ETV Bharat / state

বালি মাফিয়াদের হাতে আক্রান্ত পুলিশ, "চোর-পুলিশের খেলা" বলছেন জেলাশাসক

আজ পুরুলিয়া জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন ,"বালি চুরি বন্ধ করতে দীর্ঘদিন ধরেই জেলাজুড়ে পুলিশি অভিযান চলছে । জেলার বালিঘাটগুলোতে CCTV লাগানোর উদ্যোগে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাঁসাই নদীঘাটে একটি CCTV লাগানো হয়েছে ।"

পুরুলিয়া মফস্বল থানা
author img

By

Published : Jul 15, 2019, 10:28 PM IST

পুরুলিয়া, 15 জুলাই : পুরুলিয়া মফস্বল থানার ভুল গ্রামে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত এক পুলিশ কর্মী ও দু'জন সিভিক ভলান্টিয়ার । গতকাল সন্ধ্যায় এই ঘটনার পর পুলিশ সুপারের নেতৃত্বে ওই এলাকায় হানা দেয় পুলিশ বাহিনী । কিন্তু বালি মাফিয়ারা পালিয়ে যায় । এরপর আজ সকাল থেকে জেলাজুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত অবশ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

আজ পুরুলিয়া জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন ,"বালি চুরি বন্ধ করতে দীর্ঘদিন ধরেই জেলাজুড়ে পুলিশি অভিযান চলছে । জেলার বালিঘাটগুলোতে CCTV লাগানোর উদ্যোগে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাঁসাই নদীঘাটে একটি CCTV লাগানো হয়েছে ।"

অন্যদিকে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, "বালি চুরিকে নিয়ে চোর-পুলিশের খেলা চলছে । যখনই মিডিয়ায় খবর প্রকাশিত হয় আর পুলিশ অভিযান চালায় তখন বালি চুরি বন্ধ হয়ে যায় । কিছুদিন পর আবার যেই কে সেই । বালি চুরি বন্ধ করতে আগামী 17 জুলাই একটি বৈঠক ডাকা হয়েছে । "

পুরুলিয়া, 15 জুলাই : পুরুলিয়া মফস্বল থানার ভুল গ্রামে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত এক পুলিশ কর্মী ও দু'জন সিভিক ভলান্টিয়ার । গতকাল সন্ধ্যায় এই ঘটনার পর পুলিশ সুপারের নেতৃত্বে ওই এলাকায় হানা দেয় পুলিশ বাহিনী । কিন্তু বালি মাফিয়ারা পালিয়ে যায় । এরপর আজ সকাল থেকে জেলাজুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত অবশ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

আজ পুরুলিয়া জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন ,"বালি চুরি বন্ধ করতে দীর্ঘদিন ধরেই জেলাজুড়ে পুলিশি অভিযান চলছে । জেলার বালিঘাটগুলোতে CCTV লাগানোর উদ্যোগে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাঁসাই নদীঘাটে একটি CCTV লাগানো হয়েছে ।"

অন্যদিকে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, "বালি চুরিকে নিয়ে চোর-পুলিশের খেলা চলছে । যখনই মিডিয়ায় খবর প্রকাশিত হয় আর পুলিশ অভিযান চালায় তখন বালি চুরি বন্ধ হয়ে যায় । কিছুদিন পর আবার যেই কে সেই । বালি চুরি বন্ধ করতে আগামী 17 জুলাই একটি বৈঠক ডাকা হয়েছে । "

Intro:পুরুলিয়া : বালি চুরির রুখতে গিয়ে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত হয়ে জখম এক পুলিশ কর্মী সহ 2 জন সিভিক ভলেন্টিয়ার l রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত ভুল গ্রাম এলাকায় l ঘটনার পরই পুলিশ সুপারের নেতৃত্বে ওই এলাকায় হানা দেয় বিশাল পুলিশ বাহিনী l ঘটনার পরই পলাতক বালি মাফিয়ারা l এরপরই সোমবার জেলা জুড়ে তল্লাশি অভিযান চালানো হয় l যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ l
Body:সোমবার জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া জানান, "বালি চুরি ঠেকাতে দীর্ঘদিন ধরেই পুলিশি অভিযান শুরু হয়েছে জেলা জুড়ে l রবিবার সন্ধ্যায়ও বালি চুরির ঘটনার খবর পেয়ে বালিঘাটগুলিতে পুলিশ হানা দেয় l কিন্তু মফস্বল থানার ভুল গ্রামের বালিঘাটে বালি চুরি ঠেকাতে গিয়ে আহত হন এক পুলিশ কর্মী সহ 2 জন সিভিক ভলেন্টিয়ার l ঘটনার পরই পুলিশ বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয় l খবর পেয়ে পালিয়ে যায় বালি মাফিয়ারা l যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারা যায়নি l তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে l"Conclusion:এছাড়াও পুলিশ সুপার জানান, "বালি চুরি রুখতে এবার বালিঘাট গুলিতে BLRO-এর পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগে নেওয়া হয়েছে l ইতিমধ্যে একটি সিসিটিভি লাগানো হয়েছেন কাঁসাই নদী ঘাটে l" অন্যদিকে জেলাশাসক রাহুল মজুমদার জানান, "বালি চুরিকে ঘিরে চোর পুলিশের খেলা চলছে l যখনই মিডিয়ায় খবর প্রকাশিত হয় এবং পুলিশ অভিযান চালায় তখন বালি চুরি বন্ধ হয় l কিন্তু পরে আবার যেই কে সেই অবস্থা হয় l তবে এই বালি চুরি রুখতে আগামী 17 জুলাই একটি বৈঠক করা হবে l তবে এই সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আরও বাড়ানো হয়েছে l তবে সম্পূর্ণ রূপে বালি চুরি রুখতে এবার নদীঘাট গুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে l"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.