পুরুলিয়া, ১১ মার্চ : ৪ দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হল শিশুর বস্তাবন্দী মৃতদেহ। মৃতের নাম রঞ্জিত মাহাত। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার রিয়া গ্রামে।
পারিবারিক সূত্রে খবর, গত বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির উঠান থেকেই নিখোঁজ হয়ে যায় রঞ্জিত মাহাত (আড়াই বছর)। পরিবারের তরফ থেকে মফস্বল থানায় নিখোঁজ ডায়েরি করা হলে পুলিশ তদন্তে নামে। পাঁচদিন পর আজ সকালে রিয়া গ্রামের জঙ্গলে বস্তাবন্দী মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থানে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ শিশুটির পরিবারকে চিহ্নিতকরণের জন্য খবর দেয়। শিশুর পরিবার ঘটনাস্থানে পৌঁছে রঞ্জিতকে চিহ্নিতকরণ করলে পুলিশ শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য দেবেন মাহাত সদর হাসপাতালে পাঠায়।
শিশুর পরিবারের দাবি, রঞ্জিতকে খুন করা হয়েছে। তবে পারিবারিক শত্রুতার জেরেই খুন কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ।