে বলরামপুরের সুপুরডি গ্রামের কলেজ পড়ুয়া তথা BJP যুবমোর্চা কর্মী ত্রিলোচন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় । পরদিন অর্থাৎ 30 মে সকালে গ্রামের অদূরে একটি মাঠে গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । ত্রিলোচনের পরনের শার্টে পেনের আঁচড়ে লেখা ছিল 18 বছর বয়সে BJP করার শাস্তি । BJP নেতৃত্বের অভিযোগ, পরিকল্পনা করে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মূল অভিযুক্তদের ধরার জন্য CBI তদন্তের দাবিও তোলা হয় ।