ETV Bharat / state

পুরুলিয়ায় পাটশিল্প প্রশিক্ষণকেন্দ্র বন্ধের দাবিতে বিক্ষোভ - purulia

জেলা পাটশিল্প প্রশিক্ষণ দপ্তরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলল সেখানে প্রশিক্ষণরত যুবকরা।

worker's agitation
author img

By

Published : Feb 2, 2019, 3:12 PM IST

পুরুলিয়া, ২ ফেব্রুয়ারি : জেলা পাটশিল্প প্রশিক্ষণ দপ্তরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলল সেখানে প্রশিক্ষণরত যুবকরা। গতকাল পুরুলিয়া শহরে প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের দাবিতে ওই যুবকরা দপ্তরের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

প্রশিক্ষিত ওই যুবকদের অভিযোগ, "রাজ্যের বিভিন্ন জেলার জুটমিলগুলিতে দক্ষ শ্রমিকদের অভাব থাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে জুটমিলগুলির মালিকের সঙ্গে আলোচনা করে প্রশিক্ষিত যুবকদের কাজে নিযুক্ত করার চুক্তি করা হয়। তাই জেলার পাটশিল্পকে বাঁচানোর পাশাপাশি পাটশিল্পক্ষেত্রে চাকরির সুবিধার্থে বিগত অগাস্ট মাসে শ্রম দপ্তরের উদ্যোগে পুরুলিয়া শহরে দুলমি-নডিহাতে পাটশিল্পে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রকল্পের শুভ সূচনা করা হয়। যেখানে বলা হয়েছিল এমপ্লয়মেন্ট খাতে নাম নথিভুক্ত থাকা যুবকদের তিনমাসের প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন ভাতাও দেওয়া হবে। প্রথম এক মাসে ১০০ টাকা করে, পরের মাসে ১৮০ টাকা করে এবং শেষ এক মাসে ২৫০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে দক্ষ যুবকদের চাকরির সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। তাই সেই প্রতিশ্রুতি মেনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বেকার যুবকদের সঙ্গে সঙ্গে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত যুবকরা নিজেদের কাজ ছেড়ে এই প্রশিক্ষণ কেন্দ্রে নিজের নাম নথিভুক্ত করান।"

undefined

তাদের অভিযোগ, প্রশিক্ষণ নেওয়ার সময় তাদের নিয়ম মতো স্টাইপেন্ড দেওয়া হত না। এমনকী এই কাজের প্রশিক্ষণ নেওয়ার জন্য রাজ্যের অন্য জুটমিলগুলিতেও তাদের পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে তাদের নানাভাবে র‍্যাগিং করা হয়।

এই বিষয়ে পুরুলিয়া জেলার পাটশিল্প কেন্দ্রের আধিকারিক অজয় মণ্ডল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "চুক্তিভিত্তিতে কাজ করানো হচ্ছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্লেসমেন্ট হয়নি একথাও ভুল। যারা জুটমিলে গিয়েছিল তারা অনেকেই কাজ পেয়েছেন। অনেক ছেলে রয়েছে যারা ট্রেনিং সম্পূর্ণ না করেই পালিয়ে এসেছে। এরকম করলে তো আর কাজ করা যায় না। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট নেই তাদের টাকা দিতে অসুবিধা হয়েছে।"

পুরুলিয়া, ২ ফেব্রুয়ারি : জেলা পাটশিল্প প্রশিক্ষণ দপ্তরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলল সেখানে প্রশিক্ষণরত যুবকরা। গতকাল পুরুলিয়া শহরে প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের দাবিতে ওই যুবকরা দপ্তরের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

