ETV Bharat / state

পুরুলিয়ার 519 জনের সোয়াব টেস্টের নমুনা পাঠানো হল মেদিনীপুর মেডিকেলে

author img

By

Published : May 12, 2020, 12:29 PM IST

এখনও পর্যন্ত কোরোনামুক্ত রয়েছে পুরুলিয়া জেলা । বর্তমানে গ্রিন জ়োনের আওতায় রয়েছে জেলা । বাইরের রাজ্য থেকে যে সমস্ত শ্রমিক জেলায় ফিরছেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য কোয়ারানটিনে রাখা হচ্ছে ।

aa
পুরুলিয়া

পুরুলিয়া, 12 মে : পুরুলিয়া থেকে ফের 519টি সোয়াব টেস্টের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । এখনও পর্যন্ত পুরুলিয়া জেলা থেকে মোট 1405 জনের নমুনা পাঠানো হয়েছে । বর্তমানে 395 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । বাকি 1010 জনের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এসে পৌঁছায়নি । তবে পুরুলিয়ার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছে জেলা প্রশাসন । সকলকেই সচেতন থাকার বার্তা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশ প্রশাসন ।

এখনও পর্যন্ত কোরোনামুক্ত রয়েছে পুরুলিয়া জেলা । বর্তমানে গ্রিন জ়োনের আওতায় রয়েছে এই জেলা । বাইরের রাজ্যে গিয়ে লকডাউনে আটকে পড়া যে সমস্ত শ্রমিক জেলায় ফিরছেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কোয়ারানটিনে রাখা হচ্ছে । এখনও পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন ছয়জন । 39টি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 313 জন । গতকাল পর্যন্ত 24,516জনের হোম কোয়ারানটিন পূর্ণ হয়ে গেছে । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 8956জন । এখনও পর্যন্ত 1405জনের সোয়াব টেস্টের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে মেদিনীপুরে । তবে এখনও পর্যন্ত কোরোনা পজ়িটিভ রিপোর্ট পাওয়া যায়নি জেলায় ।

এছাড়াও জেলার মানুষও এখন অনেকটাই সচেতন । বিশেষ কাজে রাস্তায় বেরোলে মাস্ক পরে বা নাক-মুখ ঢেকে বেরোচ্ছেন । নিত্য প্রয়োজনীয় সামগ্রী হোক বা পেট্রোল-ডিজ়েল, কিংবা রেশন সামগ্রী প্রতিটি জায়গায় সামাজিক দূরত্ব মানছেন মানুষ । জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে । অকারণে রাস্তায় বেরোলেই গ্রেপ্তারও করছে পুলিশ । এখনও পর্যন্ত 390জনকে অকারণে রাস্তায় বেরোনোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ । রেজ়িস্টার করা হয়েছে 91টি কেস । আটক করা হয়েছে 139টি বাইক, দশটি টোটো, পাঁচটি চার চাকার যানবাহন ও একটি সাইকেল ।

পুরুলিয়া, 12 মে : পুরুলিয়া থেকে ফের 519টি সোয়াব টেস্টের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । এখনও পর্যন্ত পুরুলিয়া জেলা থেকে মোট 1405 জনের নমুনা পাঠানো হয়েছে । বর্তমানে 395 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । বাকি 1010 জনের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এসে পৌঁছায়নি । তবে পুরুলিয়ার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছে জেলা প্রশাসন । সকলকেই সচেতন থাকার বার্তা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশ প্রশাসন ।

এখনও পর্যন্ত কোরোনামুক্ত রয়েছে পুরুলিয়া জেলা । বর্তমানে গ্রিন জ়োনের আওতায় রয়েছে এই জেলা । বাইরের রাজ্যে গিয়ে লকডাউনে আটকে পড়া যে সমস্ত শ্রমিক জেলায় ফিরছেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কোয়ারানটিনে রাখা হচ্ছে । এখনও পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন ছয়জন । 39টি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 313 জন । গতকাল পর্যন্ত 24,516জনের হোম কোয়ারানটিন পূর্ণ হয়ে গেছে । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 8956জন । এখনও পর্যন্ত 1405জনের সোয়াব টেস্টের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে মেদিনীপুরে । তবে এখনও পর্যন্ত কোরোনা পজ়িটিভ রিপোর্ট পাওয়া যায়নি জেলায় ।

এছাড়াও জেলার মানুষও এখন অনেকটাই সচেতন । বিশেষ কাজে রাস্তায় বেরোলে মাস্ক পরে বা নাক-মুখ ঢেকে বেরোচ্ছেন । নিত্য প্রয়োজনীয় সামগ্রী হোক বা পেট্রোল-ডিজ়েল, কিংবা রেশন সামগ্রী প্রতিটি জায়গায় সামাজিক দূরত্ব মানছেন মানুষ । জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে । অকারণে রাস্তায় বেরোলেই গ্রেপ্তারও করছে পুলিশ । এখনও পর্যন্ত 390জনকে অকারণে রাস্তায় বেরোনোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ । রেজ়িস্টার করা হয়েছে 91টি কেস । আটক করা হয়েছে 139টি বাইক, দশটি টোটো, পাঁচটি চার চাকার যানবাহন ও একটি সাইকেল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.