ETV Bharat / state

হলদিয়ায় গ্রামবাসী-পড়ুয়াদের সংঘর্ষ, আক্রান্ত পুলিশ - police fired tear gas in Haldia

গ্রামবাসী ও কলেজের পডু়য়াদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল হলদিয়ার গান্ধিনগর এলাকা । সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত তিন পুলিশকর্মী । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ ।

কলেজ পড়ুয়া
author img

By

Published : Nov 21, 2019, 12:13 PM IST

Updated : Nov 21, 2019, 1:02 PM IST

হলদিয়া, 21 নভেম্বর : নিজেদের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েছিল পডু়ায়ারা । থামাতে গিয়েছিল এলাকাবাসীরা । পরে তাদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়ে পড়ুয়ারা । নিমেষের মধ্যে তা রণক্ষেত্রের চেহারা নেয় । সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হন তিন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় কাঁদানে গ্যাস । হলদিয়ার গান্ধিনগর এলাকার ঘটনা ।

গতরাতে হলদিয়ার গান্ধিনগর এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পডু়ায়ারা গেটের সামনে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে । শুরু হয় হাতাহাতি । সেইসময় পড়়ুয়াদের থামাতে আসে এলাকার কয়েকজন । তখনই এলাকাবাসীর সঙ্গে বচসা শুরু হয়ে যায় পড়ুয়াদের । অভিযোগ, এরই মধ্যে কয়েকজন পডু়য়া কলেজের হস্টেলে গিয়ে জানায়, এলাকাবাসী তাদের এক সহপাঠীকে তুলে নিয়ে গেছে । এরপরই হস্টেল থেকে কয়েকশো ছাত্র বেরিয়ে আসে । স্থানীয়দের দোকানগুলিতে ভাঙচুর শুরু করে তারা ।

পড়ুয়াদের ভাঙচুরের প্রতিবাদ জানাতে বেরিয়ে আসে স্থানীয়রা । তখনই রণক্ষেত্রের রূপ নেয় গান্ধিনগর । দু'পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি । অভিযোগ, সেইসময় কয়েকজন পডু়য়া এলাকাবাসীদের লক্ষ্য করে কাচের বোতল ছুড়তে শুরু করে । যার জেরে জখম হন একাধিক সাধারণ মানুষ ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে হলদিয়া থানার পুলিশ । অভিযোগ, পুলিশের উপরও চড়াও হয় ওই পডু়য়ারা । পুলিশকে লক্ষ্য করে ছোড়ে ইট-পাটকেল । তাতে জখম হন তিন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলদিয়া মহকুমার থানাগুলি থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থানে এসে পৌঁছায় । কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস প্রয়োগ করে উভয় পক্ষকে প্রথমে ছত্রভঙ্গ করা হয় । প্রায় কয়েক ঘণ্টা ধরে দু'পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলে ।

ঘটনায় জখমরা হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । ইতিমধ্যে দু'জন পডু়য়াকে আটক করেছে হলদিয়া থানার পুলিশ । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

হলদিয়া, 21 নভেম্বর : নিজেদের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েছিল পডু়ায়ারা । থামাতে গিয়েছিল এলাকাবাসীরা । পরে তাদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়ে পড়ুয়ারা । নিমেষের মধ্যে তা রণক্ষেত্রের চেহারা নেয় । সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হন তিন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় কাঁদানে গ্যাস । হলদিয়ার গান্ধিনগর এলাকার ঘটনা ।

গতরাতে হলদিয়ার গান্ধিনগর এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পডু়ায়ারা গেটের সামনে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে । শুরু হয় হাতাহাতি । সেইসময় পড়়ুয়াদের থামাতে আসে এলাকার কয়েকজন । তখনই এলাকাবাসীর সঙ্গে বচসা শুরু হয়ে যায় পড়ুয়াদের । অভিযোগ, এরই মধ্যে কয়েকজন পডু়য়া কলেজের হস্টেলে গিয়ে জানায়, এলাকাবাসী তাদের এক সহপাঠীকে তুলে নিয়ে গেছে । এরপরই হস্টেল থেকে কয়েকশো ছাত্র বেরিয়ে আসে । স্থানীয়দের দোকানগুলিতে ভাঙচুর শুরু করে তারা ।

