ETV Bharat / state

মোদির সভায় আমন্ত্রণ পেয়েছেন, এখনও সিদ্ধান্ত নেননি; জানালেন দিব্যেন্দু - মোদির সভায় আমন্ত্রণ পেয়েছেন দিব্যেন্দু অধিকারী

রবিরারই শুভেন্দু-সৌমেন্দু-দিব্যেন্দুর জনক বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী এগরায় অমিত শাহ-র সভায় বিজেপিতে যোগ দেন ৷ এরপর তৃণমূলে একমাত্র পড়ে থাকা অধিকারী দিব্যেন্দুকে নিয়ে জল্পনা প্রবল হয় ৷ তবে দিব্যেন্দুও কি বিজেপিতে যোগ দিতে চলেছেন?

-dibydendu-adhikary-invited-in-narendra-modi-rally-in-kanthi
-dibydendu-adhikary-invited-in-narendra-modi-rally-in-kanthi
author img

By

Published : Mar 22, 2021, 11:12 PM IST

কাঁথি, 22 মার্চ : 24 মার্চ মোদির সভা কাঁথিতে ৷ ওইদিন বিজেপির হাইপ্রোফাইল নির্বাচনী মঞ্চে থাকতে পারেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ সোমবার এমনই ইঙ্গিত দিলেন শুভেন্দু ভ্রাতা ৷ তবে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলেও জানালেন তিনি ৷

রবিরারই শুভেন্দু-সৌমেন্দু-দিব্যেন্দুর জনক বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী এগরায় অমিত শাহ-র সভায় বিজেপিতে যোগ দেন ৷ এরপর তৃণমূলে একমাত্র পড়ে থাকা অধিকারী দিব্যেন্দুকে নিয়ে জল্পনা প্রবল হয় ৷ তবে দিব্যেন্দুও কি বিজেপিতে যোগ দিতে চলেছেন?

শুনুন কী বললেন দিব্যেন্দু অধিকারী..

এখনও তৃণমূল সাংসদ দিব্যেন্দু অবশ্য বিষয়টিকে স্পষ্ট করলেন না ৷ জানালেন, মোদির সভায় থাকার আমন্ত্রণ পেয়েছি ৷ যাব কি-না এখনও সিদ্ধান্ত নিইনি ৷

19 ডিসেম্বর শুভেন্দু অধিকারী অমিত শাহ-র মেদিনীপুরের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ তাঁর এক সপ্তাহের মধ্যে শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দুও গেরুয়া শিবিরে নাম লেখান ৷ রবিবার শুভেন্দু-সৌমেন্দুর বাবা শিশির বিজেপিতে যোগ দেওয়ার পর দিব্যেন্দুও বিজেপিতে যোগ দিতে চলেছে, এমনটাই মনে করছে তৃণমূল শিবির ৷

কাঁথি, 22 মার্চ : 24 মার্চ মোদির সভা কাঁথিতে ৷ ওইদিন বিজেপির হাইপ্রোফাইল নির্বাচনী মঞ্চে থাকতে পারেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ সোমবার এমনই ইঙ্গিত দিলেন শুভেন্দু ভ্রাতা ৷ তবে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলেও জানালেন তিনি ৷

রবিরারই শুভেন্দু-সৌমেন্দু-দিব্যেন্দুর জনক বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী এগরায় অমিত শাহ-র সভায় বিজেপিতে যোগ দেন ৷ এরপর তৃণমূলে একমাত্র পড়ে থাকা অধিকারী দিব্যেন্দুকে নিয়ে জল্পনা প্রবল হয় ৷ তবে দিব্যেন্দুও কি বিজেপিতে যোগ দিতে চলেছেন?

শুনুন কী বললেন দিব্যেন্দু অধিকারী..

এখনও তৃণমূল সাংসদ দিব্যেন্দু অবশ্য বিষয়টিকে স্পষ্ট করলেন না ৷ জানালেন, মোদির সভায় থাকার আমন্ত্রণ পেয়েছি ৷ যাব কি-না এখনও সিদ্ধান্ত নিইনি ৷

19 ডিসেম্বর শুভেন্দু অধিকারী অমিত শাহ-র মেদিনীপুরের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ তাঁর এক সপ্তাহের মধ্যে শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দুও গেরুয়া শিবিরে নাম লেখান ৷ রবিবার শুভেন্দু-সৌমেন্দুর বাবা শিশির বিজেপিতে যোগ দেওয়ার পর দিব্যেন্দুও বিজেপিতে যোগ দিতে চলেছে, এমনটাই মনে করছে তৃণমূল শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.