প্রশিক্ষিত ওই যুবকদের অভিযোগ, "রাজ্যের বিভিন্ন জেলার জুটমিলগুলিতে দক্ষ শ্রমিকদের অভাব থাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে জুটমিলগুলির মালিকের সঙ্গে আলোচনা করে প্রশিক্ষিত যুবকদের কাজে নিযুক্ত করার চুক্তি করা হয়। তাই জেলার পাটশিল্পকে বাঁচানোর পাশাপাশি পাটশিল্পক্ষেত্রে চাকরির সুবিধার্থে বিগত অগাস্ট মাসে শ্রম দপ্তরের উদ্যোগে পুরুলিয়া শহরে দুলমি-নডিহাতে পাটশিল্পে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রকল্পের শুভ সূচনা করা হয়। যেখানে বলা হয়েছিল এমপ্লয়মেন্ট খাতে নাম নথিভুক্ত থাকা যুবকদের তিনমাসের প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন ভাতাও দেওয়া হবে। প্রথম এক মাসে ১০০ টাকা করে, পরের মাসে ১৮০ টাকা করে এবং শেষ এক মাসে ২৫০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে দক্ষ যুবকদের চাকরির সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। তাই সেই প্রতিশ্রুতি মেনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বেকার যুবকদের সঙ্গে সঙ্গে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত যুবকরা নিজেদের কাজ ছেড়ে এই প্রশিক্ষণ কেন্দ্রে নিজের নাম নথিভুক্ত করান।"

undefined

তাদের অভিযোগ, প্রশিক্ষণ নেওয়ার সময় তাদের নিয়ম মতো স্টাইপেন্ড দেওয়া হত না। এমনকী এই কাজের প্রশিক্ষণ নেওয়ার জন্য রাজ্যের অন্য জুটমিলগুলিতেও তাদের পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে তাদের নানাভাবে র‍্যাগিং করা হয়।

এই বিষয়ে পুরুলিয়া জেলার পাটশিল্প কেন্দ্রের আধিকারিক অজয় মণ্ডল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "চুক্তিভিত্তিতে কাজ করানো হচ্ছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্লেসমেন্ট হয়নি একথাও ভুল। যারা জুটমিলে গিয়েছিল তারা অনেকেই কাজ পেয়েছেন। অনেক ছেলে রয়েছে যারা ট্রেনিং সম্পূর্ণ না করেই পালিয়ে এসেছে। এরকম করলে তো আর কাজ করা যায় না। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট নেই তাদের টাকা দিতে অসুবিধা হয়েছে।"

RESTRICTIONS: NO ACCESS AUSTRALIA
SHOTLIST:
AuBC – NO ACCESS AUSTRALIA
Townsville, Queensland – 2 February 2019
1. Various of woman rescuing her dog, Candy
2. SOUNDBITE (English): Annastacia Palaszczuk, Queensland Premier
"When we use the words unprecedented and unchartered we use this for a reason. We have not been in this scenario before. There has been a lot of rain that has been falling especially over the Townsville catchment and some of these levels are unprecedented."
3. Various of residents and emergency service workers traversing through flooded streets
4. SOUNDBITE (English): Annastacia Palaszczuk, Queensland Premier
"We know we've been having this monsoonal trough in the north of our state however over the Townsville catchment the monsoon has settled in. The next 24 to 48 hours are crucial. Let me say that again, the next 24 to 48 hours are crucial."
5. Various of an SES (State Emergency Service) boat going through flooded streets with local residents on board
6. SOUNDBITE (English): Bruce Gunn, Bureau of Meteorology, Queensland
"The trough is slow moving and that's why we're getting such big accumulations of rainfall. So the risk is high for the next couple of days."
7. Flooded bushland
8. Various of residents cleaning up
9. SOUNDBITE (English): Roger Goodwin, Bluewater resident
"At my place here it's come up two metres, that was on the Wednesday and we had another rush at four o'clock yesterday morning at they came up about one-and-a-half metres."
10. Various of a policeman asking a resident to evacuate
11. A street busy with cars and emergency service personnel
STORYLINE:
Queensland Premier Annastacia Palaszczuk has called the rain levels "unprecedented," saying on Saturday that authorities hold the greatest concern for Townsville and its surroundings and that "the next 24 to 48 hours are crucial."
Major flooding is threatening homes in north Queensland as the disaster situation worsens.
Torrential rain continued to fall for a fifth day, causing widespread flooding and prompting rescue operations and evacuations.
A flash flood alert has been issued for people in Townsville's northern beaches and west of the city, with people urged to move to higher ground.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.