ETV Bharat / state

পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত আরও 43 পরিযায়ী শ্রমিক

author img

By

Published : Jun 5, 2020, 2:21 PM IST

রাজ্যে ঢুকছে একের পর এক পরিযায়ী শ্রমিক বোঝাই শ্রমিক স্পেশাল ট্রেন । এর সঙ্গে সঙ্গেই বাড়ছে কোরোনা সংক্রমণও। এবার পুরুলিয়ায় নতুন করে আরও 43 পরিযায়ী শ্রমিকের শরীরে মিলল কোরোনা ভাইরাস।

পুরুলিয়া কোরোনা আক্রান্ত
পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত আরও 43 জন শ্রমিক

পুরুলিয়া, 5 জুন : আবার নতুন করে কোরোনায় আক্রান্ত ভিন রাজ্য থেকে পুরুলিয়া ফেরা 43 জন পরিযায়ী শ্রমিক l আক্রান্তরা সকলেই গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লি থেকে সম্প্রতি ফিরেছেন পুরুলিয়ায় l এরপরই তাদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় l আজ ওই 43 জন শ্রমিকের রিপোর্ট এল পজিটিভ l এরপরই ICMR প্রটোকল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর l পুরুলিয়ায় ইতিমধ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 61 l পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়েl

প্রসঙ্গত, এর আগে 26 মে পুরুলিয়ার রঘুনাথপুর ও বলরামপুর এলাকায় 2 জন কোরোনায় আক্রান্ত হন l পরে 30 মে পুরুলিয়া 2 নম্বর ব্লক এলাকার 6 জন কোরোনায় আক্রান্ত হন l এরপরই 2 জুন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 19 l জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা আক্রান্ত সবকটি গ্রামকে কোন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে l

আজ আবার নতুন করে কোরোনায় আক্রান্ত হন ভিন রাজ্য থেকে পুরুলিয়ায় ফেরা 43 জন পরিযায়ী শ্রমিক l জেলা প্রশাসন সূত্রে খবর, এই আক্রান্তদের গ্রামগুলিকেও কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হবে l পাশাপাশি ICMR-এর নিয়মানুযায়ী সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে l

পুরুলিয়া, 5 জুন : আবার নতুন করে কোরোনায় আক্রান্ত ভিন রাজ্য থেকে পুরুলিয়া ফেরা 43 জন পরিযায়ী শ্রমিক l আক্রান্তরা সকলেই গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লি থেকে সম্প্রতি ফিরেছেন পুরুলিয়ায় l এরপরই তাদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় l আজ ওই 43 জন শ্রমিকের রিপোর্ট এল পজিটিভ l এরপরই ICMR প্রটোকল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর l পুরুলিয়ায় ইতিমধ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 61 l পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়েl

প্রসঙ্গত, এর আগে 26 মে পুরুলিয়ার রঘুনাথপুর ও বলরামপুর এলাকায় 2 জন কোরোনায় আক্রান্ত হন l পরে 30 মে পুরুলিয়া 2 নম্বর ব্লক এলাকার 6 জন কোরোনায় আক্রান্ত হন l এরপরই 2 জুন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 19 l জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা আক্রান্ত সবকটি গ্রামকে কোন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে l

আজ আবার নতুন করে কোরোনায় আক্রান্ত হন ভিন রাজ্য থেকে পুরুলিয়ায় ফেরা 43 জন পরিযায়ী শ্রমিক l জেলা প্রশাসন সূত্রে খবর, এই আক্রান্তদের গ্রামগুলিকেও কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হবে l পাশাপাশি ICMR-এর নিয়মানুযায়ী সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.