ETV Bharat / state

60 হাজার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ - dowry

60 হাজার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ উঠল শওহর ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি পাঁশকুড়া থানার কেশববাড় গ্রামের।

মৃত যুবতি
author img

By

Published : Mar 28, 2019, 7:38 PM IST

Updated : Mar 28, 2019, 8:27 PM IST

পাঁশকুড়া, 28 মার্চ : বাবারবাড়ি থেকে দাবি মতো টাকা আনতে না পারায় অন্তঃসত্ত্বা বিবিকে খুনের অভিযোগ উঠল শওহর ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি পাঁশকুড়া থানার কেশববাড় গ্রামের। মৃতের নাম ফারজানা বিবি (20)। খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়।

কেশববাড় গ্রামের বাসিন্দা শেখ আম্মাদুল্লার সাথে এক বছর আগে চাকদার বাসিন্দা ফারজানার নিকাহ হয়েছিল। আম্মাদুল্লা কিছুদিন আগে দুবাই যাওয়ার জন্য ফারজানাকে তাঁর বাবারবাড়ি থেকে 60 হাজার টাকা আনতে বলে। কিন্তু বাবারবাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় টাকা আনতে পারেননি ফারজানা। তারপরই তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে আবদুল্লা ও তার পরিবারের লোকজন। অভিযোগ, গতরাতে ফারজানাকে মেরে খাটের মশারি টাঙানোর খুঁটিতে দেহটি টাঙিয়ে দেয় তারা।

মৃতের আম্মা আসমা বিবি বলেন, "জামাই দুবাইয়ে কাজে যাওয়ার জন্য মেয়েকে বাড়ি থেকে 60 হাজার টাকা নিয়ে আসার কথা বলেছিল। আমার শওহর মারা গেছে চার বছর আগে। তারপর থেকেই আমাদের পরিবারে আর্থিক অবস্থা খারাপ। তাই আমার মেয়ে এত টাকা আমাদের কাছে চাইতে রাজি হয়নি। টাকা না পেয়ে জামাই, তাঁর মা ও তাঁর ছোটো কাকিমা আমার মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।"

মৃতের মামা তহিদুল মুন্সির বলেন, "আমার জামাইবাবু মারা যাওয়ার পর পরিবারের অবস্থা খুবই খারাপ। তাই দুবাই যাওয়ার জন্য ভাগ্নি জামাইয়ের দাবি মতো 60 হাজার টাকা দেওয়া সম্ভব হয়নি। টাকা না পাওয়ার কারণেই ভাগ্নিকে খুন করেছে জামাই ও তাঁর পরিবার। আমরা চাই অভিযুক্তদের কঠোর শাস্তি হোক।"

পুলিশ জানিয়েছে, ফারজানা বিবির শওহর ও পরিবারের লোকেরা পলাতক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

পাঁশকুড়া, 28 মার্চ : বাবারবাড়ি থেকে দাবি মতো টাকা আনতে না পারায় অন্তঃসত্ত্বা বিবিকে খুনের অভিযোগ উঠল শওহর ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি পাঁশকুড়া থানার কেশববাড় গ্রামের। মৃতের নাম ফারজানা বিবি (20)। খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়।

কেশববাড় গ্রামের বাসিন্দা শেখ আম্মাদুল্লার সাথে এক বছর আগে চাকদার বাসিন্দা ফারজানার নিকাহ হয়েছিল। আম্মাদুল্লা কিছুদিন আগে দুবাই যাওয়ার জন্য ফারজানাকে তাঁর বাবারবাড়ি থেকে 60 হাজার টাকা আনতে বলে। কিন্তু বাবারবাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় টাকা আনতে পারেননি ফারজানা। তারপরই তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে আবদুল্লা ও তার পরিবারের লোকজন। অভিযোগ, গতরাতে ফারজানাকে মেরে খাটের মশারি টাঙানোর খুঁটিতে দেহটি টাঙিয়ে দেয় তারা।

মৃতের আম্মা আসমা বিবি বলেন, "জামাই দুবাইয়ে কাজে যাওয়ার জন্য মেয়েকে বাড়ি থেকে 60 হাজার টাকা নিয়ে আসার কথা বলেছিল। আমার শওহর মারা গেছে চার বছর আগে। তারপর থেকেই আমাদের পরিবারে আর্থিক অবস্থা খারাপ। তাই আমার মেয়ে এত টাকা আমাদের কাছে চাইতে রাজি হয়নি। টাকা না পেয়ে জামাই, তাঁর মা ও তাঁর ছোটো কাকিমা আমার মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।"

মৃতের মামা তহিদুল মুন্সির বলেন, "আমার জামাইবাবু মারা যাওয়ার পর পরিবারের অবস্থা খুবই খারাপ। তাই দুবাই যাওয়ার জন্য ভাগ্নি জামাইয়ের দাবি মতো 60 হাজার টাকা দেওয়া সম্ভব হয়নি। টাকা না পাওয়ার কারণেই ভাগ্নিকে খুন করেছে জামাই ও তাঁর পরিবার। আমরা চাই অভিযুক্তদের কঠোর শাস্তি হোক।"

