ETV Bharat / state

কসবা টিকাকাণ্ডে শুভেন্দুর সিবিআইয়ের দাবি গোরুর গাড়ির হেডলাইট, মন্তব্য কুণালের - মৎস্যমন্ত্রী

হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার আয়োজিত হয় একটি রক্তদান শিবির ৷ এই অনুষ্ঠানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

কুনাল ঘোষ
কুনাল ঘোষ
author img

By

Published : Jun 28, 2021, 7:51 AM IST

হলদিয়া, 28 জুন : কসবা টিকাকরণকাণ্ডে শুভেন্দু অধিকারীর সিবিআই তদন্তের দাবিকে গোরুর গাড়ির হেডলাইটের সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেতা তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

রবিবার হলদিয়ার দুর্গাচকে হলদিয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আয়োজিত রক্তদান শিবিরে এসে এভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন তিনি । কুণাল ঘোষ ছাড়াও এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, হলদিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামাণিক প্রমুখ ব্যক্তি ।

হলদিয়ায় রক্তদান শিবিরে এসে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ

আরও পড়ুন : দেবাঞ্জন-কাণ্ডে পরস্পরকে দোষারোপ তৃণমূলের দুই নেতার, তাল ঠুকছে বিজেপি

এই রক্তদান শিবিরে প্রায় 90 জন ব্যক্তি রক্তদান করেন । অনুষ্ঠানের শেষে শুভেন্দুকে নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, "নারদ মামলায় সিবিআইয়ের এফআইআর-এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম রয়েছে ৷ নিজে সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপি নেতাদের পায়ের জুতো পালিশ করছেন শুভেন্দু । ওঁর মুখে টিকাকাণ্ডে সিবিআই তদন্তের কথা মানায় না ৷ শুভেন্দু অধিকারীর দাবি গোরুর গাড়ির হেডলাইট ৷" রবিবার হলদিয়ায় রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে এভাবেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ ।

হলদিয়া, 28 জুন : কসবা টিকাকরণকাণ্ডে শুভেন্দু অধিকারীর সিবিআই তদন্তের দাবিকে গোরুর গাড়ির হেডলাইটের সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেতা তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

রবিবার হলদিয়ার দুর্গাচকে হলদিয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আয়োজিত রক্তদান শিবিরে এসে এভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন তিনি । কুণাল ঘোষ ছাড়াও এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, হলদিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামাণিক প্রমুখ ব্যক্তি ।

হলদিয়ায় রক্তদান শিবিরে এসে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ

আরও পড়ুন : দেবাঞ্জন-কাণ্ডে পরস্পরকে দোষারোপ তৃণমূলের দুই নেতার, তাল ঠুকছে বিজেপি

এই রক্তদান শিবিরে প্রায় 90 জন ব্যক্তি রক্তদান করেন । অনুষ্ঠানের শেষে শুভেন্দুকে নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, "নারদ মামলায় সিবিআইয়ের এফআইআর-এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম রয়েছে ৷ নিজে সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপি নেতাদের পায়ের জুতো পালিশ করছেন শুভেন্দু । ওঁর মুখে টিকাকাণ্ডে সিবিআই তদন্তের কথা মানায় না ৷ শুভেন্দু অধিকারীর দাবি গোরুর গাড়ির হেডলাইট ৷" রবিবার হলদিয়ায় রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে এভাবেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.