ETV Bharat / state

এগরায় বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ , কোরোনা সন্দেহে ভরতি আরও 2

গতকাল যে বৃদ্ধের কোরোনা সংক্রমণ ধরা পড়েছিল , তাঁরই স্ত্রী এবং বাড়ির পরিচারিকা জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে আজ এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি ।

corona
ছবিটির প্রতীকী
author img

By

Published : Apr 1, 2020, 7:13 PM IST

এগরা , ১ এপ্রিল : ফের কোরোনা সন্দেহে দু'জনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হল । বুধবার সকালে তাঁদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । তাঁরা দু'জনেই এগরা শহরের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, গতকাল যে বৃদ্ধ কোরোনায় আক্রান্ত হয়েছেন , ওই দু'জনেই তাঁর সংস্পর্শে ছিলেন ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে , গত ১২ মার্চ এগরায় হোমিওপ্যাথি চিকিৎসকের ছেলের বিয়েতে যোগ দিয়ে কোরোনায় আক্রান্ত হন এক বৃদ্ধ ৷ তিনি কলকাতার নয়াবাদের বাসিন্দা । সম্পর্কে তিনি ওই চিকিৎসকের ভায়রাভাই ৷ বর্তমানে ওই বৃদ্ধ কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি ।

তারপরেই গত ২৮ মার্চ ওই বিয়ে বাড়িতে যোগ দিয়ে আক্রান্ত হন আরও দু'জন । তাঁরা সম্পর্কে চিকিৎসকের পিসি এবং স্ত্রী । তাঁদের 29 তারিখ কলকাতার বেলেঘাটা ID হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গতকাল ফের কোরোনার সংক্রমণ ধরা পড়ে চিকিৎসকের ভগ্নিপতির শরীরে । তাঁকে আজই এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বেলেঘাটা ID হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আজ সকালে তাঁরই স্ত্রী ও বাড়ির পরিচারিকা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি হন । তাঁদের বর্তমানে হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী মোট 18 জনকে আইসোলেশন বিভাগে ভরতি করা হয়েছিল । তাঁদের মধ্যে মোট তিন জনের কোরোনার সংক্রমণ ধরা পড়ে । বর্তমানে মোট 15 জন কোরোনার উপসর্গ নিয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি রয়েছেন ৷ আজ ভরতি হওয়া দু'জনের শরীরের লালারস বা সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে ।

এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন , গতকাল যে বৃদ্ধের কোরোনা সংক্রমণ ধরা পড়েছিল , তাঁরই স্ত্রী এবং বাড়ির পরিচারিকাকে আজ হাসপাতালের আইসোলেশনে ভরতি করা হয়েছে । তাঁদের শরীরে জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ লক্ষ্য করা গেছে । তাঁদের সোয়াব সংগ্রহ করে কলকাতার ল্যাবে পাঠানো হচ্ছে ।

এগরা , ১ এপ্রিল : ফের কোরোনা সন্দেহে দু'জনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হল । বুধবার সকালে তাঁদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । তাঁরা দু'জনেই এগরা শহরের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, গতকাল যে বৃদ্ধ কোরোনায় আক্রান্ত হয়েছেন , ওই দু'জনেই তাঁর সংস্পর্শে ছিলেন ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে , গত ১২ মার্চ এগরায় হোমিওপ্যাথি চিকিৎসকের ছেলের বিয়েতে যোগ দিয়ে কোরোনায় আক্রান্ত হন এক বৃদ্ধ ৷ তিনি কলকাতার নয়াবাদের বাসিন্দা । সম্পর্কে তিনি ওই চিকিৎসকের ভায়রাভাই ৷ বর্তমানে ওই বৃদ্ধ কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি ।

তারপরেই গত ২৮ মার্চ ওই বিয়ে বাড়িতে যোগ দিয়ে আক্রান্ত হন আরও দু'জন । তাঁরা সম্পর্কে চিকিৎসকের পিসি এবং স্ত্রী । তাঁদের 29 তারিখ কলকাতার বেলেঘাটা ID হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গতকাল ফের কোরোনার সংক্রমণ ধরা পড়ে চিকিৎসকের ভগ্নিপতির শরীরে । তাঁকে আজই এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বেলেঘাটা ID হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আজ সকালে তাঁরই স্ত্রী ও বাড়ির পরিচারিকা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি হন । তাঁদের বর্তমানে হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী মোট 18 জনকে আইসোলেশন বিভাগে ভরতি করা হয়েছিল । তাঁদের মধ্যে মোট তিন জনের কোরোনার সংক্রমণ ধরা পড়ে । বর্তমানে মোট 15 জন কোরোনার উপসর্গ নিয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি রয়েছেন ৷ আজ ভরতি হওয়া দু'জনের শরীরের লালারস বা সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে ।

এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন , গতকাল যে বৃদ্ধের কোরোনা সংক্রমণ ধরা পড়েছিল , তাঁরই স্ত্রী এবং বাড়ির পরিচারিকাকে আজ হাসপাতালের আইসোলেশনে ভরতি করা হয়েছে । তাঁদের শরীরে জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ লক্ষ্য করা গেছে । তাঁদের সোয়াব সংগ্রহ করে কলকাতার ল্যাবে পাঠানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.