ETV Bharat / state

Birth Anniversary of Netaji : একদিনের জন্য নেতাজির সান্নিধ্য পেয়েছিল পুরুলিয়াবাসী - Netaji Birth Anniversary Celebration in Purulia

ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক কাজে একদিনের জন্য পুরুলিয়া গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ 1939 সালের 9 ডিসেম্বরের ওইদিনে রাতে পুরুলিয়া শহরের প্রথম পৌরপ্রধান নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের ‘নীলকণ্ঠ নিবাসে’ রাতে থেকে ছিলেন তিনি ৷ সেই স্মৃতিকে কেন্দ্র করে আজও নেতাজির জন্মজয়ন্তী বড় করে উদযাপন করা হয় (125th Birth Anniversary of Netaji Celebrate in Neel Kantha Nibas Purulia) ৷

125th-birth-anniversary-of-netaji-celebrate-in-neel-kantha-nibas-purulia
125th-birth-anniversary-of-netaji-celebrate-in-neel-kantha-nibas-purulia
author img

By

Published : Jan 23, 2022, 2:25 PM IST

পুরুলিয়া, 23 জানুয়ারি : 1939 সালের 9 ডিসেম্বর এক রাতের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর সান্নিধ্য পেয়েছিল পুরুলিয়ার জেলা ৷ সেই সময় নব গঠিত ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক শক্তি বিকাশ ও প্রসারের কাজে পুরুলিয়ায় এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ পুরুলিয়া শহরের নামোপাড়ার বাসিন্দা আইনজীবী এবং পুরুলিয়া পৌরসভার প্রথম পৌরপ্রধান নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের বাড়ি ‘নীলকণ্ঠ নিবাসে’ সেদিন উঠেছিলেন নেতাজি । নেতাজির জন্মজয়ন্তীতে প্রতিবছর বড় করে উদযাপন করেন ‘নীলকণ্ঠ নিবাস’ এবং পুুরুলিয়া শহরের বাসিন্দারা (125th Birth Anniversary of Netaji Celebrate in Neel Kantha Nibas Purulia) ৷

জানা যায়, সেদিন নেতাজিকে একবারের জন্য চাক্ষুস করতে পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ নীলকণ্ঠ নিবাসে ভিড় করেছিলেন ৷ তবে, সেদিন সকলের সঙ্গে বিশেষ কথা বলতে পারেননি নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ সারাদিন কাজ করার পর, শারীরিক ধকলের কারণে রাতের দিকে তাঁর নাকি জ্বর চলে এসেছিল ৷ ফলে সেদিন নীলকণ্ঠ নিবাসেই রাতে থেকে যান ৷ পরেরদিন ভোরবেলা সামান্য কিছু খাওয়াদাওয়া করে কলকাতায় ফিরে যান সুভাষচন্দ্র বসু ৷ নেতাজির জন্মজয়ন্তীতে তাঁর স্মৃতি বিজড়িত পুরুলিয়া শহরের নীলকণ্ঠ নিবাসকে সংরক্ষণের দাবি জানিয়েছেন চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন : Birth Anniversary of Netaji : ছুটি নয়, বেশি করে কাজ করুন; নেতাজির জন্মদিনে বার্তা সুকান্তের

9 ডিসেম্বর দিনটিকে স্মরণীয় করে রাখতে নীলকণ্ঠ নিবাসে নেতাজীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে ৷ আর তখন থেকেই নেতাজির স্মৃতি বিজড়িত পুরুলিয়া শহরের ‘নীলকণ্ঠ নিবাসে’ মর্যাদার সঙ্গে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয় (Netaji Birth Anniversary Celebration in Purulia) ৷ প্রতি বছর নেতাজির আবক্ষ মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে পূর্ণমর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

পুরুলিয়া, 23 জানুয়ারি : 1939 সালের 9 ডিসেম্বর এক রাতের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর সান্নিধ্য পেয়েছিল পুরুলিয়ার জেলা ৷ সেই সময় নব গঠিত ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক শক্তি বিকাশ ও প্রসারের কাজে পুরুলিয়ায় এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ পুরুলিয়া শহরের নামোপাড়ার বাসিন্দা আইনজীবী এবং পুরুলিয়া পৌরসভার প্রথম পৌরপ্রধান নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের বাড়ি ‘নীলকণ্ঠ নিবাসে’ সেদিন উঠেছিলেন নেতাজি । নেতাজির জন্মজয়ন্তীতে প্রতিবছর বড় করে উদযাপন করেন ‘নীলকণ্ঠ নিবাস’ এবং পুুরুলিয়া শহরের বাসিন্দারা (125th Birth Anniversary of Netaji Celebrate in Neel Kantha Nibas Purulia) ৷

জানা যায়, সেদিন নেতাজিকে একবারের জন্য চাক্ষুস করতে পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ নীলকণ্ঠ নিবাসে ভিড় করেছিলেন ৷ তবে, সেদিন সকলের সঙ্গে বিশেষ কথা বলতে পারেননি নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ সারাদিন কাজ করার পর, শারীরিক ধকলের কারণে রাতের দিকে তাঁর নাকি জ্বর চলে এসেছিল ৷ ফলে সেদিন নীলকণ্ঠ নিবাসেই রাতে থেকে যান ৷ পরেরদিন ভোরবেলা সামান্য কিছু খাওয়াদাওয়া করে কলকাতায় ফিরে যান সুভাষচন্দ্র বসু ৷ নেতাজির জন্মজয়ন্তীতে তাঁর স্মৃতি বিজড়িত পুরুলিয়া শহরের নীলকণ্ঠ নিবাসকে সংরক্ষণের দাবি জানিয়েছেন চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন : Birth Anniversary of Netaji : ছুটি নয়, বেশি করে কাজ করুন; নেতাজির জন্মদিনে বার্তা সুকান্তের

9 ডিসেম্বর দিনটিকে স্মরণীয় করে রাখতে নীলকণ্ঠ নিবাসে নেতাজীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে ৷ আর তখন থেকেই নেতাজির স্মৃতি বিজড়িত পুরুলিয়া শহরের ‘নীলকণ্ঠ নিবাসে’ মর্যাদার সঙ্গে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয় (Netaji Birth Anniversary Celebration in Purulia) ৷ প্রতি বছর নেতাজির আবক্ষ মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে পূর্ণমর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.