কাঁথি, 21 ফেব্রুয়ারি : পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির পরিবর্তন যাত্রার আজ ছিল শেষ দিন । সকালে মেচেদা থেকে রওনা দেয় এই পরিবর্তন যাত্রা রথ । কোলাঘাট কাঠচড়ার মাঠে বিজেপির তরফে একটি জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রাসাদ মৌর্য সহ একাধিক বিজেপি নেতৃত্ব ।
এই জনসভার মাধ্যমে পূর্ব মেদিনীপুরের পরিবর্তন যাত্রার কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় । সেখান থেকে পরিবর্তন যাত্রার রথ হাওড়া জেলার বাগনানের উদ্দেশ্যে রওনা হয়। এইদিন বিজেপির জনসভা থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাটুস ফুটুস, কুদুস, নাদুস নুদুস বলছে একজন মুখ্যমন্ত্রী । এটা ভাষা ? তারপর সরস্বতী পুজোর যা মন্ত্র, বাপরে বাপ ৷’’
আরও পড়ুন : অধিকার বোঝার জন্য নিজের দল : আব্বাস
তারপর শুভেন্দু অধিকারী বলেন, ‘‘জোট বাঁধুন তৈরি হন ভোটের মেশিনে বদলা নিতে হবে । কলকাতা লন্ডন হয়নি, দার্জিলিং সুইজারল্যান্ড হয়নি, বাংলাটা কিন্তু কাশ্মীর হবে। আমরা বাংলাদেশের দিকে এগোচ্ছি । রাজ্যটাকে যদি বাংলাদেশ হওয়া থেকে আটকাতে হয়, তাহলে পদ্মফুল আর নরেন্দ্র মোদি ছাড়া কোনও বিকল্প নেই । সঙ্গে আছি চিন্তার কোনও কারণ নেই ।