ETV Bharat / state

Akhil Giri attacks Sisir Adhikari : বুড়ো বয়সে ভীমরতি, শিশিরকে খোঁচা অখিলের - Akhil Giri attacks Sisir Adhikari

মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অথচ তাঁর বাবা ও ভাই তৃণমূলের সাংসদ পদে থেকেও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, এ নিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ৷ (Minister Akhil Giri attacks BJP MLA Suvendu Adhikari over Anti Defection Law)

পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী অখিল গিরি
পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী অখিল গিরি
author img

By

Published : Dec 4, 2021, 7:38 AM IST

Updated : Dec 4, 2021, 7:56 AM IST

মহিষাদল, 4 ডিসেম্বর : "বুড়ো বয়সে ভীমরতি ধরেছে শিশিরবাবুর, তাই বিজেপির অফিসে যাচ্ছেন, এদিকে পদটাও ছাড়ছেন না", মহিষাদলের বিজয়া সম্মিলনীর ভরা জনসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে এভাবেই আক্রমণ করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি (Minister of Fisheries of West Bengal Akhil Giri attacks TMC MP Sisir Adhikari) । শুক্রবার পূর্ব মেদিনীপুরে মহিষাদল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এই অনুষ্ঠানে মন্ত্রী অখিল গিরি ছাড়াও ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক সোহম চক্রবর্তী, অদিতি মুন্সী প্রমুখ ।

বিজেপি থেকে তৃণমূলে ফেরত আসা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ এই প্রসঙ্গে এদিন মন্ত্রী অখিল গিরি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন, "মুকুল রায় যেই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন, উনি তখন রাজ্যপালের কাছে ছুটলেন ৷ মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারছেন না, লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে ৷" তিনি জানান, রাজ্যপালের কাছে গিয়ে শুভেন্দু দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার অনুরোধ জানিয়েছিলেন ৷

তৃণমূলের বিজয়া সম্মিলনীতে তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে তাঁর বিজেপি যোগ নিয়ে আক্রমণ করলেন মন্ত্রী অখিল গিরি

আরও পড়ুন : Subhendu on Mukul : শুনানির দিন ফের অনুপস্থিত মুকুল রায়, এবার আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি শুভেন্দুর

অখিল গিরি শুভেন্দুকে খোঁচা মেরে বলেন, "শুভেন্দু 'দিদিকে বলো' কর্মসূচিতে গিয়ে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার কথা বলতে পারছে না ৷ তখন আমরা তাকে বললাম তোমার 'বাবাকে বলো' ৷" তিনি জানান, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংসদ, ভাই দিব্যেন্দু অধিকারীও তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংসদ ৷ অথচ তাঁদের সঙ্গে বিজেপি যোগ রয়েছে ৷

অখিল গিরি ব্য়ঙ্গ করে বলেন, "তমলুকের মানুষ মুখ দেখতে ভোট দিয়েছিল ! দিব্যেন্দু অধিকারীকে কি উত্তম কুমারের মতো দেখতে ? অমিতাভ বচ্চন চলে এলেন ?" মানুষ তৃণমূলের প্রতীকে ভোট দিয়েছে । অথচ তাঁরা কেউই এখন পদ বা দল ছাড়ছেন না, বরং তলায় তলায় তৃণমূলের সর্বনাশ করছেন, অভিযোগ তৃণমূল নেতার । মন্ত্রী বলেন, "এঁদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে ৷ অমিত শাহর অফিসে চলে যাচ্ছেন ৷ বুড়ো বয়সে শিশিরবাবুর ভীমরতি ধরেছে ৷ তিনি বিজেপির অফিসে যাচ্ছেন ৷" অথচ তৃণমূলের সাংসদ পদ না ছাড়ার কারণ হিসেবে তৃণমূল নেতা উল্লেখ করেন, 3 লাখ টাকা পাচ্ছেন তাঁরা ৷ এই লোভে কেউ পদ বা দল ছাড়ছেন না ৷ তিনি বলেন, "এই টাকাটাও নেবে, আবার তৃণমূলের ক্ষতিও করবে ৷"

আরও পড়ুন : ‘বাবাকে বলো’র বিরুদ্ধে থানায় দিব্যেন্দু, মুখ্যমন্ত্রীর কাছে প্রকৃত তদন্তের আবেদন শিশির-পুত্রের

শুভেন্দুকে তিনি পরামর্শ দেন, "তাই বললাম, আগে তোমার বাবাকে বলো পদত্যাগ করতে ৷ তারপর মুকুল রায়ের ব্যাপারটা দেখা যাবে ৷" এরপর মৎস্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমাদের দল ছেড়ে যিনি বিজেপিতে চলে গিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকে তৃণমূল সম্পর্কে খুব গরম গরম কথা বলেছেন, আমাদের নেত্রীকে কটূক্তি করেছেন ৷ তাঁদের আমরা দলে নেব না ৷" কিন্তু যাঁরা হয়ত ভুল বুঝে দল ছেড়ে চলে গিয়েছিলেন, সেই সব নরমপন্থীদের দলে নেওয়ার আশ্বাস দিলেন শাসকদলের মন্ত্রী ৷

