ETV Bharat / state

Sandal Wood Theft: চন্দন গাছ চুরির ঘটনায় গ্রেফতার 4, উদ্ধার সাত লাখের চন্দন কাঠ - পুরুলিয়ায় চন্দন কাঠ চুরি

পুরুলিয়ায় চন্দন গাছ (Sandal Wood) চুরির ঘটনায় আন্তর্জাতিক যোগসাজশের অনুমান পুরুলিয়া জেলা পুলিশের ৷ ধৃতদের জেরা করে চলছে পাচার চক্রের খোঁজ ৷

ETV Bharat
চন্দন গাছ চুরির ঘটনায় গ্রেফতার 4
author img

By

Published : Dec 7, 2022, 11:11 PM IST

পুরুলিয়া, 7 ডিসেম্বর: পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকার বুড়দা বিট অফিস থেকে চন্দন গাছ চুরির ঘটনায় হাওড়া থেকে চারজনকে গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ(4 Arrested in Sandal Tree Theft Incident)। একইসঙ্গে প্রায় 7 লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার হয়েছে বলে বুধবার জানালেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷

সমীর নস্কর নামে হাওড়ার সালকিয়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে এই চোরাই কাঠগুলি উদ্ধার হয় এবং তাকে জেরা করে আরও তিনজনের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানান পুলিশ সুপার । বাকি তিনজন আদতে ওড়িশার বাসিন্দা হলেও তারা হাওড়াতে থাকত । পুলিশ তাদের গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে পুরুলিয়া নিয়ে আসে । এর সঙ্গে নেপালের চোরাই কাঠপাচার চক্রের যোগসাজশ খুঁজে পেয়েছে পুলিশ । তাই আন্তর্জাতিক চোরাই চক্রের যোগের সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার । তবে ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে বাকিদের বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে । ধৃতদের কাছ থেকে আরও চোরাই কাঠের টুকরো পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ ।

চন্দন গাছ চুরির ঘটনায় গ্রেফতারি প্রসঙ্গে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের বক্তব্য

আরও পড়ুন : দুষ্প্রাপ্য চন্দন গাছ চুরির অভিযোগ হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে

পুরুলিয়া, 7 ডিসেম্বর: পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকার বুড়দা বিট অফিস থেকে চন্দন গাছ চুরির ঘটনায় হাওড়া থেকে চারজনকে গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ(4 Arrested in Sandal Tree Theft Incident)। একইসঙ্গে প্রায় 7 লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার হয়েছে বলে বুধবার জানালেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷

সমীর নস্কর নামে হাওড়ার সালকিয়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে এই চোরাই কাঠগুলি উদ্ধার হয় এবং তাকে জেরা করে আরও তিনজনের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানান পুলিশ সুপার । বাকি তিনজন আদতে ওড়িশার বাসিন্দা হলেও তারা হাওড়াতে থাকত । পুলিশ তাদের গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে পুরুলিয়া নিয়ে আসে । এর সঙ্গে নেপালের চোরাই কাঠপাচার চক্রের যোগসাজশ খুঁজে পেয়েছে পুলিশ । তাই আন্তর্জাতিক চোরাই চক্রের যোগের সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার । তবে ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে বাকিদের বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে । ধৃতদের কাছ থেকে আরও চোরাই কাঠের টুকরো পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ ।

চন্দন গাছ চুরির ঘটনায় গ্রেফতারি প্রসঙ্গে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের বক্তব্য

আরও পড়ুন : দুষ্প্রাপ্য চন্দন গাছ চুরির অভিযোগ হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.