ETV Bharat / state

পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত আরও 43 পরিযায়ী শ্রমিক

রাজ্যে ঢুকছে একের পর এক পরিযায়ী শ্রমিক বোঝাই শ্রমিক স্পেশাল ট্রেন । এর সঙ্গে সঙ্গেই বাড়ছে কোরোনা সংক্রমণও। এবার পুরুলিয়ায় নতুন করে আরও 43 পরিযায়ী শ্রমিকের শরীরে মিলল কোরোনা ভাইরাস।

পুরুলিয়া কোরোনা আক্রান্ত
পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত আরও 43 জন শ্রমিক
author img

By

Published : Jun 5, 2020, 2:21 PM IST

পুরুলিয়া, 5 জুন : আবার নতুন করে কোরোনায় আক্রান্ত ভিন রাজ্য থেকে পুরুলিয়া ফেরা 43 জন পরিযায়ী শ্রমিক l আক্রান্তরা সকলেই গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লি থেকে সম্প্রতি ফিরেছেন পুরুলিয়ায় l এরপরই তাদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় l আজ ওই 43 জন শ্রমিকের রিপোর্ট এল পজিটিভ l এরপরই ICMR প্রটোকল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর l পুরুলিয়ায় ইতিমধ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 61 l পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়েl

প্রসঙ্গত, এর আগে 26 মে পুরুলিয়ার রঘুনাথপুর ও বলরামপুর এলাকায় 2 জন কোরোনায় আক্রান্ত হন l পরে 30 মে পুরুলিয়া 2 নম্বর ব্লক এলাকার 6 জন কোরোনায় আক্রান্ত হন l এরপরই 2 জুন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 19 l জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা আক্রান্ত সবকটি গ্রামকে কোন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে l

আজ আবার নতুন করে কোরোনায় আক্রান্ত হন ভিন রাজ্য থেকে পুরুলিয়ায় ফেরা 43 জন পরিযায়ী শ্রমিক l জেলা প্রশাসন সূত্রে খবর, এই আক্রান্তদের গ্রামগুলিকেও কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হবে l পাশাপাশি ICMR-এর নিয়মানুযায়ী সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে l

পুরুলিয়া, 5 জুন : আবার নতুন করে কোরোনায় আক্রান্ত ভিন রাজ্য থেকে পুরুলিয়া ফেরা 43 জন পরিযায়ী শ্রমিক l আক্রান্তরা সকলেই গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লি থেকে সম্প্রতি ফিরেছেন পুরুলিয়ায় l এরপরই তাদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় l আজ ওই 43 জন শ্রমিকের রিপোর্ট এল পজিটিভ l এরপরই ICMR প্রটোকল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর l পুরুলিয়ায় ইতিমধ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 61 l পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়েl

প্রসঙ্গত, এর আগে 26 মে পুরুলিয়ার রঘুনাথপুর ও বলরামপুর এলাকায় 2 জন কোরোনায় আক্রান্ত হন l পরে 30 মে পুরুলিয়া 2 নম্বর ব্লক এলাকার 6 জন কোরোনায় আক্রান্ত হন l এরপরই 2 জুন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 19 l জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা আক্রান্ত সবকটি গ্রামকে কোন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে l

আজ আবার নতুন করে কোরোনায় আক্রান্ত হন ভিন রাজ্য থেকে পুরুলিয়ায় ফেরা 43 জন পরিযায়ী শ্রমিক l জেলা প্রশাসন সূত্রে খবর, এই আক্রান্তদের গ্রামগুলিকেও কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হবে l পাশাপাশি ICMR-এর নিয়মানুযায়ী সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.