ETV Bharat / state

Jhalda Municipality: 'নির্বাচিত সরকারই গণতন্ত্র মানছে না', ঝালদার ঝামেলা মেটাতে ফের রাজ্যপালকে চিঠি অধীরের

পুরুলিয়ার ঝালদা পৌরসভার (Jhalda Municipality) অচলাবস্থা কাটাতে আবারও একবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ কী দাবি করেছেন তিনি ?

Adhir Ranjan Chowdhury sends letter to Governor CV Anand Bose over Jhalda Municipality controversy
Jhalda Municipality: 'নির্বাচিত সরকারই গণতন্ত্র মানছে না', ঝালদার ঝামেলা মেটাতে ফের রাজ্যপালকে চিঠি অধীরের
author img

By

Published : Dec 4, 2022, 8:32 PM IST

Updated : Dec 4, 2022, 10:48 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: পুরুলিয়ার ঝালদা পৌরসভার (Jhalda Municipality) পরিস্থিতি নিয়ে ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ গত 23 নভেম্বরের পর 4 ডিসেম্বর এই ইস্যুতে দ্বিতীয়বার রাজ্যের সাংবিধানিক প্রধানকে চিঠি পাঠালেন তিনি ৷ তাঁর এবারের চিঠিতেও কার্যত একই অভিযোগ করেছেন অধীর ৷ চিঠিতে রাজ্য সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তুলেছেন তিনি ৷ প্রবীণ কংগ্রেস নেতার বক্তব্য, রাজ্যপাল এই বিষয়ে কোনও পদক্ষেপ না করলে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তিনি ৷

এ নিয়ে অধীরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ তাঁকে অধীর বলেন, "গতবারের চিঠিতে আমি যেসমস্ত অভিযোগ করেছিলাম, আজ সেগুলি প্রমাণিত ৷ তাই, রাজ্যের সাংবিধানিক প্রধানকে চিঠি পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি ৷ কিন্তু, এরপরও পরিস্থিতির বদল না-ঘটলে আদালতের পথ তো খোলাই আছে ৷"

আরও পড়ুন: 'নির্দল' শিলাকে ঝালদা পৌরসভার চেয়ারপার্সন করল কংগ্রেস

রাজ্যপালকে পাঠানো চিঠিতে অধীরের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ হল, ঝালদা পৌরসভায় রাজ্য সরকার পরিকল্পনা মাফিক প্রশাসক বসিয়েছে ৷ এক্ষেত্রে কোনও পৌরবিধি বা আইন মানা হয়নি ৷ বস্তুত, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসক নিয়োগ করা হয়েছে ৷ নির্বাচিত রাজ্য সরকারই গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে !

Adhir Ranjan Chowdhury sends letter to Governor CV Anand Bose over Jhalda Municipality controversy
অধীরের চিঠি ৷

চিঠিতে রাজ্যপালের উদ্দেশে অধীর লিখেছেন, রাজ্য প্রশাসন ক্ষমতার অপব্যবহার করছে ৷ তাই সাংবিধানিক প্রধান হিসেবে আপনার হস্তক্ষেপ চাইতে বাধ্য হলাম আমি ৷ ঝালদা পৌরসভার নির্বাচন এবং তার ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের শাসকদলের নির্দেশে কংগ্রেসের কাউন্সিলর, দলীয় নেতা এবং সদস্যদের উপর নির্যাতন করা হচ্ছে ৷ তপন কান্দু নামে এক কাউন্সিলরকে খুন করা হয়েছে ৷ জোর করে ঝালদা পৌরসভার নিয়ন্ত্রণ হাতে রাখতে এবং ক্ষমতায় টিকে থাকতে চেষ্টায় কোনও খামতি রাখেনি রাজ্যে শাসকদল তথা সরকার পক্ষ ৷

অধীর তাঁর চিঠিতে রাজ্যপালকে জানিয়েছেন, এ নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে ৷ অবশেষে গত 21 নভেম্বর ঝালদা পৌরসভার তৎকালীন চেয়ারম্যানকে নিয়ম মেনে অপসারিত করা হয় ৷ এই সিদ্ধান্তের পক্ষে মত দেন কংগ্রেসের পাঁচ কাউন্সিলর ৷ সঙ্গে ছিলেন দুই নির্দল কাউন্সিলরও ৷ কিন্তু, তারপরও সরকার পক্ষ প্রশাসক নিয়োগ করে পৌরসভার ক্ষমতা ধরে রাখার বেআইনি প্রচেষ্টা করে চলেছে ৷ এই প্রেক্ষাপট তুলে ধরে ফের একবার চিঠিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন অধীর ৷

