সামশেরগঞ্জ, 27 নভেম্বর : লিটার প্রতি দামের ফারাক প্রায় ছ'টাকা । তাই বাংলা থেকে ঝাড়খণ্ডে পেট্রল কিনতে যাচ্ছেন বাইক চালকরা । দামে বেশ কিছুটা সুবিধা পাওয়ায় মাত্র কয়েক কিমি পথ পাড়ি দিয়ে তাঁরা রোজ প্রতিবেশী রাজ্য থেকে পেট্রল কিনছেন । ঝাড়খণ্ডের পেট্রল পাম্পে এখন ভিড় জমিয়েছেন ফরাক্কা, সুতি, সামশেরগঞ্জের মানুষ । ঝাড়খণ্ডের ছাঁচির পেট্রল পাম্পের কর্মী অজয় মাল জানান, পেট্রল কিনতে বাইক নিয়ে ঝাড়খণ্ডে আসছেন বাংলার মানুষজন ৷ শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটছে । রাজ্যে প্রায় 111 টাকায় পৌঁছেছে পেট্রলের দাম । যদিও কেন্দ্রের 5 টাকা সেস মকুবের পর পেট্রল এখন প্রায় 106 টাকায় নেমেছে । এদিকে বাংলায় এই দাম হলেও ঝাড়খণ্ডে পেট্রল 99 টাকা থেকে 100 টাকার মধ্যে রয়েছে ।
আরও পড়ুন : Fuel Price: রাজ্যে পেট্রল-ডিজেলের কর ছাড়ের দাবিতে 18-24 নভেম্বর আন্দোলনে বিজেপি
তাই একটু কম দামে পেট্রল কিনতে ঝাড়খণ্ডে (Jharkhand Less Petrol Price ) গিয়ে পেট্রল কিনছেন বাংলার বাইক চালকরা । মূলত ঝাড়খণ্ড সীমানা এলাকার সামশেরগঞ্জ, ফরাক্কা, সুতির বিভিন্ন গ্রাম থেকে ঝাড়খণ্ডে যাচ্ছেন তাঁরা । বাইক চালকদের দাবি, ঝাড়খণ্ডে পেট্রলের দাম বরাবরই বাংলার থেকে কম । এখন লিটার প্রতি প্রায় 6-7 কম পাচ্ছি । এক বাইকচালক বলেন, "কিছুটা দূরত্ব হলেও ঝাড়খণ্ডের সীমানায় গিয়ে বেশি করে পেট্রল কিনে নিচ্ছি আমরা । তাতে অনেকটাই সাশ্রয় হচ্ছে ।" ঊর্ধ্বমুখী পেট্রলের দামে কিছুটা হলেও স্বস্তি মিলছে ।
পেট্রল পাম্প কর্তৃপক্ষের দাবি, পেট্রলের দাম প্রায় 7 টাকা কম হওয়ায় তুলনামূলক ভাবে আগের চেয়ে দ্বিগুণ পরিমাণে বেড়েছে গ্রাহক । ঝাড়খণ্ড সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকা তো বটেই, দূর দূরান্ত থেকেও অনেক গ্রাহক এই সুযোগ পেতে লাইন দিচ্ছেন ঝাড়খণ্ডের পেট্রল পাম্পে ।