ETV Bharat / state

বেহাল রাস্তা সারানোর দাবিতে মহিষাদলে ধানের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের

বেহাল রাস্তা সারানোর জন্য বহুবার আর্জি জানিয়েও ফল মেলেনি ৷ বর্ষায় কাদায় তা একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ৷ তাই ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ৷

মহিষাদলের বলরামচক গ্রামে কাঁচা রাস্তা সারাইয়ের দাবিতে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷
মহিষাদলের বলরামচক গ্রামে কাঁচা রাস্তা সারাইয়ের দাবিতে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷
author img

By

Published : Jul 25, 2021, 8:27 PM IST

মহিষাদল, 25 জুলাই : রাস্তা এমনিতেই খারাপ ৷ বর্ষায় তা কার্যত বেহাল হয়ে পড়েছে ৷ এই বেহাল রাস্তা সারানোর জন্য বহুবার আর্জি জানিয়েও ফল মেলেনি ৷ বৃষ্টিতে রাস্তায় জল জমে কাদামাটি তৈরি হয়েছে ৷ সেই কাদামাটিতেই ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে ৷

রবিবার সকালে মহিষাদলের নাটশাল 1 নম্বর পঞ্চায়েতের বলরামচক গ্রামের 123 নম্বর বুথে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, ভোটের সময় নেতারা এসে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে যান ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয় না । পাশাপাশি অনেক জায়গায় পাকা রাস্তা হয়ে গেলেও এই বুথের প্রায় 1 কিমি রাস্তা এখনও পর্যন্ত মাটিরই রয়ে গিয়েছে । এই বেহাল রাস্তার জন্য কেউ সাইকেল বা মোটরবাইক এমনকি রোগী নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সও ঢুকতে চায় না । ফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীকে । তাঁদের অভিযোগ, স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে কাদামাটিতে ধানগাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷

মহিষাদলের বলরামচক গ্রামে কাঁচা রাস্তা সারাইয়ের দাবিতে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷

এনিয়ে মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী বলেন, "স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ বা দাবির যৌক্তিকতা রয়েছে । একশো ভাগ কাজ হয়ে গিয়েছে বলব না । তবে ওই এলাকার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে ।"

আরও পড়ুন : কোচবিহারে বেহাল রাস্তা সংস্কারে বরাদ্দ সাড়ে 5 কোটি

মহিষাদল, 25 জুলাই : রাস্তা এমনিতেই খারাপ ৷ বর্ষায় তা কার্যত বেহাল হয়ে পড়েছে ৷ এই বেহাল রাস্তা সারানোর জন্য বহুবার আর্জি জানিয়েও ফল মেলেনি ৷ বৃষ্টিতে রাস্তায় জল জমে কাদামাটি তৈরি হয়েছে ৷ সেই কাদামাটিতেই ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে ৷

রবিবার সকালে মহিষাদলের নাটশাল 1 নম্বর পঞ্চায়েতের বলরামচক গ্রামের 123 নম্বর বুথে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, ভোটের সময় নেতারা এসে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে যান ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয় না । পাশাপাশি অনেক জায়গায় পাকা রাস্তা হয়ে গেলেও এই বুথের প্রায় 1 কিমি রাস্তা এখনও পর্যন্ত মাটিরই রয়ে গিয়েছে । এই বেহাল রাস্তার জন্য কেউ সাইকেল বা মোটরবাইক এমনকি রোগী নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সও ঢুকতে চায় না । ফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীকে । তাঁদের অভিযোগ, স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে কাদামাটিতে ধানগাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷

মহিষাদলের বলরামচক গ্রামে কাঁচা রাস্তা সারাইয়ের দাবিতে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷

এনিয়ে মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী বলেন, "স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ বা দাবির যৌক্তিকতা রয়েছে । একশো ভাগ কাজ হয়ে গিয়েছে বলব না । তবে ওই এলাকার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে ।"

আরও পড়ুন : কোচবিহারে বেহাল রাস্তা সংস্কারে বরাদ্দ সাড়ে 5 কোটি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.