ETV Bharat / state

Moyna BJP Leader Murder: ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য - মিলন ভৌমিক

ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ৷ মৃত বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্ত্রী লক্ষ্মীর অভিযোগপত্রে নাম রয়েছে এই তৃণমূল নেতার ৷ তাঁকে আজ আদালতে পেশ করা হয়েছে ৷

Moyna BJP Leader Murder
তৃণমূল নেতা
author img

By

Published : May 4, 2023, 12:51 PM IST

Updated : May 4, 2023, 4:22 PM IST

বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

ময়না(পূর্ব মেদিনীপুর), 4 মে: বিজেপি নেতা খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ময়না থানার পুলিশ । বুধবার রাতে তাঁকে আটক করা হয় ৷ ধৃতের নাম মিলন ভৌমিক ৷ তিনি গোড়ামহলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে । বৃহস্পতিবার ওই তৃণমূল নেতাকে তমলুক জেলা আদালতে পেশ করা হয় ৷ আদালতের বিচারক তাঁকে 14 দিনের পুলিশি হেফাজত দিয়েছেন ৷

মিলন জানান, তাঁকে বিজেপির তরফে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ৷ তিনি যেহেতু বারবার ভোটে জিতেছেন ৷ বিজেপি তাঁকে হারাতে পারেনি ৷ তাই রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ ওই বিজেপি নেতা যখন খুন হন তিনি বাড়িতে ছিলেন না বলে দাবি করেন ৷ বলেন, "আমি সেসময় বাজারে গিয়েছিলাম ৷ খুনের ব্যাপারে কিছু জানি না ৷"

প্রসঙ্গত, ময়নার গোড়ামহল গ্রামের 234 নম্বর বুথের বিজেপির সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া (61) খুন হন ৷ সোমবার সন্ধ্যায় তৃণমূলের দুষ্কৃতীরা অপহরণ করে তাঁকে তুলে নিয়ে গিয়ে বাড়ির অদূরে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ । সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে উত্তাল হয়েছে ওঠে ময়না-সহ পূর্ব মেদিনীপুর জেলা ও গোটা রাজ্য । এরপরেই বুধবার সেই ঘটনায় আটক করা হল একজনকে ৷

পুলিশ সূত্রে খবর, বিজয়কৃষ্ণ ভুইয়াঁর খুনের ঘটনায় তাঁর স্ত্রী লক্ষ্মী ময়না থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তাতে 34 জনের নাম রয়েছে । সেই 34 জন তালিকার নাম রয়েছে এই মিলনের । বুধবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মিলনকে তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় । তবে ঘটনার সময় মিলন উপস্থিত ছিলেন না বলেই দাবি তৃণমূলের । রাজনৈতিকভাবে তাঁকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করে শাসকদল ।কলকাতা হাইকোর্টের নির্দেশে বিজয়কৃষ্ণ ভুইয়াঁর দ্বিতীয়বার ময়নাতদন্ত হচ্ছে কলকাতার কমান্ড হাসপাতালে । ইতিমধ্যে বিজেপি নেতার দেহ তমলুক জেলা হাসপাতাল থেকে দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য কলকাতার কমান্ডো হাসপাতালের দিকে রওনা হয়েছে । কলকাতা কমান্ড হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত হওয়ার পর দেহ নিয়ে সোজা ময়নায় চলে আসবেন বিজেপি নেতারা । ইতিমধ্যে ময়নায় বৃহস্পতিবার বিশাল মিছিলের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

ময়না ব্রিজ থেকে শুরু হবে সেই মিছিল ৷ তিন মাথার মোড় ঘুরে মিছিল চলে যাবে বিডিও অফিসের সামনে । এই মিছিলের মাধ্যমে ময়নায় বিজেপির শক্তি প্রদর্শন হবে বলে দাবি শুভেন্দুর । বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, বিজয়কৃষ্ণের দেহ সময় মতো চলে এলে তা নিয়েই মিছিল করা হবে । তারপর দলীয় নেতারা ওই বিজেপি নেতাকে শেষ শ্রদ্ধা জানাবেন। ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। এই ঘটনাকে হাতিয়ার করে আগামিদিনে বিজেপি আন্দোলন চালিয়ে যাবে বলেই দলীয় সূত্রে খবর।

