পুরুলিয়া, 25 মার্চ : নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই রঘুনাথপুরে মনোজ তিওয়ারি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় রোড শো ৷ সেই রোড শো আটকল পুলিশ । ঘটনায় পুলিশের সঙ্গে বচসায় জড়াল বিজেপি কর্মী-সমর্থকরা । উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । বিজেপি-পুলিশ ধস্তাধস্তিতে আহত হলেন রঘুনাথপুর থানার আইসি ৷ তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আরও পড়ুন: মেরে ঝুলিয়ে দেওয়ার ঘটনা রাজ্যে নতুন নয় : কৈলাস
বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিবেকানন্দ বাউরির সমর্থনে রোড শো করেন বিজেপি নেতা তথা ভোজপুরি সিনেমার তারকা মনোজ তিওয়ারি ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । এদিন কাশিপুরে রোড শো করার কথা থাকলেও রঘুনাথপুরে কোনও রোড শো কর্মসূচি ছিল না । পুলিশের থেকে এই বিষয়ে অনুমতিও নেওয়া হয়নি ৷ পুলিশের অভিযোগ, রঘুনাথপুরে হেলিকপ্টার থেকে নেমে সেখান থেকেই রোড শো শুরু করে দেন মনোজ ও শ্রাবন্তী । এরপরেই পুলিশ ওই রোড শো আটকায় । যা নিয়ে বচসা বাধে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ বিজেপি সমর্থক ও পুলিশের ধস্তাধস্তিতে আহত হন রঘুনাথপুর থানার আইসি সঞ্জয় চক্রবর্তী ৷ তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পরে বিজেপি নেতৃত্ব তড়িঘড়ি শ্রাবন্তী ও মনোজকে রঘুনাথপুর থেকে সরিয়ে কাশিপুরে নিয়ে যায় ।