ETV Bharat / state

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু - দেওয়াল লিখে ভোটের প্রচার

নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেইমতো নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হতে দেওয়াল লিখন শুরু হল ।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন
author img

By

Published : Feb 27, 2021, 9:58 PM IST

নন্দীগ্রাম, 27 ফেব্রুয়ারি : ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরের দিন নন্দীগ্রামে মমতা ব্যন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু । আজ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে অঞ্চলের তৃণমূল কর্মী-সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লেখেন । যদিও দলের তরফে এখনও কোনও প্রার্থী তালিক প্রকাশ হয়নি । কিন্তু ভোট ময়দানে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ শাসকদল । তাই নির্ঘণ্ট প্রকাশ হতে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ।

নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছিলেন, তিনি প্রার্থী হতে চান । দলের তরফে সেদিন সুব্রত বক্সি জানিয়েছিলেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে । গতকাল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছি কমিশন । আর আজ থেকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে । কেন্দামারী অঞ্চল তৃণমূলের তরফে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করা হয় । অন্যদিকে নন্দীগ্রাম থেকে আব্বাস সিদ্দিকীর দলের লোককে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস জোট । সংখ্যালঘু ভোট ভাগাভাগি হলে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটের ত্রিমুখী লড়াইয়ে কার ভাগ্য সহায় হয় তা 2 মে জানা যাবে ।

আরও পড়ুন : নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দুই ?

একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে, তখন বিজেপির হয়ে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে দাঁড়ানো একপ্রকার পাকা । দলের কেন্দ্রীয় নেতৃত্ব নাকি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন । গেরুয়া শিবির নন্দীগ্রাম ও ভবানীপুরে হেভিওয়েট প্রার্থী চাইছে । সেদিক থেকে মমতার বিরুদ্ধে শুভেন্দুর মতো প্রতিদ্বন্দ্বীকে কাজে লাগাতে পারে বিজেপি । রাজনৈতিক মহলের অন্তত তেমনই মত ।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন

নন্দীগ্রাম, 27 ফেব্রুয়ারি : ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরের দিন নন্দীগ্রামে মমতা ব্যন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু । আজ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে অঞ্চলের তৃণমূল কর্মী-সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লেখেন । যদিও দলের তরফে এখনও কোনও প্রার্থী তালিক প্রকাশ হয়নি । কিন্তু ভোট ময়দানে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ শাসকদল । তাই নির্ঘণ্ট প্রকাশ হতে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ।

নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছিলেন, তিনি প্রার্থী হতে চান । দলের তরফে সেদিন সুব্রত বক্সি জানিয়েছিলেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে । গতকাল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছি কমিশন । আর আজ থেকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে । কেন্দামারী অঞ্চল তৃণমূলের তরফে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করা হয় । অন্যদিকে নন্দীগ্রাম থেকে আব্বাস সিদ্দিকীর দলের লোককে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস জোট । সংখ্যালঘু ভোট ভাগাভাগি হলে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটের ত্রিমুখী লড়াইয়ে কার ভাগ্য সহায় হয় তা 2 মে জানা যাবে ।

আরও পড়ুন : নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দুই ?

একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে, তখন বিজেপির হয়ে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে দাঁড়ানো একপ্রকার পাকা । দলের কেন্দ্রীয় নেতৃত্ব নাকি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন । গেরুয়া শিবির নন্দীগ্রাম ও ভবানীপুরে হেভিওয়েট প্রার্থী চাইছে । সেদিক থেকে মমতার বিরুদ্ধে শুভেন্দুর মতো প্রতিদ্বন্দ্বীকে কাজে লাগাতে পারে বিজেপি । রাজনৈতিক মহলের অন্তত তেমনই মত ।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.