ETV Bharat / state

পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 3 - kalipujo

পুরুলিয়ায় দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের ।

পুরুলিয়া
author img

By

Published : Oct 28, 2019, 12:35 PM IST

পুরুলিয়া, 28 অক্টোবর : পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের । কালীমন্দিরে পুজো দিয়ে ফেরার পথে রঘুনাথপুর- চন্দনকিয়ারি রাজ্য সড়কের ধারে দুর্ঘটনাটি ঘটে । মৃতদের নাম জানা যায়নি ।

আজ ভোরে মৌতরি কালীমন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে । বাইকে করে তিনজন ফিরছিলেন । সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আলকুশা সেতুর নিচে ঢুকে গেলে ঘটনাস্থানেই তিনজনের মৃত্যু হয় । পাড়া থানার পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

purulia accident
এই বাইকটিই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে

মৃত ব্যক্তিরা এই এলাকার, না কি অন্য কোনও জায়গা থেকে পুজো দিতে এসেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ ।

পুরুলিয়া, 28 অক্টোবর : পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের । কালীমন্দিরে পুজো দিয়ে ফেরার পথে রঘুনাথপুর- চন্দনকিয়ারি রাজ্য সড়কের ধারে দুর্ঘটনাটি ঘটে । মৃতদের নাম জানা যায়নি ।

আজ ভোরে মৌতরি কালীমন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে । বাইকে করে তিনজন ফিরছিলেন । সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আলকুশা সেতুর নিচে ঢুকে গেলে ঘটনাস্থানেই তিনজনের মৃত্যু হয় । পাড়া থানার পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

purulia accident
এই বাইকটিই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে

মৃত ব্যক্তিরা এই এলাকার, না কি অন্য কোনও জায়গা থেকে পুজো দিতে এসেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ ।

Intro:পুরুলিয়া : কালী মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় মৃত তিন যুবক l ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় l সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর-চন্দনকিয়ারী রাজ্য সড়কের ধারে পাড়া থানার অন্তর্গত আলকুশা গ্রামের আলকুশা সেতুর নিচে l ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বাইক l তবে মৃত ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি lBody:পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৌতড় কালীমন্দিররে পুজো দিয়ে ভোর রাতে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু ওই রাস্তা দিয়ে ফিরছিলো l আলকুশা সেতুর কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা l ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের l আজ সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা খবর দেওয়া হয় পাড়া থানায় l খবর পেয়ে পাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় পুলিশ l মৃত ব্যক্তিদের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ lConclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.