ETV Bharat / state

পুরুলিয়ায় দুর্ঘটনার কবলে অ্যান্টি ল্যান্ডমাইন কার, আহত 16 পুলিশ

পুরুলিয়ায় চলন্ত অবস্থায় গাড়ির চাকা ফেটে গিয়ে উলটে যায় অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি। জখম চালকসহ 16 জন রাজ্য পুলিশ কর্মী।

দুর্ঘটনার কবলে অ্যান্টিল্যান্ডমাইন গাড়ি
author img

By

Published : May 10, 2019, 7:47 PM IST

Updated : May 10, 2019, 9:28 PM IST

পুরুলিয়া, 10 মে : পুরুলিয়ার হিজুলীতে দুর্ঘটনার কবলে অ্যান্টি ল্যান্ডমাইন। দুর্ঘটনায় আহত গাড়ির চালক সহ 16 জন পুলিশকর্মী। আহতদের নিয়ে যাওয় হয় পুরুলিয়া জেলা সদর হাসপাতালে। 11 জন হাসপালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল। 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসাধীন পুলিশ কর্মীরা

12ই মে পুরুলিয়া সহ রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মাওবাদী অধ্যুষীত অঞ্চলে নিরাপত্তা নিশ্ছিদ্র করার পরিকল্পনা সাজিয়েছে নির্বাচন কমিশন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের মাওবাদী উপদ্রুত অঞ্চলে তল্লাসিতে জোর দেওয়া হয়েছে। ল্যান্ড মাইন খুঁজতে ব্যাবহার করা হচ্ছে অ্যান্টি ল্যান্ড মাইন।

শুক্রবার তল্লাসীর কাজে বেরোনো অ্যান্টি ল্যান্ড মাইনের সামনের চাকা ফেটে গিয়ে উল্টে যায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত হিজুলী গ্রামে l

পুরুলিয়া, 10 মে : পুরুলিয়ার হিজুলীতে দুর্ঘটনার কবলে অ্যান্টি ল্যান্ডমাইন। দুর্ঘটনায় আহত গাড়ির চালক সহ 16 জন পুলিশকর্মী। আহতদের নিয়ে যাওয় হয় পুরুলিয়া জেলা সদর হাসপাতালে। 11 জন হাসপালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল। 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসাধীন পুলিশ কর্মীরা

12ই মে পুরুলিয়া সহ রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মাওবাদী অধ্যুষীত অঞ্চলে নিরাপত্তা নিশ্ছিদ্র করার পরিকল্পনা সাজিয়েছে নির্বাচন কমিশন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের মাওবাদী উপদ্রুত অঞ্চলে তল্লাসিতে জোর দেওয়া হয়েছে। ল্যান্ড মাইন খুঁজতে ব্যাবহার করা হচ্ছে অ্যান্টি ল্যান্ড মাইন।

শুক্রবার তল্লাসীর কাজে বেরোনো অ্যান্টি ল্যান্ড মাইনের সামনের চাকা ফেটে গিয়ে উল্টে যায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত হিজুলী গ্রামে l

Intro:পুরুলিয়া : চলন্ত অবস্থায় এন্টি ল্যান্ড মাইনের সামনের চাকা ফেটে গিয়ে উল্টে যায় গাড়ি l ঘটনায় জখম চালক সহ 15 জন রাজ্যপুলিশ কর্মী l তাদের মধ্যে 11 জন পুলিশকর্মী সদর হাসপাতালে চিকিৎসাধীন l শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত হিজুলী গ্রামে l Body:এদিন দুপুরে এন্টি ল্যান্ড মাইন গাড়িতে করে চালক 15 জন পুলিশকর্মী রওনা দেয় পুরুলিয়া বরাবাজার রোডে l হিজুলী গ্রামের কাছে পৌঁছাতেই চলন্ত অবস্থাতেই গাড়িটির সামনের চাকা ফেটে যায় l উল্টে যায় গাড়ি l ঘটনায় গুরুতর জখম হন মহিলা পুলিশ কর্মী সহ 11 পুলিশকর্মী l গ্রামবাসীদের সহায়তায় জখম পুলিশ কর্মীদের পাঠানো হয় হাসপাতালে l বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছেন 11 জন পুলিশ কর্মী l চালক সহ বাকি 5 জনের প্রার্থমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় l Conclusion:পুরুলিয়া
Last Updated : May 10, 2019, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.