তমলুক, 16 এপ্রিল : কোরোনা সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের দু'টি বিভাগ । মঙ্গলবার গভীর রাতে হাসপাতালের আইসোলেশন বিভাগে কোরোনা উপসর্গ নিয়ে ভরতি থাকা এক মহিলার মৃত্যুর পরই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ । বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের ফিমেল মেডিসিন ও CCU বিভাগ । সেইসঙ্গে বেশ কয়েকজন চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কোয়ারানটাইনে পাঠানো হয় ।
হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ওই মহিলা কোরোনার উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি ছিলেন । তিনি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাসিন্দা । মঙ্গলবার রাত 8টা 30 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় । পরে গভীর রাতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাড়ি সংলগ্ন এলাকায় তাঁর মৃতদেহ কবরস্থ করা হয় । যদিও তখনও পর্যন্ত তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছায়নি । আতঙ্ক ছড়ায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে । তারপরই গতরাতে হাসপাতালের সুপার গোপাল দাস একটি বিজ্ঞপ্তি জারি করে ফিমেল মেডিসিন ও CCU বিভাগ বন্ধ করার নির্দেশ দেন ।
সূত্রের খবর, ওই মহিলার চিকিৎসার কাজে নিযুক্ত থাকা দুই ডাক্তারকে হোম কোয়ারানটাইনে পাঠানো হয়েছে । 22 জন নার্স ও চার স্বাস্থ্যকর্মীকে হাসপাতালের কোয়ারানটাইনে পাঠানো হয়েছে । এছাড়াও বন্ধ হয়ে যাওয়া দুই ওয়ার্ডে ভরতি থাকা সমস্ত রোগীকেই স্থানান্তরিত করা হয় অন্যত্র । হাসপাতাল সুপার জানিয়েছেন, ওই মহিলার সোয়াব টেস্টের যে রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেছে তাতে কোরোনা নেগেটিভের উল্লেখ রয়েছে । তবুও সুরক্ষার স্বার্থেই হাসপাতালের দু'টি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে । বর্তমানে ওই দুই বিভাগের রোগীদের চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে । বিভাগ দু'টিতে স্যানিটাইজ়েশনের কাজ চলছে । সেই কাজ সম্পন্ন হলেই রোগীদের ফের স্থানান্তরিত করা হবে । পরিস্থিতি খতিয়ে দেখে ফের নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে ।