তমলুক,18 মার্চ: দুরন্ত এক্সপ্রেসে দিঘা যাচ্ছিলেন ফ্রান্স থেকে আসা এক দম্পতি। মেচেদা স্টেশনে ট্রেন পৌঁছানোর পরই টিকিট পরীক্ষক তাদের কোরোনা ভাইরাস মুক্ত হওয়ার মেডিকেল সার্টিফিকেট দেখতে চান। সেই সময় তাঁরা কোনও শংসাপত্র দেখাতে পারেননি। এর পরই তমলুক স্টেশনে ওই দুই যাত্রীকে মেডিকেল চেকআপের জন্য রেল পুলিশের হাতে তুলে দেন টিকিট পরীক্ষক । বর্তমানে তাঁরা তমলুক জেলা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।
আজ বেলা সাড়ে বারোটা নাগাদ দিঘা-হাওড়া দুরন্ত এক্সপ্রেস তমলুক স্টেশনে এসে দাঁড়ায় । সঙ্গে সঙ্গেই তমলুক GRP ও RPF আধিকারিকরা মুখে মাস্ক পরে ট্রেনের একটি কামরাকে পুরোপুরি ঘিরে ফেলেন। যা দেখে একেবারে হুলস্থুল পড়ে যায় স্টেশন চত্বরে। এর পরই ট্রেন থেকে নেমে আসেন এক ফরাসি দম্পতি। টিকিট পরীক্ষকের কাছ থেকে আগাম তথ্য পেয়ে তমলুক জেলা হাসপাতাল থেকে স্টেশন চত্বরে এসে পৌঁছায় একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স। তাঁদের নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতালের আইসোলেশন বিভাগে। সেখানেই পর্যবেক্ষণে রয়েছেন ওই ফরাসি দম্পতি।
এই বিষয়ে তমলুক জেলা হাসপাতালের সুপার গোপাল দাস বলেন, রেলের তরফে খবর পেয়ে ওই দুই পর্যটককে স্টেশন থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাঁদের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।