আরও পড়ুন: ময়নায় বিজেপির 12 ঘণ্টার বনধে প্রভাব জনজীবনে, জোর করে দোকানপাট বন্ধের অভিযোগ

বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

ময়না(পূর্ব মেদিনীপুর), 4 মে: বিজেপি নেতা খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ময়না থানার পুলিশ । বুধবার রাতে তাঁকে আটক করা হয় ৷ ধৃতের নাম মিলন ভৌমিক ৷ তিনি গোড়ামহলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে । বৃহস্পতিবার ওই তৃণমূল নেতাকে তমলুক জেলা আদালতে পেশ করা হয় ৷ আদালতের বিচারক তাঁকে 14 দিনের পুলিশি হেফাজত দিয়েছেন ৷

মিলন জানান, তাঁকে বিজেপির তরফে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ৷ তিনি যেহেতু বারবার ভোটে জিতেছেন ৷ বিজেপি তাঁকে হারাতে পারেনি ৷ তাই রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ ওই বিজেপি নেতা যখন খুন হন তিনি বাড়িতে ছিলেন না বলে দাবি করেন ৷ বলেন, "আমি সেসময় বাজারে গিয়েছিলাম ৷ খুনের ব্যাপারে কিছু জানি না ৷"

প্রসঙ্গত, ময়নার গোড়ামহল গ্রামের 234 নম্বর বুথের বিজেপির সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া (61) খুন হন ৷ সোমবার সন্ধ্যায় তৃণমূলের দুষ্কৃতীরা অপহরণ করে তাঁকে তুলে নিয়ে গিয়ে বাড়ির অদূরে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ । সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে উত্তাল হয়েছে ওঠে ময়না-সহ পূর্ব মেদিনীপুর জেলা ও গোটা রাজ্য । এরপরেই বুধবার সেই ঘটনায় আটক করা হল একজনকে ৷

পুলিশ সূত্রে খবর, বিজয়কৃষ্ণ ভুইয়াঁর খুনের ঘটনায় তাঁর স্ত্রী লক্ষ্মী ময়না থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তাতে 34 জনের নাম রয়েছে । সেই 34 জন তালিকার নাম রয়েছে এই মিলনের । বুধবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মিলনকে তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় । তবে ঘটনার সময় মিলন উপস্থিত ছিলেন না বলেই দাবি তৃণমূলের । রাজনৈতিকভাবে তাঁকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করে শাসকদল ।কলকাতা হাইকোর্টের নির্দেশে বিজয়কৃষ্ণ ভুইয়াঁর দ্বিতীয়বার ময়নাতদন্ত হচ্ছে কলকাতার কমান্ড হাসপাতালে । ইতিমধ্যে বিজেপি নেতার দেহ তমলুক জেলা হাসপাতাল থেকে দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য কলকাতার কমান্ডো হাসপাতালের দিকে রওনা হয়েছে । কলকাতা কমান্ড হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত হওয়ার পর দেহ নিয়ে সোজা ময়নায় চলে আসবেন বিজেপি নেতারা । ইতিমধ্যে ময়নায় বৃহস্পতিবার বিশাল মিছিলের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

ময়না ব্রিজ থেকে শুরু হবে সেই মিছিল ৷ তিন মাথার মোড় ঘুরে মিছিল চলে যাবে বিডিও অফিসের সামনে । এই মিছিলের মাধ্যমে ময়নায় বিজেপির শক্তি প্রদর্শন হবে বলে দাবি শুভেন্দুর । বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, বিজয়কৃষ্ণের দেহ সময় মতো চলে এলে তা নিয়েই মিছিল করা হবে । তারপর দলীয় নেতারা ওই বিজেপি নেতাকে শেষ শ্রদ্ধা জানাবেন। ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। এই ঘটনাকে হাতিয়ার করে আগামিদিনে বিজেপি আন্দোলন চালিয়ে যাবে বলেই দলীয় সূত্রে খবর।

আরও পড়ুন: ময়নায় বিজেপির 12 ঘণ্টার বনধে প্রভাব জনজীবনে, জোর করে দোকানপাট বন্ধের অভিযোগ

Last Updated : May 4, 2023, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.