পাঁশকুড়া, 28 মার্চ : বাবারবাড়ি থেকে দাবি মতো টাকা আনতে না পারায় অন্তঃসত্ত্বা বিবিকে খুনের অভিযোগ উঠল শওহর ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি পাঁশকুড়া থানার কেশববাড় গ্রামের। মৃতের নাম ফারজানা বিবি (20)। খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়।
কেশববাড় গ্রামের বাসিন্দা শেখ আম্মাদুল্লার সাথে এক বছর আগে চাকদার বাসিন্দা ফারজানার নিকাহ হয়েছিল। আম্মাদুল্লা কিছুদিন আগে দুবাই যাওয়ার জন্য ফারজানাকে তাঁর বাবারবাড়ি থেকে 60 হাজার টাকা আনতে বলে। কিন্তু বাবারবাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় টাকা আনতে পারেননি ফারজানা। তারপরই তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে আবদুল্লা ও তার পরিবারের লোকজন। অভিযোগ, গতরাতে ফারজানাকে মেরে খাটের মশারি টাঙানোর খুঁটিতে দেহটি টাঙিয়ে দেয় তারা।
মৃতের আম্মা আসমা বিবি বলেন, "জামাই দুবাইয়ে কাজে যাওয়ার জন্য মেয়েকে বাড়ি থেকে 60 হাজার টাকা নিয়ে আসার কথা বলেছিল। আমার শওহর মারা গেছে চার বছর আগে। তারপর থেকেই আমাদের পরিবারে আর্থিক অবস্থা খারাপ। তাই আমার মেয়ে এত টাকা আমাদের কাছে চাইতে রাজি হয়নি। টাকা না পেয়ে জামাই, তাঁর মা ও তাঁর ছোটো কাকিমা আমার মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।"
মৃতের মামা তহিদুল মুন্সির বলেন, "আমার জামাইবাবু মারা যাওয়ার পর পরিবারের অবস্থা খুবই খারাপ। তাই দুবাই যাওয়ার জন্য ভাগ্নি জামাইয়ের দাবি মতো 60 হাজার টাকা দেওয়া সম্ভব হয়নি। টাকা না পাওয়ার কারণেই ভাগ্নিকে খুন করেছে জামাই ও তাঁর পরিবার। আমরা চাই অভিযুক্তদের কঠোর শাস্তি হোক।"
পুলিশ জানিয়েছে, ফারজানা বিবির শওহর ও পরিবারের লোকেরা পলাতক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।