হলদিয়া, 21 নভেম্বর : নিজেদের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েছিল পডু়ায়ারা । থামাতে গিয়েছিল এলাকাবাসীরা । পরে তাদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়ে পড়ুয়ারা । নিমেষের মধ্যে তা রণক্ষেত্রের চেহারা নেয় । সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হন তিন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় কাঁদানে গ্যাস । হলদিয়ার গান্ধিনগর এলাকার ঘটনা ।
গতরাতে হলদিয়ার গান্ধিনগর এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পডু়ায়ারা গেটের সামনে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে । শুরু হয় হাতাহাতি । সেইসময় পড়়ুয়াদের থামাতে আসে এলাকার কয়েকজন । তখনই এলাকাবাসীর সঙ্গে বচসা শুরু হয়ে যায় পড়ুয়াদের । অভিযোগ, এরই মধ্যে কয়েকজন পডু়য়া কলেজের হস্টেলে গিয়ে জানায়, এলাকাবাসী তাদের এক সহপাঠীকে তুলে নিয়ে গেছে । এরপরই হস্টেল থেকে কয়েকশো ছাত্র বেরিয়ে আসে । স্থানীয়দের দোকানগুলিতে ভাঙচুর শুরু করে তারা ।
পড়ুয়াদের ভাঙচুরের প্রতিবাদ জানাতে বেরিয়ে আসে স্থানীয়রা । তখনই রণক্ষেত্রের রূপ নেয় গান্ধিনগর । দু'পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি । অভিযোগ, সেইসময় কয়েকজন পডু়য়া এলাকাবাসীদের লক্ষ্য করে কাচের বোতল ছুড়তে শুরু করে । যার জেরে জখম হন একাধিক সাধারণ মানুষ ।
খবর পেয়ে ঘটনাস্থানে আসে হলদিয়া থানার পুলিশ । অভিযোগ, পুলিশের উপরও চড়াও হয় ওই পডু়য়ারা । পুলিশকে লক্ষ্য করে ছোড়ে ইট-পাটকেল । তাতে জখম হন তিন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলদিয়া মহকুমার থানাগুলি থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থানে এসে পৌঁছায় । কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস প্রয়োগ করে উভয় পক্ষকে প্রথমে ছত্রভঙ্গ করা হয় । প্রায় কয়েক ঘণ্টা ধরে দু'পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলে ।
ঘটনায় জখমরা হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । ইতিমধ্যে দু'জন পডু়য়াকে আটক করেছে হলদিয়া থানার পুলিশ । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।