ETV Bharat / state

পুরুলিয়া জেলা তৃণমূলের নতুন ব্লক কমিটি গঠন

author img

By

Published : Nov 4, 2020, 2:34 AM IST

জেলার আড়ষা, সাঁতুড়ি, বাঘমুন্ডি, বরাবাজার, বান্দোয়ান, নিতুড়িয়া, মানবাজার-1, মানবাজার-2, রঘুনাথপুর-1, রঘুনাথপুর-2 এবং ঝালদা-2 ব্লকের নতুন ব্লক ও অঞ্চল কমিটি গঠন করল তৃণমূল ।

Purulia district Trinamool
পুরুলিয়া জেলা তৃণমূল

পুরুলিয়া, 3 নভেম্বর : একুশে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দল গোছানোর কাজে ঝাঁপিয়ে পড়ল পুরুলিয়া জেলা তৃণমূল । সেই লক্ষ্যে জেলা জুড়ে ব্লক স্তর থেকে অঞ্চল স্তরের নতুন কমিটি গঠনের কাজ শুরু হল তৃণমূলের । ঘোষিত হল পুরুলিয়া জেলার 11টি ব্লকের নতুন ব্লক কমিটিসহ সেই ব্লকগুলির অঞ্চল সভাপতিদের নাম ।

জেলার আড়ষা, সাঁতুড়ি, বাঘমুন্ডি, বরাবাজার, বান্দোয়ান, নিতুড়িয়া, মানবাজার-1, মানবাজার-2, রঘুনাথপুর-1, রঘুনাথপুর-2 এবং ঝালদা-2 ব্লকের নতুন ব্লক ও অঞ্চল কমিটি গঠন করল তৃণমূল । এই নতুন কমিটিরগুলোর মধ্যে রয়েছে বেশ কয়েকটি নতুন মুখও । বাকি ব্লকগুলিরও নতুন কমিটি গঠন করতে চলেছে তৃণমূল । পাশাপাশি জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে ব্লকস্তরেও বিজয়া সম্মেলন, কর্মী সম্মেলনের আয়োজন শুরু করেছে তৃণমূল ।

পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু বলেন,"বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জেলার প্রতিটি ব্লকেই নতুন ব্লক কমিটি ও অঞ্চল কমিটি গঠনের কাজ শুরু হয়েছে । ইতিমধ্যে জেলার 11টি ব্লকের ব্লক ও অঞ্চল কমিটির নাম ঘোষণা করা হয়েছে । বাকি ব্লকেও নতুন কমিটির নাম ঘোষণা হবে শীঘ্রই । এই নতুন কমিটিগুলির মধ্যে বেশ কয়েকটি নতুন মুখও আনা হয়েছে । পাশাপাশি জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে প্রতিটি ব্লকে বিজয়া সম্মেলন, কর্মী সম্মেলনের আয়োজন করা হচ্ছে ।"

পুরুলিয়া, 3 নভেম্বর : একুশে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দল গোছানোর কাজে ঝাঁপিয়ে পড়ল পুরুলিয়া জেলা তৃণমূল । সেই লক্ষ্যে জেলা জুড়ে ব্লক স্তর থেকে অঞ্চল স্তরের নতুন কমিটি গঠনের কাজ শুরু হল তৃণমূলের । ঘোষিত হল পুরুলিয়া জেলার 11টি ব্লকের নতুন ব্লক কমিটিসহ সেই ব্লকগুলির অঞ্চল সভাপতিদের নাম ।

জেলার আড়ষা, সাঁতুড়ি, বাঘমুন্ডি, বরাবাজার, বান্দোয়ান, নিতুড়িয়া, মানবাজার-1, মানবাজার-2, রঘুনাথপুর-1, রঘুনাথপুর-2 এবং ঝালদা-2 ব্লকের নতুন ব্লক ও অঞ্চল কমিটি গঠন করল তৃণমূল । এই নতুন কমিটিরগুলোর মধ্যে রয়েছে বেশ কয়েকটি নতুন মুখও । বাকি ব্লকগুলিরও নতুন কমিটি গঠন করতে চলেছে তৃণমূল । পাশাপাশি জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে ব্লকস্তরেও বিজয়া সম্মেলন, কর্মী সম্মেলনের আয়োজন শুরু করেছে তৃণমূল ।

পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু বলেন,"বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জেলার প্রতিটি ব্লকেই নতুন ব্লক কমিটি ও অঞ্চল কমিটি গঠনের কাজ শুরু হয়েছে । ইতিমধ্যে জেলার 11টি ব্লকের ব্লক ও অঞ্চল কমিটির নাম ঘোষণা করা হয়েছে । বাকি ব্লকেও নতুন কমিটির নাম ঘোষণা হবে শীঘ্রই । এই নতুন কমিটিগুলির মধ্যে বেশ কয়েকটি নতুন মুখও আনা হয়েছে । পাশাপাশি জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে প্রতিটি ব্লকে বিজয়া সম্মেলন, কর্মী সম্মেলনের আয়োজন করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.