পড়ুয়াদের ভাঙচুরের প্রতিবাদ জানাতে বেরিয়ে আসে স্থানীয়রা । তখনই রণক্ষেত্রের রূপ নেয় গান্ধিনগর । দু'পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি । অভিযোগ, সেইসময় কয়েকজন পডু়য়া এলাকাবাসীদের লক্ষ্য করে কাচের বোতল ছুড়তে শুরু করে । যার জেরে জখম হন একাধিক সাধারণ মানুষ ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে হলদিয়া থানার পুলিশ । অভিযোগ, পুলিশের উপরও চড়াও হয় ওই পডু়য়ারা । পুলিশকে লক্ষ্য করে ছোড়ে ইট-পাটকেল । তাতে জখম হন তিন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলদিয়া মহকুমার থানাগুলি থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থানে এসে পৌঁছায় । কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস প্রয়োগ করে উভয় পক্ষকে প্রথমে ছত্রভঙ্গ করা হয় । প্রায় কয়েক ঘণ্টা ধরে দু'পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলে ।

ঘটনায় জখমরা হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । ইতিমধ্যে দু'জন পডু়য়াকে আটক করেছে হলদিয়া থানার পুলিশ । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

Intro:হলদিয়া,২১ নভেম্বর: হলদিয়ার কলেজ পড়ুয়াদের সাথে গ্রামবাসীর বচসা রনক্ষত্রের চেহারা নিল। গত রাতে ঘটনাটি ঘটেছে হলদিয়ার গান্ধীনগর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে হলদিয়া থানার পুলিশ। দু'পক্ষের বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন তিন পুলিশকর্মী। পরে হলদিয়া মহকুমার অন্যান্য থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই পড়ুয়াদের তাণ্ডবে আতঙ্কে এলাকাবাসী।Body:স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতরাতে হলদিয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের (HIT) কয়েকজন কলেজপড়ুয়া কলেজ গেটের সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় নিজেদের মধ্যে হাতাহাতি। যা দেখে এলাকার কয়েকজন বাইক আরোহী ঘটনার প্রতিবাদ করে। সেখান থেকেই গ্রামবাসী ও কলেজ পড়ুয়াদের মধ্যে শুরু হয় বচসা। সে সময়ই ঘটনাস্থান থেকে কয়েকজন ছাত্র কলেজের হোস্টেলে গিয়ে জানিয়ে দেয় গ্রামবাসীরা তাদের এক ছাত্রকে তুলে নিয়ে চলে গিয়েছে। ঘটনা জানাজানি হতেই হোস্টেল থেকে কয়েকশো ছাত্র বেরিয়ে এসে এলাকায় স্থানীয় বাসিন্দাদের থাকা দোকান গুলি ভাংচুর চালাতে শুরু করে। ঘটনার প্রতিবাদ করতে বেরিয়ে আসেন গান্ধীনগর এলাকার সাধারণ মানুষ। তখনই দু'পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। অভিযোগ কলেজ পড়ুয়ারা গ্রামবাসীদের উপর কাচের বোতল ছুড়তে শুরু করে। যারা ঘাতে আহত হয় বেশ কয়েক জন গ্রামবাসী। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে হলদিয়া থানার পুলিশ। অভিযোগ পুলিশকেও তাঁরা ইটপাটকেল ছুড়তে থাকে। যারা আঘাতে আহত হন তিন পুলিশ কর্মী ও কয়েকজন গ্রামবাসী। গভীর রাত পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে দু'পক্ষের মধ্যে এই গন্ডগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলদিয়া মহকুমা এলাকার থানা গুলি থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থানে এসে পৌঁছায়। বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস চালিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করা হয়। পরে আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনায় ইতিমধ্যেই দুই কলেজ পড়ুয়া কে আটক করেছে হলদিয়া থানার পুলিশ। ঘটনার পর থেকে এখনো থমথমে গোটা এলাকা।
Conclusion:এ বিষয়ে হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় বিশ্বাস জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই দুই কলেজ পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আহত তিন পুলিশকর্মী সহ গ্রামবাসীদের চিকিৎসার জন্য হলদিয়া মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এলাকায় বসেছে পুলিশ পিকেট।
Last Updated : Nov 21, 2019, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.