ETV Bharat / state

Jhalda Councillor Murder Case : 7 লাখে রফা, ঝালদা কাউন্সিলর খুনে জড়িত নন আইসি, জানালেন পুলিশ সুপার - ঝালদার খবর

তপন কান্দু খুনে নয়া তথ্য জানাল পুরুলিয়া জেলা পুলিশ (Jhalda Councillor Murder Case) ৷ কত টাকায় রফা হয়েছিল ? আইসি কি আদৌ জড়িত রয়েছে এই ঘটনায় ?

Jhalda Councillor Murder Case
ঝালদা কাউন্সিলর খুন
author img

By

Published : Apr 3, 2022, 5:41 PM IST

Updated : Apr 3, 2022, 9:22 PM IST

ঝালদা, 3 এপ্রিল : সাত লক্ষ টাকার বিনিময়ে খুন হন ঝালদার (Jhalda News) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ রবিবার সাংবাদিক বৈঠকে জানালেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান (7 Lakhs Deal for Jhalda Councillor Murder Claim Purulia District Police) ।

তিনি বলেন, "তদন্ত বলছে এটা পারিবারিক বিবাদের জেরে হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে আইসি জড়িত নন ৷"

এখনও পর্যন্ত এই ঘটনায় নিহত কাউন্সিলরের ভাই-সহ গ্রেফতার একাধিক ৷ তাদের জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য সামনে আসে ৷ পারিবারিক বিবাদের জেরে প্রায় সাত লক্ষ টাকার বিনিময়ে নিহতের ভাই নরেন কান্দু যোগাযোগ করে আসিক খানের সঙ্গে । আসিক খান এরপর যোগাযোগ করে ভাড়াটে খুনি কলেবর সিংয়ের সঙ্গে ৷ কলেবর সিংয়ের এই ঘটনায় আরও কয়েকজন ভাড়াটে খুনির সঙ্গে যোগসাজশ করে তপন কান্দুকে গুলি করে হত্যা করে । গোটা ঘটনায় গ্রেফতার হয় নিহতের ভাই নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, ভাড়াটে খুনি কলেবর সিং ও আসিক খান ৷

ঝালদা কাউন্সিলর খুনে যা বললেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার

আরও পড়ুন : Jhalda Councillor Murder Case: কাউন্সিলর তপন কান্দু খুনে ধৃত নরেন কান্দু ও আসিফ খানের পুলিশি হেফাজত

এই ঘটনায় জড়িত আরও চারজন ঝাড়খণ্ড এবং বিহারে লুকিয়ে রয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানান জেলা পুলিশ সুপার ৷

প্রসঙ্গত, 13 মার্চ বিকেলে গুলিবিদ্ধ হন পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Congress Councillor Shot dead in Jhalda) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহত তপনবাবুকে উদ্ধার করে ঝাড়খণ্ডের রাঁচিতে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ভর্তি করার কিছুক্ষণ পরই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় গুলি এবং বন্দুকের ম্যাগাজিন ।

আরও পড়ুন : Congress Councillor Shot Dead : ঝালদায় গুলিবিদ্ধ কংগ্রেস কাউন্সিলরের মৃত্যু, এলাকায় উত্তেজনা

ঝালদা, 3 এপ্রিল : সাত লক্ষ টাকার বিনিময়ে খুন হন ঝালদার (Jhalda News) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ রবিবার সাংবাদিক বৈঠকে জানালেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান (7 Lakhs Deal for Jhalda Councillor Murder Claim Purulia District Police) ।

তিনি বলেন, "তদন্ত বলছে এটা পারিবারিক বিবাদের জেরে হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে আইসি জড়িত নন ৷"

এখনও পর্যন্ত এই ঘটনায় নিহত কাউন্সিলরের ভাই-সহ গ্রেফতার একাধিক ৷ তাদের জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য সামনে আসে ৷ পারিবারিক বিবাদের জেরে প্রায় সাত লক্ষ টাকার বিনিময়ে নিহতের ভাই নরেন কান্দু যোগাযোগ করে আসিক খানের সঙ্গে । আসিক খান এরপর যোগাযোগ করে ভাড়াটে খুনি কলেবর সিংয়ের সঙ্গে ৷ কলেবর সিংয়ের এই ঘটনায় আরও কয়েকজন ভাড়াটে খুনির সঙ্গে যোগসাজশ করে তপন কান্দুকে গুলি করে হত্যা করে । গোটা ঘটনায় গ্রেফতার হয় নিহতের ভাই নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, ভাড়াটে খুনি কলেবর সিং ও আসিক খান ৷

ঝালদা কাউন্সিলর খুনে যা বললেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার

আরও পড়ুন : Jhalda Councillor Murder Case: কাউন্সিলর তপন কান্দু খুনে ধৃত নরেন কান্দু ও আসিফ খানের পুলিশি হেফাজত

এই ঘটনায় জড়িত আরও চারজন ঝাড়খণ্ড এবং বিহারে লুকিয়ে রয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানান জেলা পুলিশ সুপার ৷

প্রসঙ্গত, 13 মার্চ বিকেলে গুলিবিদ্ধ হন পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Congress Councillor Shot dead in Jhalda) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহত তপনবাবুকে উদ্ধার করে ঝাড়খণ্ডের রাঁচিতে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ভর্তি করার কিছুক্ষণ পরই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় গুলি এবং বন্দুকের ম্যাগাজিন ।

আরও পড়ুন : Congress Councillor Shot Dead : ঝালদায় গুলিবিদ্ধ কংগ্রেস কাউন্সিলরের মৃত্যু, এলাকায় উত্তেজনা

Last Updated : Apr 3, 2022, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.