ETV Bharat / state

"এতদিন ধর্ম দেখিয়েছে, এবার নকল দেশপ্রেমকে কাজে লাগাচ্ছে"

"BJP-র বেঁচে থাকতে গেলে দাঙ্গা, ধর্ম আর দেশপ্রেমের প্রয়োজন।" পুরুলিয়ায় সভা করতে গিয়ে বললেন অভিষেক ব্যানার্জি।

author img

By

Published : Mar 16, 2019, 10:10 PM IST

অভিষেক ব্যানার্জি

পুরুলিয়া, ১৬ মার্চ : আজ পুরুলিয়ায় জয়পুর ব্লকের গুঞ্জা শবনপুর ফুটবল ময়দানে তৃণমূল কংগ্রেসের তরফে একটি সভার আয়োজন করা হয়। সভায় পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতর সমর্থনে প্রচার হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "এতদিন ধর্ম দেখিয়েছে, এবার নকল দেশপ্রেম কাজে লাগিয়ে আসরে নেমে পড়েছে। BJP-র বেঁচে থাকতে গেলে দাঙ্গা, ধর্ম আর দেশপ্রেমের প্রয়োজন।"

সভায় অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরাম মাহাত, সন্ধ্যারানি টুডু, সুজয় ব্যানার্জি এবং তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সুশান্ত মাহাত প্রমুখ।

সভায় অভিষেক বলেন, "এখন দাঙ্গা কাজ করছে না, ধর্ম কাজ করছে না। মুখ থুবড়ে পড়েছে। তাই নকল দেশপ্রেম কাজে লাগিয়ে তারা (BJP) নেমে পড়েছে। তারা বলছে, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান নিজেদের হেপাজতে রেখেছিল। কিন্তু তাঁকে নরেন্দ্র মোদির জন্য ছেড়ে দিয়েছে। আমি মনে করি, অভিনন্দন বর্তমান পাকিস্তান থেকে ভারতে এসেছেন তাঁর নিজের নিষ্ঠা, ত্যাগ, দক্ষতা ও কৃতিত্বের জন্য।"

অভিষেক বলেন, "নরেন্দ্র মোদির যদি বুকের পাটা থাকে তাহলে পাকিস্তান থেকে হাফিজ সৈয়দকে তুলে আনুন। যদি ক্ষমতা থাকে নীরব মোদিকে দেশে ফিরিয়ে আনুন। যদি ৫৬ ইঞ্চি বুকের পাটা থাকে ললিত মোদিকে তুলে আনুন, লন্ডন থেকে বিজয় মালিয়াকে তুলে আনুন।"

ভোটের কাজে যাতে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য অভিষেক দলের কর্মীদের সতর্ক করেন। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ মৃগাঙ্ক মাহাতকে বিপুল ভোটে জয়ী করার জন্য কর্মীদের ভুল বোঝাবুঝি ছেড়ে কাজ করার জন্য নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, "BJP-কে একটি ভোট দিলে দুঃখ ও অন্ধকার নেমে আসবে।"

অভিষেক বলেন, "কংগ্রেস চোর হলে BJP ডাকাত। কংগ্রেস আকাশ-পাতাল বিক্রি করেছে আর নমামী গঙ্গা প্রকল্পের নামে গঙ্গাকে বিক্রি করে দিয়েছে।" এছাড়াও বিগত পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, "যাতে আগামী দিনে সকলে মিলে একসঙ্গে দুর্নীতি করতে পারে তার জন্য বিগত পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেস-BJP জোট করে পঞ্চায়েত সমিতি গড়েছে।"

পুরুলিয়া, ১৬ মার্চ : আজ পুরুলিয়ায় জয়পুর ব্লকের গুঞ্জা শবনপুর ফুটবল ময়দানে তৃণমূল কংগ্রেসের তরফে একটি সভার আয়োজন করা হয়। সভায় পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতর সমর্থনে প্রচার হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "এতদিন ধর্ম দেখিয়েছে, এবার নকল দেশপ্রেম কাজে লাগিয়ে আসরে নেমে পড়েছে। BJP-র বেঁচে থাকতে গেলে দাঙ্গা, ধর্ম আর দেশপ্রেমের প্রয়োজন।"

