ETV Bharat / state

লকডাউন ভেঙে রাস্তায়, পুরুলিয়ায় এখনও পর্যন্ত গ্রেপ্তার 273

author img

By

Published : Apr 27, 2020, 11:20 PM IST

লকডাউন ভাঙার জন্য গত তিনদিনে পুরুলিয়ায় গ্রেপ্তার হয়েছে একশোরও বেশি ।

arrested
গ্রেপ্তার

পুরুলিয়া, 27 এপ্রিল : লকডাউনকে ভেঙে অকারণে রাস্তায় বের হওয়ার অভিযোগে তিনদিনে 121 জনকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ l আর গত একমাসে পুরুলিয়ায় গ্রেপ্তার হয়েছে মোট 273 জন l আটক করা হয়েছে 120টি মোটরসাইকেল, 5টি গাড়ি এবং 10টি টোটো l 53 টি মামলা রুজু করা হয়েছে l

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলা লকডাউন শিথিল হতেই বাড়ির বাইরে অকারণে বেরিয়ে পড়ছেন অনেকেই l এভাবে লকডাউন ভাঙার জন্য পুরুলিয়া জেলা পুলিশ গত তিনদিনে একশোরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে l তিনদিনে গ্রেপ্তার করা হয়েছে 121 জনকে l আর লকডাউন জারির পর থেকে পুরুলিয়ায় মোট গ্রেপ্তার হয়েছে 273 জন l আটক করা হয়েছে একাধিক গাড়ি l

এই মুহূর্তে জেলাজুড়ে চলছে পুলিশের নজরদারি l ড্রোনের মাধ্যমে নজরদারিও চালাচ্ছে পুলিশ l রাস্তায় রাস্তায় বসানো হয়েছে পুলিশ পিকেট l এছাড়াও সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান জানান, "কোরোনা মোকাবিলায় সীমান্ত এলাকায় চলছে নাকা চেকিং l পুরুলিয়া শহরের রাস্তায় রাস্তায় বসানো হয়েছে পুলিশ পিকেট । ড্রোন ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি l এই লক ডাউনের সময় অকারণে রাস্তায় বেরিয়ে পড়ার অভিযোগে মোট 273 জনকে গ্রেপ্তার করা হয়েছে l আটক করা হয়েছে একাধিক গাড়ি l"

পুরুলিয়া, 27 এপ্রিল : লকডাউনকে ভেঙে অকারণে রাস্তায় বের হওয়ার অভিযোগে তিনদিনে 121 জনকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ l আর গত একমাসে পুরুলিয়ায় গ্রেপ্তার হয়েছে মোট 273 জন l আটক করা হয়েছে 120টি মোটরসাইকেল, 5টি গাড়ি এবং 10টি টোটো l 53 টি মামলা রুজু করা হয়েছে l

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলা লকডাউন শিথিল হতেই বাড়ির বাইরে অকারণে বেরিয়ে পড়ছেন অনেকেই l এভাবে লকডাউন ভাঙার জন্য পুরুলিয়া জেলা পুলিশ গত তিনদিনে একশোরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে l তিনদিনে গ্রেপ্তার করা হয়েছে 121 জনকে l আর লকডাউন জারির পর থেকে পুরুলিয়ায় মোট গ্রেপ্তার হয়েছে 273 জন l আটক করা হয়েছে একাধিক গাড়ি l

এই মুহূর্তে জেলাজুড়ে চলছে পুলিশের নজরদারি l ড্রোনের মাধ্যমে নজরদারিও চালাচ্ছে পুলিশ l রাস্তায় রাস্তায় বসানো হয়েছে পুলিশ পিকেট l এছাড়াও সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান জানান, "কোরোনা মোকাবিলায় সীমান্ত এলাকায় চলছে নাকা চেকিং l পুরুলিয়া শহরের রাস্তায় রাস্তায় বসানো হয়েছে পুলিশ পিকেট । ড্রোন ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি l এই লক ডাউনের সময় অকারণে রাস্তায় বেরিয়ে পড়ার অভিযোগে মোট 273 জনকে গ্রেপ্তার করা হয়েছে l আটক করা হয়েছে একাধিক গাড়ি l"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.