ETV Bharat / state

মহিষাদলে মদের দোকানে ভাঙচুর মহিলাদের - covid-19 pandemic

দোকান খুলতেই মদ কিনতে ভিড় জমাতে শুরু করেন আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা । তাই মদের দোকানে ভাঙচুর চালালেন মহিলারা । মহিষাদল থানা এলাকার ঘটনা ।

মহিষাদলে মদের দোকানে ব্যাপক ভাঙচুর মহিলাদের
মহিষাদলে মদের দোকানে ব্যাপক ভাঙচুর মহিলাদের
author img

By

Published : May 11, 2020, 5:49 PM IST

মহিষাদল, 11 মে: বন্ধ করার কথা বললেও শোনেননি । তাই মদের দোকানে ভাঙচুর চালালেন মহিলারা । পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামের ঘটনা । মহিষাদল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামে চন্দন বেরার একটি মদের দোকান রয়েছে । লকডাউন জারি থাকায় দীর্ঘদিন ধরেই দোকানটি বন্ধ ছিল । পরে সরকারের অনুমতি পাওয়ার পর দোকানটি খোলে । আর তারপর থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা । এতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করছিলেন অনেকে । তারপর অনেক বাড়ির পুরুষ সদস্যরা আবার মদ্যপান করছে । তাই এলাকার মহিলারা একজোট হয়ে মদের দোকান বন্ধের দাবিতে সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাতেও দোকান বন্ধ না হওয়ায় দোকানে ব্যাপক ভাঙচুর চালান তাঁরা । ভেঙে ফেলা হয় লাখ লাখ টাকার বিদেশি মদের বোতল । পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যান দোকানের কর্মীরা । পরে খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

মহিষাদলে মদের দোকানে ব্যাপক ভাঙচুর মহিলাদের
মহিষাদলে মদের দোকানে ব্যাপক ভাঙচুর মহিলাদের

এই নিয়ে এক স্থানীয় মহিলা বলেন, "লকডাউনের জেরে রোজগার বন্ধ থাকায় আয় সম্পূর্ণ বন্ধ । আমরা ঠিকভাবে খেতে পাচ্ছি না । তার উপর এলাকায় মদের দোকান খুলে যাওয়ায় বাড়ির পুরুষরা বাড়ি থেকে সঞ্চিত টাকা নিয়ে মদ খেয়ে বাড়ি ফিরছে । ফলে সংসারে অশান্তি লেগেই রয়েছে । তাই আমরা বাধ্য হয়েই দোকানটি ভেঙে দিয়েছি । এলাকায় মদের দোকান আর খোলা হোক তা চাই না ।"

মহিষাদল, 11 মে: বন্ধ করার কথা বললেও শোনেননি । তাই মদের দোকানে ভাঙচুর চালালেন মহিলারা । পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামের ঘটনা । মহিষাদল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামে চন্দন বেরার একটি মদের দোকান রয়েছে । লকডাউন জারি থাকায় দীর্ঘদিন ধরেই দোকানটি বন্ধ ছিল । পরে সরকারের অনুমতি পাওয়ার পর দোকানটি খোলে । আর তারপর থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা । এতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করছিলেন অনেকে । তারপর অনেক বাড়ির পুরুষ সদস্যরা আবার মদ্যপান করছে । তাই এলাকার মহিলারা একজোট হয়ে মদের দোকান বন্ধের দাবিতে সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাতেও দোকান বন্ধ না হওয়ায় দোকানে ব্যাপক ভাঙচুর চালান তাঁরা । ভেঙে ফেলা হয় লাখ লাখ টাকার বিদেশি মদের বোতল । পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যান দোকানের কর্মীরা । পরে খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

মহিষাদলে মদের দোকানে ব্যাপক ভাঙচুর মহিলাদের
মহিষাদলে মদের দোকানে ব্যাপক ভাঙচুর মহিলাদের

এই নিয়ে এক স্থানীয় মহিলা বলেন, "লকডাউনের জেরে রোজগার বন্ধ থাকায় আয় সম্পূর্ণ বন্ধ । আমরা ঠিকভাবে খেতে পাচ্ছি না । তার উপর এলাকায় মদের দোকান খুলে যাওয়ায় বাড়ির পুরুষরা বাড়ি থেকে সঞ্চিত টাকা নিয়ে মদ খেয়ে বাড়ি ফিরছে । ফলে সংসারে অশান্তি লেগেই রয়েছে । তাই আমরা বাধ্য হয়েই দোকানটি ভেঙে দিয়েছি । এলাকায় মদের দোকান আর খোলা হোক তা চাই না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.