কলকাতা, 4 ডিসেম্বর: পুরুলিয়ার ঝালদা পৌরসভার (Jhalda Municipality) পরিস্থিতি নিয়ে ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ গত 23 নভেম্বরের পর 4 ডিসেম্বর এই ইস্যুতে দ্বিতীয়বার রাজ্যের সাংবিধানিক প্রধানকে চিঠি পাঠালেন তিনি ৷ তাঁর এবারের চিঠিতেও কার্যত একই অভিযোগ করেছেন অধীর ৷ চিঠিতে রাজ্য সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তুলেছেন তিনি ৷ প্রবীণ কংগ্রেস নেতার বক্তব্য, রাজ্যপাল এই বিষয়ে কোনও পদক্ষেপ না করলে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তিনি ৷

এ নিয়ে অধীরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ তাঁকে অধীর বলেন, "গতবারের চিঠিতে আমি যেসমস্ত অভিযোগ করেছিলাম, আজ সেগুলি প্রমাণিত ৷ তাই, রাজ্যের সাংবিধানিক প্রধানকে চিঠি পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি ৷ কিন্তু, এরপরও পরিস্থিতির বদল না-ঘটলে আদালতের পথ তো খোলাই আছে ৷"

আরও পড়ুন: 'নির্দল' শিলাকে ঝালদা পৌরসভার চেয়ারপার্সন করল কংগ্রেস

রাজ্যপালকে পাঠানো চিঠিতে অধীরের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ হল, ঝালদা পৌরসভায় রাজ্য সরকার পরিকল্পনা মাফিক প্রশাসক বসিয়েছে ৷ এক্ষেত্রে কোনও পৌরবিধি বা আইন মানা হয়নি ৷ বস্তুত, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসক নিয়োগ করা হয়েছে ৷ নির্বাচিত রাজ্য সরকারই গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে !

Adhir Ranjan Chowdhury sends letter to Governor CV Anand Bose over Jhalda Municipality controversy
অধীরের চিঠি ৷

চিঠিতে রাজ্যপালের উদ্দেশে অধীর লিখেছেন, রাজ্য প্রশাসন ক্ষমতার অপব্যবহার করছে ৷ তাই সাংবিধানিক প্রধান হিসেবে আপনার হস্তক্ষেপ চাইতে বাধ্য হলাম আমি ৷ ঝালদা পৌরসভার নির্বাচন এবং তার ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের শাসকদলের নির্দেশে কংগ্রেসের কাউন্সিলর, দলীয় নেতা এবং সদস্যদের উপর নির্যাতন করা হচ্ছে ৷ তপন কান্দু নামে এক কাউন্সিলরকে খুন করা হয়েছে ৷ জোর করে ঝালদা পৌরসভার নিয়ন্ত্রণ হাতে রাখতে এবং ক্ষমতায় টিকে থাকতে চেষ্টায় কোনও খামতি রাখেনি রাজ্যে শাসকদল তথা সরকার পক্ষ ৷

অধীর তাঁর চিঠিতে রাজ্যপালকে জানিয়েছেন, এ নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে ৷ অবশেষে গত 21 নভেম্বর ঝালদা পৌরসভার তৎকালীন চেয়ারম্যানকে নিয়ম মেনে অপসারিত করা হয় ৷ এই সিদ্ধান্তের পক্ষে মত দেন কংগ্রেসের পাঁচ কাউন্সিলর ৷ সঙ্গে ছিলেন দুই নির্দল কাউন্সিলরও ৷ কিন্তু, তারপরও সরকার পক্ষ প্রশাসক নিয়োগ করে পৌরসভার ক্ষমতা ধরে রাখার বেআইনি প্রচেষ্টা করে চলেছে ৷ এই প্রেক্ষাপট তুলে ধরে ফের একবার চিঠিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন অধীর ৷

Last Updated : Dec 4, 2022, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.