ETV Bharat / state

Woman Arrested: প্রতারণার অভিযোগে গ্রেফতার পার্থ ঘনিষ্ঠের স্ত্রী - প্রতারণার অভিযোগ

প্রতারণার অভিযোগে (Cheating case) গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির স্ত্রীকে (Woman Arrested)৷ পাঁশকুড়ার রানিহাটি স্কুল থেকে বেরোতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ (East Midnapore news)৷

Woman whose husband is close to Partha Chatterjee arrested on charge of cheating
প্রতারণার অভিযোগে গ্রেফতার পার্থ ঘনিষ্ঠের স্ত্রী
author img

By

Published : Nov 2, 2022, 4:50 PM IST

Updated : Nov 2, 2022, 7:58 PM IST

কোলাঘাট, 2 নভেম্বর: এলাকায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অতনু গুছাইত ও তাঁর স্ত্রী মানসী গুছাইত । অতনু এলাকায় চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ । এই মর্মে কোলাঘাট থানায় অতনুর নামে অভিযোগ দায়ের হয়েছে । অপরদিকে কোলাঘাটে অতনুর বাড়ি বিক্রির নাম করে প্রায় 50 লক্ষ টাকার প্রতারণার (Cheating case) অভিযোগও ওঠে অতনু গুছাইত ও তাঁর স্ত্রী মানসীর বিরুদ্ধে । পাঁশকুড়ার (East Midnapore news) রানিহাটি স্কুলে ইতিহাসের শিক্ষিকা মানসী (Woman Arrested)। তিনি স্কুল থেকে বেরোতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ ।

তমলুক ব্লকের এক হোটেল ব্যবসায়ী বিকাশ বেরার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় মানসীকে । বিকাশ বলেন, "কোলাঘাট ব্লকের কোলা গ্রামের অতনু গুছাইত তাঁর বাড়ি বিক্রি করবেন বলে খবর পেয়ে আমি অতনুর সঙ্গে যোগাযোগ করি ৷ তাঁর হাতে প্রথমে প্রায় 50 লক্ষ টাকা দিই বাড়ি রেজিস্ট্রির আগে অ্যাডভান্স হিসেবে । পরে জানতে পারি ওই বাড়িটি একটি ব্যাংকে বন্ধক রয়েছে । তারপর আমি বারবার অ্যাডভান্সের টাকা ফেরতের জন্য বলতে থাকি, কিন্তু তা মেলেনি । আমি তমলুক থানায় অভিযোগ করি । অতনু গুছাইত এবং তাঁর ভাই শান্তনু গুছাইত ও অতনুর স্ত্রী মানসী ও তাঁর মায়ের নামে ।"

গ্রেফতার পার্থ ঘনিষ্ঠের স্ত্রী

আরও পড়ুন: একশো শতাংশ দলের সঙ্গে আছি, আদালত থেকে বেরিয়ে বললেন পার্থ

কিন্তু অতনু এবং অতনুর ভাই শান্তনু এখন বাড়ি থেকে পলাতক । গতকাল পাঁশকুড়ার রানিহাটি স্কুল থেকে বেরোতেই অতনুর স্ত্রীকে তমলুক থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে । তারপর তাঁকে গ্রেফতার করা হয় । বুধবার তাঁকে তমলুক আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

কোলাঘাট, 2 নভেম্বর: এলাকায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অতনু গুছাইত ও তাঁর স্ত্রী মানসী গুছাইত । অতনু এলাকায় চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ । এই মর্মে কোলাঘাট থানায় অতনুর নামে অভিযোগ দায়ের হয়েছে । অপরদিকে কোলাঘাটে অতনুর বাড়ি বিক্রির নাম করে প্রায় 50 লক্ষ টাকার প্রতারণার (Cheating case) অভিযোগও ওঠে অতনু গুছাইত ও তাঁর স্ত্রী মানসীর বিরুদ্ধে । পাঁশকুড়ার (East Midnapore news) রানিহাটি স্কুলে ইতিহাসের শিক্ষিকা মানসী (Woman Arrested)। তিনি স্কুল থেকে বেরোতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ ।

তমলুক ব্লকের এক হোটেল ব্যবসায়ী বিকাশ বেরার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় মানসীকে । বিকাশ বলেন, "কোলাঘাট ব্লকের কোলা গ্রামের অতনু গুছাইত তাঁর বাড়ি বিক্রি করবেন বলে খবর পেয়ে আমি অতনুর সঙ্গে যোগাযোগ করি ৷ তাঁর হাতে প্রথমে প্রায় 50 লক্ষ টাকা দিই বাড়ি রেজিস্ট্রির আগে অ্যাডভান্স হিসেবে । পরে জানতে পারি ওই বাড়িটি একটি ব্যাংকে বন্ধক রয়েছে । তারপর আমি বারবার অ্যাডভান্সের টাকা ফেরতের জন্য বলতে থাকি, কিন্তু তা মেলেনি । আমি তমলুক থানায় অভিযোগ করি । অতনু গুছাইত এবং তাঁর ভাই শান্তনু গুছাইত ও অতনুর স্ত্রী মানসী ও তাঁর মায়ের নামে ।"

গ্রেফতার পার্থ ঘনিষ্ঠের স্ত্রী

আরও পড়ুন: একশো শতাংশ দলের সঙ্গে আছি, আদালত থেকে বেরিয়ে বললেন পার্থ

কিন্তু অতনু এবং অতনুর ভাই শান্তনু এখন বাড়ি থেকে পলাতক । গতকাল পাঁশকুড়ার রানিহাটি স্কুল থেকে বেরোতেই অতনুর স্ত্রীকে তমলুক থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে । তারপর তাঁকে গ্রেফতার করা হয় । বুধবার তাঁকে তমলুক আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

Last Updated : Nov 2, 2022, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.