নন্দীগ্রাম, 15 মে : ভোট পরবর্তী হিংসার ছবি আজও স্পষ্ট নন্দীগ্রামে ৷ বাড়িতে বাড়িতে হামলার অভিযোগ ৷ কোথাও ভাঙা হয়েছে বাইক, কোথাও টিভি ৷ কোথাও আবার গোটা ঘরটাই ধুলোয় মিশে গিয়েছে ৷ আজ নন্দীগ্রামে ভোট পরবর্তী সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখার সময় চোখের জল বাধ মানল না রাজ্যপালেরও ৷
রাজ্যপাল জগদীপ ধনকড় আজ কেন্দামারি, জলপাই, চিল্লাগ্রাম, নন্দীগ্রাম বাজার সহ বিভিন্ন হিংসা কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন ৷ চিল্লাগ্রামে 13 মে মারা গিয়েছিলেন দেবব্রত মাইতি ৷ তাঁর বাড়িতেও দেখা করতে যান রাজ্যপাল ৷ জগদীপ ধনকড়কে দেখতেই কান্নায় ভেঙে পড়েন মৃতের মা ৷ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েন ৷ এই করুণ পরিস্থিতির মুখোমুখি হয়ে রাজ্যপালের চোখেও জল চলে আসে ৷
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল আবারও প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলেন ৷ বলেন, প্রশাসন ঠিকঠাক ব্যবস্থা নিচ্ছে না বলেই রাজ্যে এই হাল ৷ তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন, যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় ৷