ETV Bharat / state

বাম নেতার স্মরণসভায় তৃণমূল সাংসদ

সিপিআইএম নেতার স্মরণসভায় গেলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ শুধুমাত্র কি সৌজন্যতার খাতিরে ? প্রশ্ন উঠছে একাধিক মহলে ৷ এদিনের স্মরণসভা থেকে নাম না করলেও বিজেপি বিরোধী জোটে তৃণমূলকে সমর্থন করার কথা জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ৷

বাম নেতার স্মরণসভায় তৃণমূল সাংসদ
বাম নেতার স্মরণসভায় তৃণমূল সাংসদ
author img

By

Published : Jul 26, 2021, 7:25 AM IST

Updated : Jul 26, 2021, 10:14 AM IST

তমলুক, 26 জুলাই : দলের সঙ্গে দূরত্ব বাড়লেও খাতায় কলমে তিনি এখনও তৃণমূল সাংসদ ৷ বিধানসভা নির্বাচনের সময়ও একাধিকবার তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয় ৷ রবিবার তমলুকের সেই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে দেখা গেল প্রয়াত প্রাক্তন সিপিআইএম নেতার স্মরণসভায় ৷

গত 15 এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় অবিভক্ত মেদিনীপুরের সিপিআইএমের জেলা কমিটির সদস্য তথা পূর্ব মেদিনীপুরের সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক নির্মল জানার ৷ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সিপিআইএম পার্টি অফিসে প্রয়াত নির্মল জানার স্মরণসভার অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তমলুকের তৃণমূলের সাংসদ ও বিধানসভার বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারী ৷

তৃণমূল সাংসদের পাশাপাশি এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব, মিনতি ঘোষ ও জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ অন্য নেতৃত্বরা ।

বাম নেতার স্মরণসভায় তৃণমূল সাংসদ

এদিন স্মরণসভার অনুষ্ঠানে উপস্থিতি সম্পর্কে দিব্যেন্দু অধিকারী বলেন, "সিপিআইএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি আমাকে ডেকেছিলেন ৷ তাই তাঁর ডাকে সাড়া দিয়ে প্রয়াত নেতা নির্মল জানাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছি ৷ সাংসদ হিসেবে এটা সম্পূর্ণ সৌজন্যতামূলক উপস্থিতি । নির্মলবাবু আমার লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামের বাসিন্দা । আমার পূর্ব পরিচিত ৷ তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও ভাল ছিল ৷ তাই আজ তাঁর স্মরণসভায় এসেছি ৷" যদিও এরপর ব্যক্তিগত কাজে কলকাতা যাওয়ার তাড়া আছে বলে বেরিয়ে যান তৃণমূল সাংসদ ৷

আরও পড়ুন : mamata delhi tour : আজ মমতার দিল্লি যাত্রা, নজরে 28’র জোট বৈঠক

অপরদিকে এদিন বিজেপি বিরোধী তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে জানতে চাওয়া হলে সুস্পষ্টভাবে তৃণমূলের নাম না করলেও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "কাশ্মীর থেকে কন্যাকুমারী - কচ্ছ থেকে কোহিমা সারা দেশে যত বিজেপি বিরোধী জোট রয়েছে সবাইকেই বামফ্রন্ট সমর্থন করবে ৷"

তমলুক, 26 জুলাই : দলের সঙ্গে দূরত্ব বাড়লেও খাতায় কলমে তিনি এখনও তৃণমূল সাংসদ ৷ বিধানসভা নির্বাচনের সময়ও একাধিকবার তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয় ৷ রবিবার তমলুকের সেই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে দেখা গেল প্রয়াত প্রাক্তন সিপিআইএম নেতার স্মরণসভায় ৷

গত 15 এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় অবিভক্ত মেদিনীপুরের সিপিআইএমের জেলা কমিটির সদস্য তথা পূর্ব মেদিনীপুরের সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক নির্মল জানার ৷ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সিপিআইএম পার্টি অফিসে প্রয়াত নির্মল জানার স্মরণসভার অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তমলুকের তৃণমূলের সাংসদ ও বিধানসভার বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারী ৷

তৃণমূল সাংসদের পাশাপাশি এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব, মিনতি ঘোষ ও জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ অন্য নেতৃত্বরা ।

বাম নেতার স্মরণসভায় তৃণমূল সাংসদ

এদিন স্মরণসভার অনুষ্ঠানে উপস্থিতি সম্পর্কে দিব্যেন্দু অধিকারী বলেন, "সিপিআইএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি আমাকে ডেকেছিলেন ৷ তাই তাঁর ডাকে সাড়া দিয়ে প্রয়াত নেতা নির্মল জানাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছি ৷ সাংসদ হিসেবে এটা সম্পূর্ণ সৌজন্যতামূলক উপস্থিতি । নির্মলবাবু আমার লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামের বাসিন্দা । আমার পূর্ব পরিচিত ৷ তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও ভাল ছিল ৷ তাই আজ তাঁর স্মরণসভায় এসেছি ৷" যদিও এরপর ব্যক্তিগত কাজে কলকাতা যাওয়ার তাড়া আছে বলে বেরিয়ে যান তৃণমূল সাংসদ ৷

আরও পড়ুন : mamata delhi tour : আজ মমতার দিল্লি যাত্রা, নজরে 28’র জোট বৈঠক

অপরদিকে এদিন বিজেপি বিরোধী তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে জানতে চাওয়া হলে সুস্পষ্টভাবে তৃণমূলের নাম না করলেও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "কাশ্মীর থেকে কন্যাকুমারী - কচ্ছ থেকে কোহিমা সারা দেশে যত বিজেপি বিরোধী জোট রয়েছে সবাইকেই বামফ্রন্ট সমর্থন করবে ৷"

Last Updated : Jul 26, 2021, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.