ETV Bharat / state

আগামীকাল মমতার সভা, তার আগে পুরুলিয়ায় তৎপরতা তুঙ্গে - পুরুলিয়ার হুটমুড়ায় মমতার জনসভা

মঙ্গলবার পুরুলিয়ায় পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে হুটমুড়ায় তাঁর জনসভা রয়েছে । রাতে পুরুলিয়া সার্কিট হাউজ়ে থাকবেন তৃণমূল সুপ্রিমো ।

Activities peaked in Purulia for Mamata Banerjee's meeting
পুরুলিয়ার হুটমুড়ায় মমতার জনসভা
author img

By

Published : Jan 18, 2021, 10:57 PM IST

পুরুলিয়া, 18 জানুয়ারি : পুরুলিয়ার হুটমুড়া ফুটবল ময়দানে মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা । একুশের নির্বাচনের আগে মমতার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । তৃণমূল নেত্রীর সভার আগে তৎপরতা জেলা জুড়ে । দফায় দফায় সভাস্থান খতিয়ে দেখছেন জেলা পুলিশ প্রশাসন থেকে তৃণমূল নেতাকর্মীরা । আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে জেলা জুড়ে । ইতিমধ্যেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সভাস্থানে ।

আরও পড়ুন : নন্দীগ্রাম আগলে রাখতে শুভেন্দু-গড়ে মমতা

লক্ষ্য বিধানসভা নির্বাচন । তার আগে একের পর এক জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনসভা করেন তৃণমূল নেত্রী । মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়ায় তাঁর সভা । মমতার সভার আগে জোরকদমে চলছে প্রস্তুতি । মঙ্গলবার জেলায় পৌঁছাবেন তিনি । সভা শেষে পুরুলিয়ার সার্কিট হাউজ়ে রাত্রিবাস করবেন মমতা । বুধবার দুপুরে পুরুলিয়া ছেড়ে যাওয়ার কথা তাঁর । যাওয়ার আগে তিনি পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের সভা গৃহ থেকে কয়েকটি সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর ।

হুটমুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থান পরিদর্শন প্রশাসনের

পুরুলিয়া, 18 জানুয়ারি : পুরুলিয়ার হুটমুড়া ফুটবল ময়দানে মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা । একুশের নির্বাচনের আগে মমতার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । তৃণমূল নেত্রীর সভার আগে তৎপরতা জেলা জুড়ে । দফায় দফায় সভাস্থান খতিয়ে দেখছেন জেলা পুলিশ প্রশাসন থেকে তৃণমূল নেতাকর্মীরা । আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে জেলা জুড়ে । ইতিমধ্যেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সভাস্থানে ।

আরও পড়ুন : নন্দীগ্রাম আগলে রাখতে শুভেন্দু-গড়ে মমতা

লক্ষ্য বিধানসভা নির্বাচন । তার আগে একের পর এক জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনসভা করেন তৃণমূল নেত্রী । মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়ায় তাঁর সভা । মমতার সভার আগে জোরকদমে চলছে প্রস্তুতি । মঙ্গলবার জেলায় পৌঁছাবেন তিনি । সভা শেষে পুরুলিয়ার সার্কিট হাউজ়ে রাত্রিবাস করবেন মমতা । বুধবার দুপুরে পুরুলিয়া ছেড়ে যাওয়ার কথা তাঁর । যাওয়ার আগে তিনি পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের সভা গৃহ থেকে কয়েকটি সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর ।

হুটমুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থান পরিদর্শন প্রশাসনের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.