ETV Bharat / state

কংগ্রেস, তৃণমূল, CPI(M) ছেড়ে BJP-তে যোগদান 1500 জনের

তৃণমূলে থাকতে এলাকায় কাজ করতে পারিনি ৷ তাই BJP-তে যোগদান করলাম ৷ BJP-তে যোগ দেওয়ার পর বললেন পুরুলিয়া জেলা তৃণমূলের যুব সভাপতি তথা বাঘমুণ্ডি অঞ্চলের তৃণমূল সভাপতি রাকেশ মাহাত ৷

BJP joining
BJP joining
author img

By

Published : Jun 14, 2020, 5:53 AM IST

পুরুলিয়া, 13 জুন : পুরুলিয়ার বাঘমুণ্ডি বিধানসভা এলাকার কংগ্রেস, তৃণমূল ও CPI(M) ছেড়ে BJP তে যোগ দিলেন প্রায় 1500 নেতা-কর্মী ও সমর্থকেরা l আজ পুরুলিয়ায় বাঘমুণ্ডিতে BJP-র দলীয় কার্যালয়ে ওই যোগদানকারীদের হাতে দলীয় পতাকা হাতে তুলে দেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সেই সঙ্গে ছিলেন পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও জেলা BJP-র সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী l


জেলা তৃণমূলের যুব সভাপতি তথা বাঘমুণ্ডি অঞ্চলের তৃণমূল সভাপতি রাকেশ মাহাত, বাঘমুণ্ডি এলাকা কমিটির CPI(M) সদস্য তরণী গরাই, তৃণমূল কিষাণ মোর্চার নেতা গৌতম মাহাত, তৃণমূলের মাইনোরিটি সেলের নেতা মনোজিৎ শেখ ও সন্দীপ কান্তি মাহাত, কংগ্রেস নেতা দেবাশীষ মাহাত সহ প্রায় 1500 তৃণমূল বিভিন্ন রাজনৌতিক দলের নেতা-কর্মী সামর্থকেরা BJP-তে যোগদান করেন l এবিষয়ে BJP-র জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় তৃণমূল, কংগ্রেস ও CPI(M) ছেড়ে আজ বিভিন্ন দল থেকে 1500 নেতা-কর্মী সামর্থকেরা BJP-তে যোগদান করেন l এতে ওই এলাকায় BJP-র অনেকটা শক্তিবৃদ্ধি ঘটল l"

জেলা তৃণমূলের যুব সভাপতি তথা বাঘমুণ্ডি অঞ্চলের তৃণমূল সভাপতি রাকেশ মাহাত BJP তে যোগদান করে বলেন, "তৃণমূলে নিচুতলার কর্মীদের কোনও মর্যাদা নেই l দলের কোনও কাজে আমাদের গুরুত্ব দেওয়া হয় না l আমরা তৃণমূলে থেকে এলাকায় সেরকম উন্নয়নের কাজ করার সুযোগ পাইনি l তাই BJP-র আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের উন্নয়ন করতে সমর্থকদের নিয়ে BJP-তে যোগদান করলাম l আগামী দিনে বাঘমুণ্ডি বিধানসভা এলাকা থেকে আরও অনেক নেতা-কর্মীদের যোগদান করাব l"

পুরুলিয়া, 13 জুন : পুরুলিয়ার বাঘমুণ্ডি বিধানসভা এলাকার কংগ্রেস, তৃণমূল ও CPI(M) ছেড়ে BJP তে যোগ দিলেন প্রায় 1500 নেতা-কর্মী ও সমর্থকেরা l আজ পুরুলিয়ায় বাঘমুণ্ডিতে BJP-র দলীয় কার্যালয়ে ওই যোগদানকারীদের হাতে দলীয় পতাকা হাতে তুলে দেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সেই সঙ্গে ছিলেন পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও জেলা BJP-র সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী l


জেলা তৃণমূলের যুব সভাপতি তথা বাঘমুণ্ডি অঞ্চলের তৃণমূল সভাপতি রাকেশ মাহাত, বাঘমুণ্ডি এলাকা কমিটির CPI(M) সদস্য তরণী গরাই, তৃণমূল কিষাণ মোর্চার নেতা গৌতম মাহাত, তৃণমূলের মাইনোরিটি সেলের নেতা মনোজিৎ শেখ ও সন্দীপ কান্তি মাহাত, কংগ্রেস নেতা দেবাশীষ মাহাত সহ প্রায় 1500 তৃণমূল বিভিন্ন রাজনৌতিক দলের নেতা-কর্মী সামর্থকেরা BJP-তে যোগদান করেন l এবিষয়ে BJP-র জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় তৃণমূল, কংগ্রেস ও CPI(M) ছেড়ে আজ বিভিন্ন দল থেকে 1500 নেতা-কর্মী সামর্থকেরা BJP-তে যোগদান করেন l এতে ওই এলাকায় BJP-র অনেকটা শক্তিবৃদ্ধি ঘটল l"

জেলা তৃণমূলের যুব সভাপতি তথা বাঘমুণ্ডি অঞ্চলের তৃণমূল সভাপতি রাকেশ মাহাত BJP তে যোগদান করে বলেন, "তৃণমূলে নিচুতলার কর্মীদের কোনও মর্যাদা নেই l দলের কোনও কাজে আমাদের গুরুত্ব দেওয়া হয় না l আমরা তৃণমূলে থেকে এলাকায় সেরকম উন্নয়নের কাজ করার সুযোগ পাইনি l তাই BJP-র আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের উন্নয়ন করতে সমর্থকদের নিয়ে BJP-তে যোগদান করলাম l আগামী দিনে বাঘমুণ্ডি বিধানসভা এলাকা থেকে আরও অনেক নেতা-কর্মীদের যোগদান করাব l"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.