কলকাতা, 23 নভেম্বর: রাজ্যপাল পদে শপথ নেওয়ার ঘণ্টা খানেকের মধ্যে অভিযোগ জমা পড়ল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) কাছে ৷ সাংবিধানিক দায়িত্ব পালনের আর্জি জানিয়ে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury Writes Letter to Governor) ৷ অভিযোগ করলেন, ঝালদা পৌরসভায় (Jhalda Municipality) কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হলেও, রাজ্য সরকার সেখানে প্রশাসক বসানোর প্রস্তুতি নিচ্ছে ৷ এই অভিযোগে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করে চিঠি দিয়েছেন অধীর ৷
প্রসঙ্গত, গত 21 নভেম্বর ঝালদা পৌরসভার তৃণমূলের চেয়ারম্যানকে অনাস্থা ভোটে হারিয়ে পদ থেকে সরান কংগ্রেসের 5 কাউন্সিলর ৷ যেখানে 2 নির্দল কাউন্সিলর কংগ্রেসকে সমর্থন জানান ৷ বাকি 5 তৃণমূল কাউন্সিলর আস্থা ভোটে হাজির হননি ৷ ফলে কংগ্রেস 2 নির্দলের সমর্থনে পুরুলিয়ার ঝলদা পৌরসভার দখল নেয় ৷ কিন্তু, সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল পদে এদিন শপথ নেওয়ার পরেই, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর তরফে একটি চিঠি দেওয়া হয়েছে ৷ যেখানে তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও, রাজ্যের শাসকদল চক্রান্ত করে তাদের ঝালদা পৌরসভায় বোর্ড গঠনে বাধা দিচ্ছে ৷
চিঠিতে অধীর তপন কান্দু হত্যার প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন, ‘‘রাজ্য প্রশাসনের ক্ষমতার অপব্যবহারের বিষয়ে, একজন সাংবিধানিক প্রধান হিসেবে আপনার হস্তক্ষেপ চাইতে বাধ্য হলাম আমি... 21 নভেম্বর 2022 সালে অনাস্থা ভোটে ঝালদা পৌরসভার চেয়ারম্যানকে অধিকাংশ কাউন্সিলর অপসারণ করেছেন (কংগ্রেস সমর্থিত 5 কাউন্সিলর এবং 2 জন নির্দল কাউন্সিলর) ৷’’
আরও পড়ুন: রাজনীতির নামে বাংলার বদনাম যারা করে, তাদের নাম বলতে লজ্জা লাগে, মমতার নিশানায় শুভেন্দু
এর পরের অংশেই অধীর অভিযোগ করেছেন, ‘‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, রাজ্য সরকার ঝালদা পৌরসভায় একজন প্রশাসক নিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলেছে ৷ উপরোক্ত ঘটনা ও পরিস্থিতিতে, আমি আপনার হস্তক্ষেপ কামনা করছি ৷’’ সিভি আনন্দ বোস আজই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিয়েছেন ৷ আর শপথবাক্য পাঠ করার কয়েক মুহূর্তের মধ্যে রাজ্যপালের কাছে সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ যা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে ৷