পুলিশ জানিয়েছে, ফারজানা বিবির শওহর ও পরিবারের লোকেরা পলাতক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Intro:তমলুক ,২৮ ফেব্রুয়ারি : অকাল বর্ষণের সাথে শিলা বৃষ্টির ফলে কার্যত ভরা মাঠেই নষ্ট হতে বসেছে ফসল। টানা চার দিনের বৃষ্টিতে চাষের মাঠ জলে ডুবে গিয়েছে। সেই সাথে ডুবে গিয়েছে আলু, বাদাম, বিরি কলাই, সরষে, মুরসুমি ফুল সহ অন্যান্য সবজি । ফলে সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে চাষ করে বিপাকে চাষীরা। ব্যাপক ক্ষয়ক্ষতির পর ঋণ কিভাবে শোধ করবেন সেই চিন্তাতেই দিন কাটাচ্ছেন তাঁরা। ঋণ মুকুবের দাবি জানাচ্ছেন স্থানীয় প্রশাসনের কাছে। যেকোন উপায়ে ঋণ মুকুব করুক সরকার না হলে আত্মহত্যা ছাড়া কোন গতি নেই জানিয়েছেন চাষীরা।


Body:জেলায় শুরু হয়েছে রবিবার থেকে টানা বৃষ্টি। যার ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । প্রশাসনের তরফে থেকে ইতিমধ্যেই সরকারের কাছে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 30 হাজার হেক্টর জমির ফসল নষ্টের রিপোর্ট জমা দেওয়া হয়েছে গতকাল। আজ পুনরায় সেই রিপোর্ট জমা দেওয়া হবে। পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, এগ্রা ,পটাশপুর সহ বিভিন্ন ব্লকের সবথেকে বেশি ক্ষতি হয়েছে ফুল ও আনাজ চাষের। প্রতিটি ব্লকের চাষিরাই স্থানীয় সমবায় সমিতি গুলি থেকে ঋণ নিয়ে চাষ করেছেন। কোন চাষী 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন তো আবার কেউ 30 থেকে 25 হাজার টাকা ঋণ নিয়েছেন। ফসল ভালো হলেও অকাল বর্ষণে সবই এগিয়েছে জলের তলায়। ফলে ফসল বিক্রি করে ঋণ শোধ করার আর কোনো সম্ভাবনাই নেই। যার কারণেই দুঃশ্চিন্তা বাড়ছে চাষীদের মধ্যে। কোলাঘাট ব্লকের মহাদেব ভূঁইয়া নামের এক চাষী স্থানীয় দেহাটি সমবায় সমিতি থেকে প্রায় 1 লক্ষ টাকা ঋণ নিয়ে পাঁচ বিঘা জমি চাষ করেছিলেন। কিন্তু তার সাড়ে চার বিঘা জমির ফসল জলের তলায় চলে যাওয়ায় ঋণশোধ কিভাবে করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। তিনি জানান, মুগ কলাই, খেসারির ডাল, ও ধান চাষ করেছিলাম পাঁচ বিঘা জমিতে। এই চাষ করার জন্য প্রায় এক লক্ষ টাকা লোন নিয়েছি সমিতি থেকে। সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। কিছুই তুলতে পারিনি, সব জলের তলায় চলে গেছে। সব চাষী লোন শোধ করা নিয়ে চিন্তায় রয়েছে ।সরকার তো ছাড়বে না ।ঋণ মুকুব না করলে ঋণের জ্বালায় আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। অপরদিকে পাঁশকুড়া ব্লকের কেশাপাট অঞ্চলের চাষী সুশান্ত মাজি বলেন, টানা বৃষ্টির ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ এখনো পর্যন্ত আমরা হিসেব করেই উঠতে পারছি না। বিঘের পর বিঘে জমির আলু ধান সবজি সব নষ্ট হয়ে গেছে। সমবায় সমিতি থেকে আলু চাষ করার জন্য ঋণ নিয়েছিলাম। ভেবেছিলাম ভালো চাষ হলে ঋণ শোধ করে দেব। এখন কি করবো বুঝতে পারছি না। সরকার এই মুহূর্তে যদি পাশে এসে না দাড়ায় চাষীদের তাহলে আত্মহত্যা করতে হবে। আমি 25 হাজার টাকা লোন নিয়েছি, সব চাষী লোন নিয়ে বিঘের পর বিঘে চাষ করেছে। আলু খোলার মুখেই এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। আমরা সব চাষিরা একজোট হয়ে ঋণ মুকুবের দাবি গ্রাম পঞ্চায়েতে জানাবো।


Conclusion:যদিও চাষীদের চিন্তা মুক্ত থাকার বার্তা দিয়েছেন জেলা কৃষি দপ্তর। পূর্ব মেদিনীপুর জেলার সহ কৃষি অধিকর্তার মৃণাল কান্তি বেরা জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে জেলায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে। আমরা গতকালই 30000 হেক্টর জমির ফসল ও ফুলের ক্ষতির রিপোর্ট ইতিমধ্যেই জমা দিয়েছি। আজও পুনরায় সব ব্লক থেকে আসা রিপোর্ট গুলি জমা দেওয়া দেব। কৃষকদের চিন্তার কোন কারণ নেই। পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ার পরেই কৃষকদের সমস্যার কথাকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেবে সরকার।
Last Updated : Mar 28, 2019, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.