ETV Bharat / state

ছৌ শিল্পীদের গাড়ি উলটে মৃত 2, আহত 20 - Bndoana thana

পুরুলিয়া-বরাবাজার রাস্তার কড়াদি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উলটে মৃত্যু হয় 2 ছৌ শিল্পীর ৷ গুরুতর আহত 20 জন ছৌ শিল্পী ৷ অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় মৃত ও আহতদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

20-injured
আহত ছৌ শিল্পী
author img

By

Published : Feb 11, 2020, 1:44 PM IST

Updated : Feb 11, 2020, 3:32 PM IST

পুরুলিয়া, 11 ফেব্রুয়ারি : অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে ছৌ শিল্পীদের গাড়ি উলটে মৃত 2 ৷ আহত 20 জন ছৌ শিল্পী l আজ ভোররাতে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাবাজার রাস্তার কড়াদি মোড়ের কাছে ৷ মৃত ওই দুই ছৌ শিল্পীর নাম গিরিধারী কুমার (35) ও প্রশান্ত কুমার (37) ৷ তাঁদের বাড়ি কোটশিলা থানার চিরুহাট গ্রামে ৷ ঘটনার পরই মৃত ও আহতদের উদ্ধার করে পাঠানো হয় পুরুলিয়া সদর হাসপাতালে ৷ ভোরের দিকে ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ৷

বান্দোয়ান থানা এলাকায় অনুষ্ঠান সেরে আজ ভোরবেলা 407 নম্বর গাড়ি করে 37 জন ছৌ শিল্পী বাড়ি ফিরছিলেন ৷ পুরুলিয়া-বরাবাজার রাস্তার কড়াদি মোড়ের কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় গাড়িটি ৷ দুর্ঘটনাস্থানেই গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় 2 ছৌ শিল্পীর ৷ খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থানে যায় ৷

ছৌ শিল্পী শরৎ কুমার

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় মৃত ও আহতদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় ৷ বাকি 15 জন ছৌ শিল্পী প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

পুরুলিয়া, 11 ফেব্রুয়ারি : অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে ছৌ শিল্পীদের গাড়ি উলটে মৃত 2 ৷ আহত 20 জন ছৌ শিল্পী l আজ ভোররাতে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাবাজার রাস্তার কড়াদি মোড়ের কাছে ৷ মৃত ওই দুই ছৌ শিল্পীর নাম গিরিধারী কুমার (35) ও প্রশান্ত কুমার (37) ৷ তাঁদের বাড়ি কোটশিলা থানার চিরুহাট গ্রামে ৷ ঘটনার পরই মৃত ও আহতদের উদ্ধার করে পাঠানো হয় পুরুলিয়া সদর হাসপাতালে ৷ ভোরের দিকে ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ৷

বান্দোয়ান থানা এলাকায় অনুষ্ঠান সেরে আজ ভোরবেলা 407 নম্বর গাড়ি করে 37 জন ছৌ শিল্পী বাড়ি ফিরছিলেন ৷ পুরুলিয়া-বরাবাজার রাস্তার কড়াদি মোড়ের কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় গাড়িটি ৷ দুর্ঘটনাস্থানেই গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় 2 ছৌ শিল্পীর ৷ খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থানে যায় ৷

ছৌ শিল্পী শরৎ কুমার

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় মৃত ও আহতদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় ৷ বাকি 15 জন ছৌ শিল্পী প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

Intro:পুরুলিয়া : অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে ছৌ শিল্পীদের গাড়ি উল্টে মৃত্যু 2, আহত 20 জন ছৌ শিল্পী l আজ ভোর রাতে পথ দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাবাজার রাস্তার কড়াদি মোড়ের কাছে l মৃত ওই দুই ছৌ শিল্পীর নাম গিরিধারী কুমার (35)ও প্রশান্ত কুমার (37) l তাদের কোটশিলা থানার চিরুহাট গ্রামে l ঘটনার পরই মৃত ও আহতদের উদ্ধার করে পাঠানো হয় পুরুলিয়া সদর হাসপাতালে l ভোরের দিকে ঘন কুয়াশার কারণেই পথ দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান l

Body:জানা যায়, বান্দোয়ান থানা এলাকায় অনুষ্ঠান সেরে আজ ভোরবেলা 407 গাড়িতে করে 37 জন ছৌ শিল্পী বাড়ি ফিরছিলেন l পুরুলিয়া-বরাবাজার রাস্তার কড়াদি মোড়ের কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় গাড়িটি l ঘটনাস্থলেই গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় দুজন ছৌ শিল্পীর এবং গুরুতর আহত হন 20 জন শিল্পী l খবর পেয়ে স্থানীয় মফস্বল থানার পুলিশ ঘটনাস্থলে যায় l স্থানীয় ও পুলিশের সহায়তায় মৃত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয় l বাকি 15 জন ছৌ শিল্পী প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় l ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় lConclusion:পুরুলিয়া
Last Updated : Feb 11, 2020, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.