ETV Bharat / state

কোরোনা সতর্কতা অগ্রাহ্য করেই পুরুলিয়ায় দলীয় কর্মিসভার আয়োজন BJP-র - কোরোনা স্টোরি

কোরোনার জন্য দেশে সতর্কতা অবলম্বন করা হচ্ছে । জমায়েত এড়াতে বন্ধ করা হয়েছে বৈঠক-মিছিলের আয়োজন । বন্ধ স্কুল-কলেজ । এসবের মধ্যেই সেসব সতর্কতাকে অগ্রাহ্য করে কর্মী-সমর্থকদের নিয়ে দলীয় কর্মিসভার আয়োজন করা হয় ।

bjp
bjp
author img

By

Published : Mar 17, 2020, 8:10 PM IST

পুরুলিয়া, 17 মার্চ : কোরোনা আতঙ্কের মধ্যেই কর্মী-সমর্থকদের নিয়ে দলীয় কর্মিসভার আয়োজন করল পুরুলিয়া জেলা BJP । আজ পুরুলিয়া শহরের একটি ধর্মশালায় পুরুলিয়া জেলা BJP-র তরফে কর্মিসভা এবং প্রশিক্ষণ সভার আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য BJP-র সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি , পশ্চিমবঙ্গ রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়, জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা ।

কোরোনার জন্য দেশে সতর্কতা অবলম্বন করা হচ্ছে । জমায়েত এড়াতে বন্ধ করা হয়েছে বৈঠক-মিছিলের আয়োজন । বন্ধ স্কুল-কলেজ । এসবের মধ্যেই সেসব সতর্কতাকে অগ্রাহ্য করে কর্মী-সমর্থকদের নিয়ে দলীয় কর্মিসভার আয়োজন করা হয় ।

কয়েক ঘণ্টা ধরে চলে এই কর্মসূচি । দলের অনেকেই বক্তব্য পেশ করেন । অবশ্য কর্মসূচি শেষে কোরোনা নিয়ে সতর্কতা করেন BJP নেতৃত্বরা । একইসঙ্গে একে অপরকে মাস্ক পরিয়ে দেন তাঁরা । তবে কর্মিসভা কতটা নিরাপদ সেই নিয়ে আশঙ্কায় ছিলেন নেতাকর্মী সহ সমর্থকরাও ।

purulia
আয়জন করা হয় দলীয় কর্মিসভা...

আজ এই দলীয় কর্মসূচি একদমই অনুচিত হয়েছে বলে মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য BJP-র সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি । তিনি বলেন, "দলীয় কর্মসূচি করা ঠিক হয়নি । BJP-র কর্মী-সমর্থকরা তো বিভিন্ন জায়গায় জনসংযোগ করে থাকেন সেক্ষেত্রে তাঁদের কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে কী কী করণীয় সে সম্পর্কে সচেতন করা প্রয়োজন । এই উদ্দেশেই আজ এই প্রশিক্ষণ সভা । আজ থেকে পুরুলিয়া শহর সহ রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য দলীয় কর্মসূচি, মিটিং, মিছিল, প্রচার বন্ধ থাকবে । "

জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানান, আজ দলীয় কর্মিসভা ও প্রশিক্ষণ সভার মাধ্যমে আমাদের কোরোনা সংক্রমণ রোধে সচেতন করেন রাজ্য নেতৃত্ব । আমাদের মাস্কও বিতরণ করেন । একইসঙ্গে এখন থেকে প্রচার ও মিটিং মিছিল থেকে দূরে থাকতে পরামর্শ দেন তাঁরা ।"

পুরুলিয়া, 17 মার্চ : কোরোনা আতঙ্কের মধ্যেই কর্মী-সমর্থকদের নিয়ে দলীয় কর্মিসভার আয়োজন করল পুরুলিয়া জেলা BJP । আজ পুরুলিয়া শহরের একটি ধর্মশালায় পুরুলিয়া জেলা BJP-র তরফে কর্মিসভা এবং প্রশিক্ষণ সভার আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য BJP-র সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি , পশ্চিমবঙ্গ রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়, জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা ।

কোরোনার জন্য দেশে সতর্কতা অবলম্বন করা হচ্ছে । জমায়েত এড়াতে বন্ধ করা হয়েছে বৈঠক-মিছিলের আয়োজন । বন্ধ স্কুল-কলেজ । এসবের মধ্যেই সেসব সতর্কতাকে অগ্রাহ্য করে কর্মী-সমর্থকদের নিয়ে দলীয় কর্মিসভার আয়োজন করা হয় ।

কয়েক ঘণ্টা ধরে চলে এই কর্মসূচি । দলের অনেকেই বক্তব্য পেশ করেন । অবশ্য কর্মসূচি শেষে কোরোনা নিয়ে সতর্কতা করেন BJP নেতৃত্বরা । একইসঙ্গে একে অপরকে মাস্ক পরিয়ে দেন তাঁরা । তবে কর্মিসভা কতটা নিরাপদ সেই নিয়ে আশঙ্কায় ছিলেন নেতাকর্মী সহ সমর্থকরাও ।

purulia
আয়জন করা হয় দলীয় কর্মিসভা...

আজ এই দলীয় কর্মসূচি একদমই অনুচিত হয়েছে বলে মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য BJP-র সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি । তিনি বলেন, "দলীয় কর্মসূচি করা ঠিক হয়নি । BJP-র কর্মী-সমর্থকরা তো বিভিন্ন জায়গায় জনসংযোগ করে থাকেন সেক্ষেত্রে তাঁদের কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে কী কী করণীয় সে সম্পর্কে সচেতন করা প্রয়োজন । এই উদ্দেশেই আজ এই প্রশিক্ষণ সভা । আজ থেকে পুরুলিয়া শহর সহ রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য দলীয় কর্মসূচি, মিটিং, মিছিল, প্রচার বন্ধ থাকবে । "

জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানান, আজ দলীয় কর্মিসভা ও প্রশিক্ষণ সভার মাধ্যমে আমাদের কোরোনা সংক্রমণ রোধে সচেতন করেন রাজ্য নেতৃত্ব । আমাদের মাস্কও বিতরণ করেন । একইসঙ্গে এখন থেকে প্রচার ও মিটিং মিছিল থেকে দূরে থাকতে পরামর্শ দেন তাঁরা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.