শিশির ও দিব্যেন্দু অধিকারীর অবস্থান সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করে জানান, এ বিষয়টি মুখ্যমন্ত্রী বলতে পারবেন ৷ শিশির অধিকারীকে কটাক্ষ করে 'বুড়ো বয়সে ভীমরতি'-র বলার কারণ হিসেবে তিনি বলেন, "এই বয়সে গাড়ি নিয়ে বিজেপির পার্টি অফিসে যাচ্ছেন ৷ পৌরভোটের আগে এলাকায় ঘুরছেন ৷"

মহিষাদল, 4 ডিসেম্বর : "বুড়ো বয়সে ভীমরতি ধরেছে শিশিরবাবুর, তাই বিজেপির অফিসে যাচ্ছেন, এদিকে পদটাও ছাড়ছেন না", মহিষাদলের বিজয়া সম্মিলনীর ভরা জনসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে এভাবেই আক্রমণ করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি (Minister of Fisheries of West Bengal Akhil Giri attacks TMC MP Sisir Adhikari) । শুক্রবার পূর্ব মেদিনীপুরে মহিষাদল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এই অনুষ্ঠানে মন্ত্রী অখিল গিরি ছাড়াও ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক সোহম চক্রবর্তী, অদিতি মুন্সী প্রমুখ ।

বিজেপি থেকে তৃণমূলে ফেরত আসা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ এই প্রসঙ্গে এদিন মন্ত্রী অখিল গিরি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন, "মুকুল রায় যেই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন, উনি তখন রাজ্যপালের কাছে ছুটলেন ৷ মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারছেন না, লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে ৷" তিনি জানান, রাজ্যপালের কাছে গিয়ে শুভেন্দু দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার অনুরোধ জানিয়েছিলেন ৷

তৃণমূলের বিজয়া সম্মিলনীতে তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে তাঁর বিজেপি যোগ নিয়ে আক্রমণ করলেন মন্ত্রী অখিল গিরি

আরও পড়ুন : Subhendu on Mukul : শুনানির দিন ফের অনুপস্থিত মুকুল রায়, এবার আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি শুভেন্দুর

অখিল গিরি শুভেন্দুকে খোঁচা মেরে বলেন, "শুভেন্দু 'দিদিকে বলো' কর্মসূচিতে গিয়ে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার কথা বলতে পারছে না ৷ তখন আমরা তাকে বললাম তোমার 'বাবাকে বলো' ৷" তিনি জানান, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংসদ, ভাই দিব্যেন্দু অধিকারীও তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংসদ ৷ অথচ তাঁদের সঙ্গে বিজেপি যোগ রয়েছে ৷

অখিল গিরি ব্য়ঙ্গ করে বলেন, "তমলুকের মানুষ মুখ দেখতে ভোট দিয়েছিল ! দিব্যেন্দু অধিকারীকে কি উত্তম কুমারের মতো দেখতে ? অমিতাভ বচ্চন চলে এলেন ?" মানুষ তৃণমূলের প্রতীকে ভোট দিয়েছে । অথচ তাঁরা কেউই এখন পদ বা দল ছাড়ছেন না, বরং তলায় তলায় তৃণমূলের সর্বনাশ করছেন, অভিযোগ তৃণমূল নেতার । মন্ত্রী বলেন, "এঁদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে ৷ অমিত শাহর অফিসে চলে যাচ্ছেন ৷ বুড়ো বয়সে শিশিরবাবুর ভীমরতি ধরেছে ৷ তিনি বিজেপির অফিসে যাচ্ছেন ৷" অথচ তৃণমূলের সাংসদ পদ না ছাড়ার কারণ হিসেবে তৃণমূল নেতা উল্লেখ করেন, 3 লাখ টাকা পাচ্ছেন তাঁরা ৷ এই লোভে কেউ পদ বা দল ছাড়ছেন না ৷ তিনি বলেন, "এই টাকাটাও নেবে, আবার তৃণমূলের ক্ষতিও করবে ৷"

আরও পড়ুন : ‘বাবাকে বলো’র বিরুদ্ধে থানায় দিব্যেন্দু, মুখ্যমন্ত্রীর কাছে প্রকৃত তদন্তের আবেদন শিশির-পুত্রের

শুভেন্দুকে তিনি পরামর্শ দেন, "তাই বললাম, আগে তোমার বাবাকে বলো পদত্যাগ করতে ৷ তারপর মুকুল রায়ের ব্যাপারটা দেখা যাবে ৷" এরপর মৎস্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমাদের দল ছেড়ে যিনি বিজেপিতে চলে গিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকে তৃণমূল সম্পর্কে খুব গরম গরম কথা বলেছেন, আমাদের নেত্রীকে কটূক্তি করেছেন ৷ তাঁদের আমরা দলে নেব না ৷" কিন্তু যাঁরা হয়ত ভুল বুঝে দল ছেড়ে চলে গিয়েছিলেন, সেই সব নরমপন্থীদের দলে নেওয়ার আশ্বাস দিলেন শাসকদলের মন্ত্রী ৷

শিশির ও দিব্যেন্দু অধিকারীর অবস্থান সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করে জানান, এ বিষয়টি মুখ্যমন্ত্রী বলতে পারবেন ৷ শিশির অধিকারীকে কটাক্ষ করে 'বুড়ো বয়সে ভীমরতি'-র বলার কারণ হিসেবে তিনি বলেন, "এই বয়সে গাড়ি নিয়ে বিজেপির পার্টি অফিসে যাচ্ছেন ৷ পৌরভোটের আগে এলাকায় ঘুরছেন ৷"

Last Updated : Dec 4, 2021, 7:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.