ETV Bharat / state

Jharkhand Road Accident : ঝাড়খণ্ডে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মেদিনীপুরের দুই ভাইয়ের মৃত্যু - Road Accident

ঝাড়খণ্ডে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের (Two men from Midnapore died in Jharkhand) ৷ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটা নাগাদ ।

Deaths in Road Accident
Deaths in Road Accident
author img

By

Published : Mar 31, 2022, 6:15 PM IST

Updated : Mar 31, 2022, 10:56 PM IST

মেদিনীপুর, 31 মার্চ : ঝাড়খণ্ডে বেড়াতে গিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের (Two men from Midnapore died in Jharkhand) ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ড রাজ্যের দেবঘর জেলার সারবাঁ থানার সারবা এলাকায় । গত কাল রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার একই পরিবারের দুই যুবকের।

মৃতদের নাম দীপঙ্কর মাজি (24) ও তাঁর জ্যাঠতুতো দাদা দেবাশিস মাজি (26) । দেবাশিস পেশায় সংবাদকর্মী । দেবাশিস ও দীপঙ্কর বাইকে চড়ে ঝাড়খণ্ডে বেড়াতে গিয়েছিলেন । গতকাল তাঁরা বাইকে বাড়ি ফেরার পথে একটি লরি তাঁদের ধাক্কা মারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেওঘর জেলার সারাবাঁ থানার অন্তর্গত জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে ফেরার পথে লরির ধাক্কায় ছিটকে পড়েন দু‘জন । দীপঙ্করদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে । দুর্ঘটনার পরে স্থানীয় সারবাঁ থানার পুলিশ উদ্ধার করে দু‘জনকে দেওঘর বাবাধাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারা মৃত বলে ঘোষণা করেন । দুর্ঘটনা ঘটেছে বুধবার রাত দশটা নাগাদ ।

আরও পড়ুন : Midnapore Medical College Hospital : মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে দেহ ফেরত দিতে টাকা চাওয়ার অভিযোগে উত্তেজনা

গতকাল রাতেই খবর পেয়ে পরিবারের লোকেরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন । এদিন ঝাড়খণ্ড পুলিশ ঘাতক লরি ও তার ড্রাইভারকে গ্রেফতার করে ৷ চালকের নাম রঞ্জিত রায় ৷ গ্রেফতার করে পুলিশ লরিচালককে নিয়ে গিয়েছে সাঁরাবা থানায় । ঝাড়খণ্ডের গিরিডি জেলার দাসডিহি গ্রামের বাসিন্দা লরিচালক ৷

মেদিনীপুর, 31 মার্চ : ঝাড়খণ্ডে বেড়াতে গিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের (Two men from Midnapore died in Jharkhand) ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ড রাজ্যের দেবঘর জেলার সারবাঁ থানার সারবা এলাকায় । গত কাল রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার একই পরিবারের দুই যুবকের।

মৃতদের নাম দীপঙ্কর মাজি (24) ও তাঁর জ্যাঠতুতো দাদা দেবাশিস মাজি (26) । দেবাশিস পেশায় সংবাদকর্মী । দেবাশিস ও দীপঙ্কর বাইকে চড়ে ঝাড়খণ্ডে বেড়াতে গিয়েছিলেন । গতকাল তাঁরা বাইকে বাড়ি ফেরার পথে একটি লরি তাঁদের ধাক্কা মারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেওঘর জেলার সারাবাঁ থানার অন্তর্গত জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে ফেরার পথে লরির ধাক্কায় ছিটকে পড়েন দু‘জন । দীপঙ্করদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে । দুর্ঘটনার পরে স্থানীয় সারবাঁ থানার পুলিশ উদ্ধার করে দু‘জনকে দেওঘর বাবাধাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারা মৃত বলে ঘোষণা করেন । দুর্ঘটনা ঘটেছে বুধবার রাত দশটা নাগাদ ।

আরও পড়ুন : Midnapore Medical College Hospital : মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে দেহ ফেরত দিতে টাকা চাওয়ার অভিযোগে উত্তেজনা

গতকাল রাতেই খবর পেয়ে পরিবারের লোকেরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন । এদিন ঝাড়খণ্ড পুলিশ ঘাতক লরি ও তার ড্রাইভারকে গ্রেফতার করে ৷ চালকের নাম রঞ্জিত রায় ৷ গ্রেফতার করে পুলিশ লরিচালককে নিয়ে গিয়েছে সাঁরাবা থানায় । ঝাড়খণ্ডের গিরিডি জেলার দাসডিহি গ্রামের বাসিন্দা লরিচালক ৷

Last Updated : Mar 31, 2022, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.