পুরুলিয়া, 16 অক্টোবর: মহিষের লড়াই দেখতে গিয়ে প্রথমে গুঁতো এবং পরে তাড়া খেয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির(1 died by Buffalo Attack in Purulia Kara fighting) ৷ মৃতের নাম রথু বাউরি (52)৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানা এলাকায় হাতিমারার মাঠে(Purulia News)৷ এই ঘটনায় আয়োজক কমিটির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে ৷
প্রধানত কুড়মি সম্প্রদায়ের উদ্যোগে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় এই কাড়া লড়াই (Kara Fight)। কাড়া শব্দের অর্থ পুরুষ মহিষ ৷ দুই মহিষের এই উদ্দাম লড়াই দেখতে ভিড় জমান প্রচুর মানুষ । এই লড়াই দেখতে গিয়ে বহুবার দুর্ঘটনা ঘটলেও টনক নড়েনি প্রশাসনের ৷ রবিবার এই লড়াই দেখতে ভিড় জমান প্রায় চার পাঁচ হাজার মানুষ । কাড়া লড়াই শেষের সময় পরাজিত মহিষটি যখন জয়ী মহিষের ভয়ে প্রাণপণে পালাচ্ছে তখন তার গুঁতোয় ও ভিড়ে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হন পাড়া থানার নডিহা এলাকার বাসিন্দা রথু বাউরি । এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে সেখানে থেকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ৷
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সূর্যকান্ত রাজোয়াড় বলেন, "একটি মহিষ অন্যটিকে যখন তাড়া করছিল তখন ওই ব্যক্তি পদপিষ্ট হন ।" কিন্তু প্রশ্ন হল, বার বার দুর্ঘটনা ঘটলেও কার্যত প্রশাসনের অনুমতি না নিয়ে যে ভাবে এই লড়াই চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন অনেকেই । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগণ বলেন, "নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।"
পুরুলিয়া জেলায় হামেশাই বিভিন্ন জায়গায় চলে এই কাড়া লড়াই । কার্যত নিষিদ্ধ এই লড়াই দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ । জেলার কিছু থানা এই লড়াই বন্ধ করতে উদ্যোগী হতেই তার বিরোধিতা করে আসরে নামে কুড়মি সমাজ ও মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি । তারা থানায় স্মারক লিপি প্রদান করেন এই মর্মে যে, কাড়া লড়াই মানভূম তথা পুরুলিয়ার ঐতিহ্য তাই এটি কোনওমতে বন্ধ করা চলবে না ।
আরও পড়ুন : প্রাণের মায়া উপেক্ষা করেই পুরুলিয়ায় চলছে কাড়া লড়াই, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের