ETV Bharat / state

শুভেন্দু আসার আগে সোনাচূড়া শহিদ মিনারে তৃণমূল-বিজেপি উত্তেজনা - Suvendu Adhikari in Nandigram

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷

West Bengal Assembly Polls
ছবি
author img

By

Published : Mar 14, 2021, 12:09 PM IST

নন্দীগ্রাম, 14 মার্চ : নন্দীগ্রামের সোনাচূড়া শহিদ মিনারে আজ শ্রদ্ধা জানাতে আসার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর । তিনি পৌঁছানোর আগেই শহিদ মিনার চত্বরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা ৷

যেভাবে শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই শহিদদের শ্রদ্ধা জানাতে একটি সভা রয়েছে তৃণমূলেরও ৷ তৃণমূলের কর্মী ও সমর্থকরা মিছিল করে শহিদ মিনারের দিকে আসছিলেন ৷ সেই সময়েই কিছু উত্তপ্ত বাক্য উড়ে আসে বিজেপি কর্মীদের দিক থেকে ৷ পাল্টা বাক্যবাণ ছুড়তে দেরি করেন না তৃণমূলের কর্মীরাও ৷ আর এর জেরেই শুরু হয় উত্তেজনা ৷

সোনাচূড়া শহিদ মিনার চত্বরে তৃণমূল ও বিজেপ কর্মীদের মধ্যে উত্তেজনা

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী ও স্টার ক্যাম্পেনারদের নিরাপত্তা আঁটোসাঁটো করল কমিশন

পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ এছাড়াও মোতায়েন করা হয়েছে ব়্যাফ ৷ রয়েছেন পুলিশের পদস্থ আধিকারিকরাও ৷

নন্দীগ্রাম, 14 মার্চ : নন্দীগ্রামের সোনাচূড়া শহিদ মিনারে আজ শ্রদ্ধা জানাতে আসার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর । তিনি পৌঁছানোর আগেই শহিদ মিনার চত্বরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা ৷

যেভাবে শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই শহিদদের শ্রদ্ধা জানাতে একটি সভা রয়েছে তৃণমূলেরও ৷ তৃণমূলের কর্মী ও সমর্থকরা মিছিল করে শহিদ মিনারের দিকে আসছিলেন ৷ সেই সময়েই কিছু উত্তপ্ত বাক্য উড়ে আসে বিজেপি কর্মীদের দিক থেকে ৷ পাল্টা বাক্যবাণ ছুড়তে দেরি করেন না তৃণমূলের কর্মীরাও ৷ আর এর জেরেই শুরু হয় উত্তেজনা ৷

সোনাচূড়া শহিদ মিনার চত্বরে তৃণমূল ও বিজেপ কর্মীদের মধ্যে উত্তেজনা

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী ও স্টার ক্যাম্পেনারদের নিরাপত্তা আঁটোসাঁটো করল কমিশন

পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ এছাড়াও মোতায়েন করা হয়েছে ব়্যাফ ৷ রয়েছেন পুলিশের পদস্থ আধিকারিকরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.