সভায় অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরাম মাহাত, সন্ধ্যারানি টুডু, সুজয় ব্যানার্জি এবং তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সুশান্ত মাহাত প্রমুখ।

সভায় অভিষেক বলেন, "এখন দাঙ্গা কাজ করছে না, ধর্ম কাজ করছে না। মুখ থুবড়ে পড়েছে। তাই নকল দেশপ্রেম কাজে লাগিয়ে তারা (BJP) নেমে পড়েছে। তারা বলছে, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান নিজেদের হেপাজতে রেখেছিল। কিন্তু তাঁকে নরেন্দ্র মোদির জন্য ছেড়ে দিয়েছে। আমি মনে করি, অভিনন্দন বর্তমান পাকিস্তান থেকে ভারতে এসেছেন তাঁর নিজের নিষ্ঠা, ত্যাগ, দক্ষতা ও কৃতিত্বের জন্য।"

অভিষেক বলেন, "নরেন্দ্র মোদির যদি বুকের পাটা থাকে তাহলে পাকিস্তান থেকে হাফিজ সৈয়দকে তুলে আনুন। যদি ক্ষমতা থাকে নীরব মোদিকে দেশে ফিরিয়ে আনুন। যদি ৫৬ ইঞ্চি বুকের পাটা থাকে ললিত মোদিকে তুলে আনুন, লন্ডন থেকে বিজয় মালিয়াকে তুলে আনুন।"

ভোটের কাজে যাতে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য অভিষেক দলের কর্মীদের সতর্ক করেন। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ মৃগাঙ্ক মাহাতকে বিপুল ভোটে জয়ী করার জন্য কর্মীদের ভুল বোঝাবুঝি ছেড়ে কাজ করার জন্য নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, "BJP-কে একটি ভোট দিলে দুঃখ ও অন্ধকার নেমে আসবে।"

অভিষেক বলেন, "কংগ্রেস চোর হলে BJP ডাকাত। কংগ্রেস আকাশ-পাতাল বিক্রি করেছে আর নমামী গঙ্গা প্রকল্পের নামে গঙ্গাকে বিক্রি করে দিয়েছে।" এছাড়াও বিগত পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, "যাতে আগামী দিনে সকলে মিলে একসঙ্গে দুর্নীতি করতে পারে তার জন্য বিগত পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেস-BJP জোট করে পঞ্চায়েত সমিতি গড়েছে।"

Intro:পুরুলিয়া : আবেদনকারী সমস্ত প্রতিবন্ধীদের "অন্নপূর্ণা অন্তর্দ্বয় যোজনা" (AAY)-এর কার্ড প্রদান করে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হাজার হাজার প্রতিবন্ধী l রবিবার পুরুলিয়া জেলাশাসক দপ্তরের সামনে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় lBody:প্রতিবন্ধীদের দাবি "গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যখন উন্নয়নের জোয়ার বইছে, তখন কেবলমাত্র বঞ্চিত থাকছেন প্রতিবন্ধীরা l মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাধারণ মানুষের সুবিধার্তে চালু করেছেন একাধিক প্রকল্প, প্রদান করেছেন তখন একাধিক সুযোগ সুবিধা এবং প্রকল্পের ছোঁয়া থেকে আজ বঞ্চিত হয়ে পড়ছেন প্রতিবন্ধীরা l তাদের প্রশ্ন, রোজগার নেই ঠিকমতো, কোথা থেকে আসবে টাকা l তাই রেশন সামগ্রী বিনামূল্যে প্রদানের দাবি জানিয়েছেন তারা lConclusion:পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পুরুলিয়া জেলা কমিটির সভাপতি জয়দেব মাহাতো জানান, "আবেদনকারী সকল প্রতিবন্ধীদের "অন্নপূর্ণা অন্তর্দ্বয় যোজনা" (AAY)-এর কার্ড প্রদান এবং সকলকে বিনা মূল্যে রেশন সামগ্রী দেওয়ার দাবিতে বার বার জেলাশাসকের দপ্তরে আন্দোলন সহকারে দাবি জানানো হয়েছে l কিন্তু আজও কিছু কাজ হয়নি l তাই এবার বাধ্য হয়ে জেলাশাসক দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভ করা হয় l এতেও যদি দাবি পূরণ না হয় তাহলে আগামীদিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা l"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.