নন্দীগ্রাম, 10 মার্চ : দুপুর বেলা নন্দীগ্রামের শিব মন্দিরে পুজো দিয়ে রওনা হলেন হলদিয়ার উদ্দেশ্যে । 'বাংলা নিজের মেয়েকেই চায়' গেটের মধ্যে দিয়ে হেঁটে এলেন । জমা দিলেন মনোনয়ন পত্র । বেরিয়ে বললেন, নন্দীগ্রাম আমার কাছে নতুন জায়গা নয় । এখানে সর্বদা লড়তে চেয়েছিলাম ।
2021 বিধানসভায় পাখির চোখ নন্দীগ্রাম । মসনদে যেই আসুক যেন নন্দীগ্রাম নিজের হাতে থাকে । এটাই যেন মন্ত্র নন্দীগ্রামের ভূমিপুত্র এবং বাংলার নিজের মেয়ের কাছে । এক সময়ে পাশাপাশি লড়াই করা দুজনই আজ পরস্পরের বিপক্ষে । নন্দীগ্রামেই বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে । আর মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেই নন্দীগ্রামের আসনে লড়াই করার জন্য় হলদিয়ায় মনোয়ন পত্র জমা দেন । মনে করিয়ে দিলেন কেন তিনি নন্দীগ্রামের প্রার্থী । তৃণমূল সুপ্রিমো সর্বদাই বলে এসেছেন, ভুলতে পারি নিজের নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম । সেই জমি আন্দোলনের সময়েও একই কথা, মনোয়ন পত্র জমা দিয়েও তাঁর মুখে একই কথা । নন্দীগ্রামের মানুষকে বুঝিয়ে দিলেন, তাঁদের যে তিনি ভোলেননি । নিজের পাড়া ছেড়ে কেন নন্দীগ্রামে তিনি । কেনই বা নন্দীগ্রাম বারংবার তাঁকে টেনে আনে ।
আরও পড়ুন : হিন্দু ধর্মকে অপমান করছেন মমতা : শুভেন্দু
মেদিনীপুরের অনেক নেতা না আসলেও আন্দোলনের সময়ে তাঁর নন্দীগ্রামে ছুটে আসার কথাও প্রকাশ পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে । তৃণমূল নেত্রী বলেন, আমি নন্দীগ্রামের আন্দোলনের সমস্যায় ছুটে এসেছি । সর্বদা সিঙ্গুর বা নন্দীগ্রাম থেকে আমি ভোটে দাঁড়াতে চেয়েছি । এরপর আমি যখন আমি নন্দীগ্রামে সভা করতে এলাম কোনও বিধায়ক ছিল না । আমি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করতে মানুষ যথেষ্ট সমর্থন করেন আমাকে । আমি স্ট্রিট ফাইটার ।এর পরই সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ।