ETV Bharat / state

নন্দীগ্রামে গুলি চালানো পুলিশকে পদোন্নতি দিয়েছে রাজ্য, স্মরণ করালেন শুভেন্দু - বিধানসভা ভোট 2021

নন্দীগ্রাম আন্দোলনের সময় কার ভূমিকা বেশি ছিল... মমতার না শুভেন্দুর, তা প্রমাণ করার লড়াই এবারের নির্বাচনে ৷ ভোটের বাকি আর মাত্র কয়েকদিন ৷ তার আগে নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর স্মৃতি ফের উস্কে দিলেন শুভেন্দু ৷

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Mar 14, 2021, 1:35 PM IST

নন্দীগ্রাম, 14 মার্চ : নন্দীগ্রামের সোনাচূড়া শহিদ বেদীতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন শহিদের পরিবারের সদস্যরা ৷ আজকের কর্মসূচি থেকে শুভেন্দু কোনও রাজনৈতিক মন্তব্য না করলেও তাঁর এই মাল্যদান কর্মসূচি বর্তমান পরিস্থিতিতে নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ যে পুলিশকর্মীর উপর নন্দীগ্রামের শহিদদের উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে, তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পদোন্নতি দিয়েছে বলেও মন্তব্য করেন শুভেন্দু ৷

একসময় বাম জমানায় শোনা যেত, আমার নাম, তোমার নাম... ভিয়েতনাম... ভিয়েতনাম ৷ তারপর রাজনৈতিক পালাবদল ৷ তৃণমূল ক্ষমতায় আসার পর স্লোগান হল, আমার নাম, তোমার নাম... নন্দীগ্রাম... নন্দীগ্রাম ৷ এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন মমতা ৷ আর তাঁর বিপরীতে লড়ছেন একসময়ের বিশ্বস্ত সঙ্গী শুভেন্দু ৷ নন্দীগ্রাম আন্দোলনে কার ভূমিকা বেশি ছিল... মমতার না শুভেন্দুর, তা প্রমাণ করার লড়াই এবারের নির্বাচনে ৷

আর সেদিক থেকে দেখতে গেলে শুভেন্দুর আজকের এই কর্মসূচি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

সোনাচূড়ায় শহিদ বেদীতে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন : শুভেন্দু আসার আগে সোনাচূড়া শহিদ মিনারে তৃণমূল-বিজেপি উত্তেজনা

উল্লেখ্য, আজ যেখানে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ছিল, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই শহিদদের শ্রদ্ধা জানাতে একটি সভা রয়েছে তৃণমূলেরও ৷ তৃণমূলের কর্মী ও সমর্থকরা মিছিল করে শহিদ মিনারের দিকে আসছিলেন ৷ সেই সময়েই কিছু উত্তপ্ত বাক্য উড়ে আসে বিজেপি কর্মীদের দিক থেকে ৷ পাল্টা বাক্যবাণ ছুড়তে দেরি করেন না তৃণমূলের কর্মীরাও ৷ আর এর জেরেই শুরু হয় উত্তেজনা ৷ পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ এছাড়াও মোতায়েন করা হয়েছে ব়্যাফ ৷ রয়েছেন পুলিশের পদস্থ আধিকারিকরাও ৷

নন্দীগ্রাম, 14 মার্চ : নন্দীগ্রামের সোনাচূড়া শহিদ বেদীতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন শহিদের পরিবারের সদস্যরা ৷ আজকের কর্মসূচি থেকে শুভেন্দু কোনও রাজনৈতিক মন্তব্য না করলেও তাঁর এই মাল্যদান কর্মসূচি বর্তমান পরিস্থিতিতে নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ যে পুলিশকর্মীর উপর নন্দীগ্রামের শহিদদের উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে, তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পদোন্নতি দিয়েছে বলেও মন্তব্য করেন শুভেন্দু ৷

একসময় বাম জমানায় শোনা যেত, আমার নাম, তোমার নাম... ভিয়েতনাম... ভিয়েতনাম ৷ তারপর রাজনৈতিক পালাবদল ৷ তৃণমূল ক্ষমতায় আসার পর স্লোগান হল, আমার নাম, তোমার নাম... নন্দীগ্রাম... নন্দীগ্রাম ৷ এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন মমতা ৷ আর তাঁর বিপরীতে লড়ছেন একসময়ের বিশ্বস্ত সঙ্গী শুভেন্দু ৷ নন্দীগ্রাম আন্দোলনে কার ভূমিকা বেশি ছিল... মমতার না শুভেন্দুর, তা প্রমাণ করার লড়াই এবারের নির্বাচনে ৷

আর সেদিক থেকে দেখতে গেলে শুভেন্দুর আজকের এই কর্মসূচি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

সোনাচূড়ায় শহিদ বেদীতে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন : শুভেন্দু আসার আগে সোনাচূড়া শহিদ মিনারে তৃণমূল-বিজেপি উত্তেজনা

উল্লেখ্য, আজ যেখানে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ছিল, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই শহিদদের শ্রদ্ধা জানাতে একটি সভা রয়েছে তৃণমূলেরও ৷ তৃণমূলের কর্মী ও সমর্থকরা মিছিল করে শহিদ মিনারের দিকে আসছিলেন ৷ সেই সময়েই কিছু উত্তপ্ত বাক্য উড়ে আসে বিজেপি কর্মীদের দিক থেকে ৷ পাল্টা বাক্যবাণ ছুড়তে দেরি করেন না তৃণমূলের কর্মীরাও ৷ আর এর জেরেই শুরু হয় উত্তেজনা ৷ পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ এছাড়াও মোতায়েন করা হয়েছে ব়্যাফ ৷ রয়েছেন পুলিশের পদস্থ আধিকারিকরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.