হলদিয়া, 8 মে: বিশাখাপটনমের রাসায়নিক কারখানায় গ্যাস লিকেজের ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 11 জনের । অসুস্থ হাজারেরও বেশি স্থানীয় বাসিন্দা ও গবাদি পশু । কোরোনা আতঙ্কের মধ্যে এই ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশকে । সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার প্রতিটি শিল্প সংস্থাকে সতর্ক হওয়ার বার্তা দিল রাজ্য প্রশাসন ।
চলতি বছরের 15 ফেব্রুয়ারি ঠিক এমনই এক দুর্ঘটনা ঘটেছিল হলদিয়ার এক বেসরকারি কারখানায় । অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েছিলেন বহু মানুষ । যদিও কারও মৃত্যু হয়নি । হলদিয়া পেট্রোকেমিকেলস লিমিটেড সংস্থাতেও আগুন ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের । কিন্তু বিশাখাপটনমের গ্যাস লিকেজের দুর্ঘটনা সেসব ঘটনাকে ছাপিয়ে গেছে । এই দুর্ঘটনাকে মাথায় রেখেই নবান্ন থেকে হলদিয়ার শিল্প সংস্থাগুলিকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে ।
বিশাখাপটনমের দুর্ঘটনার জের, হলদিয়ার শিল্প সংস্থাগুলিকে সতর্ক রাজ্য প্রশাসনের - Haldia petrochemicals Limited
চলতি বছরের 15 ফেব্রুয়ারি ঠিক এমনই এক দুর্ঘটনা ঘটেছিল হলদিয়ার এক বেসরকারি কারখানায় । অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েছিলেন বহু মানুষ । যদিও কারও মৃত্যু হয়নি ।
হলদিয়া, 8 মে: বিশাখাপটনমের রাসায়নিক কারখানায় গ্যাস লিকেজের ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 11 জনের । অসুস্থ হাজারেরও বেশি স্থানীয় বাসিন্দা ও গবাদি পশু । কোরোনা আতঙ্কের মধ্যে এই ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশকে । সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার প্রতিটি শিল্প সংস্থাকে সতর্ক হওয়ার বার্তা দিল রাজ্য প্রশাসন ।
চলতি বছরের 15 ফেব্রুয়ারি ঠিক এমনই এক দুর্ঘটনা ঘটেছিল হলদিয়ার এক বেসরকারি কারখানায় । অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েছিলেন বহু মানুষ । যদিও কারও মৃত্যু হয়নি । হলদিয়া পেট্রোকেমিকেলস লিমিটেড সংস্থাতেও আগুন ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের । কিন্তু বিশাখাপটনমের গ্যাস লিকেজের দুর্ঘটনা সেসব ঘটনাকে ছাপিয়ে গেছে । এই দুর্ঘটনাকে মাথায় রেখেই নবান্ন থেকে হলদিয়ার শিল্প সংস্থাগুলিকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে ।